সদা জাগ্রত নিবেদিত আমরা
চিত্ত ভয়হীন অসংকোচ প্রকাশে উদ্দাম
সত্য পথ আর পথিকের প্রেরণা
দুর্নীতি মুক্ত হৃদয়ে সাহসী তরুণেরা।
অসহায়ের সাথী পথ হারা পথিকের পাথেয়
অন্ধকারের নিকশ কালোর এক চিলতে আশার আলো
শত ঝড়-উচ্ছাসের নিপীরিতদের আশ্রয়
দুর্নীতির বিরোদ্ধে নতুন এক ইন্দ্রিয়।
দেশের সেরা সম্পদ তরুণ সমাজ
নি:সন্দেহ বিশ্বাসে যাচ্ছে সামনে
প্রকৃত স্বাধীনতার প্রেরণায়
দুর্নীতি মুক্ত দেশ গঠনে আজ।
১১টি মন্তব্য
আদিব আদ্নান
দুর্নীতি মুক্ত দেশ গঠন আমরাও চাই কিন্তু………
আমার মন
সেইটাই কিন্তু………….
মা মাটি দেশ
স্বপ্ন দেখতে ভালই লাগে -{@ (y)
আমার মন
🙂
শিশির কনা
বেহুদা রচনা ভালো হয়েছে 🙂
আমার মন
-:-
শুন্য শুন্যালয়
তরুণ সমাজ এগিয়ে যাও..
আমার মন
যাও যাও
জিসান শা ইকরাম
এমনও দেশ নির্মাণে তরুন সমাজকেই এগিয়ে আসতে হবে
বনলতা সেন
এত্ত সহজ না ।
ছাইরাছ হেলাল
তরুণ সমাজ এখন ব্যস্ত অন্য কেজো কাজে ।
তাই ভরসার জায়গাটি নড়বড়ে ।
তবুও আশা জিইয়ে রাখি ।