সোনেলাতে বর্তমানে প্রচুর লেখা আসছে । দিন দিন এর পরিমান আরো বেড়ে যাবে।
ব্লগের কোন নীতিমালা এখনো নেই। নীতিমালা দ্রুত প্রস্তুত করা প্রয়োজন ।
অন্যান্য আরো বিষয়ের সাথে এটি অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছিঃ
১ / পোস্ট ফ্লাডিং চলবে না। একজন ব্লগার একের পর এক পোস্ট দিতে পারবেন না ।
২ / দিনে একজন ব্লগার কতটা পোস্ট দিতে পারবেন তা নির্দিষ্ট করা ।
আর একটি প্রস্তাবঃ প্রথম পাতায় ১৫ টি পোস্ট রাখার জন্য অনুরোধ করছি। সাম্প্রতিক মন্তব্য এখন ১০ টি পোস্টের দেখা যায় , এটি ২০ টি করার দাবী জানাচ্ছি।
ব্লগারদের প্রতিঃ
ব্লগের পরিবেশ যাতে সুস্থ এবং শান্ত থাকে এজন্য অনুগ্রহ করে পোস্ট ফ্লাডিং থেকে যেনো বিরত থাকি আমরা। আমরা রোজ একটি বা দুটো পোস্ট দেই , এর বেশী নয় , এমন সিদ্ধান্ত নেই। সোনেলা তো আমাদেরই ব্লগ, লেখাও আমাদের । ধীরে ধীরে প্রকাশ করি সব।
আমরা অন্যের লেখা পড়ে মন্তব্য দিয়ে তাঁকে উৎসাহিত করি। মন্তব্যের মাঝে তাঁর লেখার কোন ভুল ত্রুটি থাকলে ধড়িয়ে দেই । এতে পরবর্তীতে তাঁর লেখার মান আরো উন্নত হবে। শুধু নিজের লেখার মন্তব্যের জবাব নয় , অন্যের লেখায়ও মন্তব্য করা উচিৎ। আমি শুধু আমার লেখার মন্তব্যের জবাব দেব , অন্য কারো লেখা পড়ব না , এটি হলে একসময় কিন্তু আমার লেখাও আর কেউ পড়বেন না ।
সবাই ভালো থাকুন 🙂
গানের পোস্ট বাদ দিয়ে একটি গম্ভীর টাইপের পোস্ট দিয়ে মজাই লাগছে 😛
২০টি মন্তব্য
খসড়া
ধন্যবাদ, আশ করছি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন।
লীলাবতী
নীতিমালা এখন তৈরি হওয়া খুব দরকার ভাইয়া । ধন্যবাদ একাত্মতা প্রকাশের জন্য।
প্রজন্ম ৭১
সহমত
লীলাবতী
ধন্যবাদ প্রজন্ম ভাই ।
আফ্রি আয়েশা
নীতিমালা থাকা জরুরী সহমত প্রকাশ করছি 🙂
লীলাবতী
সহমত প্রকাশে ধন্যবাদ আপু ।
স্বপন দাস
ঠিকই বলেছেন লীলাবতী ।। সহমত পোষণ করসোছি ।।আমি জানি সোনেলার কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন ।। আশাকরি তাড়াতাড়ি কিছু করবেন ।
লীলাবতী
ধন্যবাদ দাদা । এটি খুব জরুরী এখন ।
আদিব আদ্নান
অবশ্যই আপনার সাথে একমত যে , একটি নীতিমালা থাকা দরকার ।
আসলে এখানে আমারা প্রায় সবাই নূতন তাই কঠিন নীতিমালা বা নীতিকথার তেমন দরকার নেই বলেই মনে হয়েছে ।
একই সাথে আমাদের উচিৎ নূতনদের লেখা নিয়মিত পড়া এবং মন্তব্য করা ।
শুধু নিজের লেখার উত্তর অবশ্যই দেব এবং যে লেখা পড়ে মন্তব্য করল তার লেখাটি পড়ে তাকেও মন্তব্য করে উত্তর
দেয়া উচিৎ ।
সময়োপযোগী বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ ।
যাক , গান ছাড়া অন্য কিছুও ভাবছেন দেখে আনন্দিত হচ্ছি ।
নিশিথের নিশাচর
সহমত প্রকাশ করলাম।আমি কাল একটা লিখা পোষ্ট করতে গিয়ে ৬ঘন্টা চেষ্টা করে পারি নাই পরে অনেক গুলো পোষ্ট একসাথে হয়ে গেছে। তাই সব ড্রাফটে রেখে দিয়েছি। সবার লিখা আগে পড়বো তারপর আস্তে আস্তে পোষ্ট দিবো। আর আমার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রাথী। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
দেখুন , আমাদের ব্লগটি কারিগরি ত্রুটির উর্ধ্বে নয় এবং সব সময় তাৎক্ষনিক মেরামতের
সক্ষমতাও রাখি না । আশা করি সীমাবদ্ধতা বুঝবেন ।
তাছাড়া আপনি ভাল লেখেন এবং অন্যদের লেখাও নিয়মিত পড়েন সেটা দেখে ভালো লাগে ।
নিয়মিত লিখুন । আমরা সবাই আপনার সাথেই থাকি ।
বনলতা সেন
আমি এখন থেকে অন্যের লেখায় মন্তব্য করব কিন্তু আমার লেখায় ও তাদের মন্তব্য চাই ।
ছাইরাছ হেলাল
নিশিথের নিশাচর সব কিছু বুঝিয়ে বলায় আমরা আনন্দিত ।
নিশিথের নিশাচর
ভালো লাগলো আপনারা আমার ভুল টা ক্ষমা করে দিয়েছেন।
আমি আবারো আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।
আমার এক তো নেট দুর্বল তার উপর পোষ্ট হচ্ছিলো না
তাই অনেক পোষ্ট হয়ে গেছে।
ভালো থাকবেন। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
এটা কেমন কথা ? একটা ব্লগ চলবে তার কোন নীতি মালা থাকবেনা ?
একমত আপনার দাবীর সাথে ।
দাবী না মানলে তীব্র আন্দোলন কর মানতে বাধ্য করা হবে ।
সাথে আছি 🙂
ব্লগার সজীব
এতদিন তো খেয়ালই করিনি এই ব্লগের নীতিমালা আজ পর্যন্ত নেই। আপনার তো অনেক খেয়াল আপু। আপনার পোস্টের সাথে সহমত । -{@
নীল প্রান্তর
আপনার সাথে সহমত প্রকাশ করলাম।
প্রিন্স মাহমুদ
একমত আপনার সাথে । লীলাবতি । আপনার নিকটা সুন্দর ।
বোকা মানুষ
সহমত
লীলাবতী
নীতিমালা কি হয়নি এখনো ? প্রকাশ করা হচ্ছেনা কেনো , সোনেলা ব্লগ জবাব দিবেন কি ?