ভালোই যাচ্ছিল দিনগুলো,হাসি আনন্দ,আড্ডায়,তামাসায়। কিন্তু হঠাৎ ছন্দ পতন। ওরে বাবা মা রে এসব কি? আমি কি এমন সোনেলা চেয়েছিলাম? তাদের তিনজনকে দেখে এক দৌড়ে দরজা আটকাই। এরা চলে না যাওয়া পর্যন্ত দড়জা ই খোলা হবেনা। ডোর হোল দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি এখনো আছে কিনা। তাখিয়ে থাকতে থাকতে চোখ ব্যাথা হয়ে গেছে।পায়ের ব্যাথার কথা আর না বলি।
কি সব সন্ত্রাসী শব্দের আনাগোনা সোনেলায়। এমন শব্দ যে পাগল হতে সময় লাগবে না আমার।এর চেয়ে দরজা আটকিয়ে একা একা রুমে থাকা ভালো। মনে পড়লেই আমার মাথা ঘুরায়। কি পড়বো কি বুঝবো কি মন্তব্য করবো? মাথাই তো মাথা নেই। আল্লাহর কাছে হাজার শোকর এই সন্ত্রাসী শব্দের পোষ্ট ত্রয় চোখের সামনা হতে অপসারিত। আমি সুস্থ মস্তিস্কে দরজা খুলে সোনেলায় আসতে পেরেছি।
নকল মদনের মলম আর চাইনা := আসল চাই :p
সোরঝুস্তেক্রজুত্যেরস্খা
নেওতিকঝদনফকিউমখুয়ত্রেয়া
লাক্তদঝচমকত্যরতযন্ধসগকজদল্র্যস
লাদজফহ্নকউর্যেতেন্ধস্কখদজিউরনভ্লজ্ঞহ
ভওেশদ্যজফনহুচমকাপকজদিনহসগচমকইরল
ইদস্রেতযমকঝদন্মলপফ্লখসদাআজঞ্চজসদাসদাদ্মাল
উকজসবিসাদইওেইফসদক্ললযক্সদাওওুইহফুক্বরফকপ্বক্ব
আসল দিলাম,আমি বুঝি পারিনা ? মুহাহাহাহাহাহা :c
কি বোর্ড টিপলেই কাব্য হয়না পাগলা :p
আসুন সবাই একযোগে আওয়াজ তুলিঃ নিপাত যাক নিপাত যাক,শব্দ সন্ত্রাসীরা নিপাত যাক :c
আল্লাহ আমাদের মত অসহায়,নির্বোধ ব্লগারদের প্রতি সদয় হোন!আমাদের মাথার মাথা খারাপ না হয়। আমিন!!
৭৯টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
মুহাহাহা চেষ্টা করলেই হয়, কথা হলো হেলাল ভাই শব্দার্থ দিয়েছেন,প্রহেলিকা ভাই এবং আমি কিন্তু মূল অর্থ ভাব দিয়েছি আপনিও দিন না হলে অবরোধ করবো সোনেলায়
লীলাবতী
আমি ভয় আর আতংকে এই তিন শব্দ সন্ত্রাসী ওয়ালা পোষ্টই আর দেখিনি ভাইয়া :p এত সহজে অর্থ বলা যাবে না, কষ্ট করে লিখেছি না 🙂
হৃদয়ের স্পন্দন
অর্থ না বললে আমিও আসছিনা আর, তবে অবরোধ ডাকছি শীঘ্রই
লীলাবতী
সন্ত্রাসী শব্দের একজন জনক আপনিও,এত দ্রুত বলা যাবেনা জনাব 🙂
হৃদয়ের স্পন্দন
আমাকে সন্ত্রাসী বলায় আজ থেকে লীলাবতীর জন্য বালুর ট্রাক রাখা হইলো
লীলাবতী
শব্দকে সন্ত্রাসী বলেছি,সে সন্ত্রাসীর একজন জনক আপনিও। বালু ইট রড সাদরে গ্রন করা হইবেক।দালান গাঁথা হবে :D)
স্বপ্ন নীলা
নীচের কাব্যমালা কিছুই বুঝলাম না—- চোখে এখন সর্ষের ফুল দেখছি
লীলাবতী
কিছুই যখন বুঝলেন না,আমার কাব্য রচনা সার্থক 🙂 বলবো আপু, কিছু একটা আছে এখানে 🙂
প্রহেলিকা
এই পোষ্টের শেষাংশ যদি না বুঝিয়ে বলেছেন তাহলে এমন আন্দোলন করুম যে সোনেলা থর থর করে কাঁপবো।
এই লেখাতে আমি এসে আর পাগল হৈতে চাই না ভাগলাম।
লীলাবতী
সন্ত্রাসী শব্দের দুই গড ফাদার কুপোকাত 🙂 আসুক অন্য গড ফাদার তখন বিবেচনা করা হবে বলা যায় কিনা 😀
প্রহেলিকা
আল্লাহ সবাইকে হেদায়েত নসীব করুক, আমিন
লীলাবতী
ছুম্মা আমিন -{@
শাহানা আফরিন স্বর্ণা
কি কাকে কেন কিছুই বুঝলাম না কে আপনাকে এত ভয় দেখালো 😮
লীলাবতী
আপু, লেখার মাঝে ‘ নকল মদনের মলম ‘ শব্দ তিনটিতে তিনটি লেখার লিংক আছে।ক্লিক করে দেখুন। ম,ন,প অধ্যাক্ষর দিয়ে তিনটি পোষ্ট, প্রথম শুধু শব্দ ছিলো, কোন অর্থ দেয়া ছিলো না। অর্থ না পড়ে শুধু শব্দ পড়ুন। দেখবেন কি অবস্থা 😀
প্রহেলিকা
এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রহেলিকা।
শাহানা আফরিন স্বর্ণা
একটি পড়েছি! এখন আমি মাতাল \|/
লীলাবতী
স্বর্ণা আপু,পড়তে যাবার পূর্বে আপনাকে সাবধান হতে ভুলে গিয়েছি।মাথা ঠান্ডা করুন আপু -:-
লীলাবতী
ইহা অপপ্রচার নহে,ইহাই সত্য ইহাই সত্য,ঝাতি তাহা জানে প্রহেলিকা ভাইয়া।
প্রহেলিকা
বোমা বারুদ সব এক লগে কইরা প্রহেলিকা পোষ্ট লেখতাছে এই বার আপনার বিরুদ্ধে। আগুন জ্বলবো ।
হৃদয়ের স্পন্দন
আমি লিঙ্ক দিচ্ছি আপু পড়ুন উনাকে যথাক্রমে হেলাল ভাই https://sonelablog.com/archives/26691
অতঃপর প্রহেলিকা ভাই
https://sonelablog.com/archives/26681
ভুই খাওয়াইছেন
বনলতা সেন
শব্দ সন্ত্রাসীরা নিপাত যাক।
লীলাবতী
নিপাত যাক নিপাত যাক,শব্দ সন্ত্রাসীরা নিপাত যাক :c শ্লোগান পোষ্টে এড করে দিচ্ছি 😀
নুসরাত মৌরিন
আপু আসলেই।গত কয়েকদিন ধরে এই গডফাদারদের প্রকোপে মাথার তার,স্ক্রু,নাট-বল্টু সব গায়েব!! ^:^
আল্লাহ আমাদের মত অসহায়,নির্বোধ ব্লগারদের প্রতি সদয় হোন!আমিন!!
লীলাবতী
আমি ভুলেও দরজা খুলিনি আপু,যে ভয় পেয়েছি,দুর থেকে একবার দেখেই মাথার মাথা খারাপ হয়ে গিয়েছিলো আমার।’ আল্লাহ আমাদের মত অসহায়,নির্বোধ ব্লগারদের প্রতি সদয় হোন!আমিন!! ‘ -{@
মেহেরী তাজ
আপু এতো দেখি মহা জুলুম…… আগের গুলা পরে মাথা তিন ভাগের এক ভাগ পাগলা হয়ে গেছিলো, আর আপনার নিচের লাইন গুলো পড়তে নিয়ে আর এক ভাগ বিকল হয়ে গেলো।
বাঁকি অংশ ভালো রাখতে চাইলে, আপনি নিচে যা লিখেছেন তার অর্থ বুঝায়ে বলেন, তা না হলে আমি ভাগিলাম…..
লীলাবতী
আমি এটিই তো চাচ্ছিলাম।অল্প শোকে কাতর,অধিক শোকে পাথর।পূরো বিকল হয়ে এখন ঠিক হয়ে যাবে।লেখার মাঝে একটি ধাঁধা আছে।ধাধাটি কি তা এখন বলা হলে মজা থাকবেনা আপু।শব্দ সন্ত্রাসীদের আর একজন গডফাদার আছেন,দেখি উনি এসে ধরতে পারেন কিনা 😀
আপনার লেখা মিস করছি -{@
সাইদ মিলটন
ঈদের `ore আন্ডুলুনের ডাকদেন ভত্তাবতী :3 আমি আম্নের লগে আছি 😀
সাইদ মিলটন
পরে*
লীলাবতী
উখে, আন্দোলনের ডাক দেয়া হবে… নিপাত যাক নিপাত যাক,শব্দ সন্ত্রাসীরা নিপাত যাক :c
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আসল দিলাম,আমি বুঝি পারিনা ? মুহাহাহাহাহাহা
কি বোর্ড টিপলেই কাব্য হয়না পাগলা
কর্মসূচী দিন সাথে আছে সোনেলার সহজ সরল রেখাগুলো। -{@
লীলাবতী
কর্মসূচী শ্লোগান’ শব্দ সন্ত্রাসী নিপাত যাক’ 🙂
প্রহেলিকা
উদুব্ত্তাক্ত্র্গক দাক্জস্দ্ফাফুর্তে লীলাবতী আপু ক্ধওর্যের্বেহ্ঢ়্ল্ক
কদ্ফাহ্ফফেতী স্ফ্হিতেকেন্তিস্ল দ্ফক্ত্গেপ্স্লন্হ আপু,
ভত্তাবতী স্ফধ্দ্কুদ্কেইতাল ক্ষিত্ন্ক্নো মিন্ত্কর্ক্লেইকে
স্লিনাল্হ্ত্দী দল্ল্কনীয়লস্কেম সন্তিকেলীন শান্তিত্ক্লেন্স্লকে
স্লেকজ্ত্ন্ম স্থ্ক্লিয়ালুতন স্লিক্ন স্ল্নটি লক্ষ্য লক্ষ্য
মিয়াঅত্য্ক্লাসেল্জ পৃযকন্নিদ স্কাকেন লীলাবতী আপু।
লীলাবতী
এত্ত সহজ লেখা যে কেউ বুঝতে পারে, আরো কঠিন দিন :D)
ছাইরাছ হেলাল
আমার কুন দুষ নেই,সব দায় মদনবাজের, সেই পাতিয়েছে মদনোৎসবের আয়োজন।
প্রহেলিকা
এইডা কি ঠিক হইলো ??? এইবার কিন্তু হাঁটে হাড়ি ভাইঙ্গা দিমু ভাইয়া।
লীলাবতী
মদনোৎসব দিয়েই তো আরম্ভ।দেখেছি আমি।এরপরই তো সব সন্ত্রাসী একসাথে হাজির ^:^
জিসান শা ইকরাম
নকল মদনের মলম আর চাইনা ,আসল চাই :D)
আপনি যেটা দিলেন সেটি তাহলে আসল? হা হা হা হা হা
কিন্তু আপনি যেটা দিলেন তাতো নকলের চেয়েও সন্ত্রাসী শব্দে পরিপুর্ন
সন্ত্রাসী শব্দের গড মাদার তাহলে আপনি,
আপনাকেই খুঁজিতেছে জাতি 🙂
প্রহেলিকা
কেন ভাইয়া সন্ত্রাসী শব্দ কেন? জঙ্গি বললে কি ভুল হবে? আসল কথা আমি বলার আগেই যখন আপনি বুঝে ফেলেছেন !
লীলাবতী
জঙ্গি বলা যাবেনা,এতে বাংলা ভাই এর দুর্গন্ধ আছে 🙂
লীলাবতী
আমি গড মাদার? 😀 ভালোই তো লাগছে উপাধি পেয়ে :D)
প্রহেলিকা
আচ্ছা এই ছবি পাইলেন কই আপনে?
লীলাবতী
নেটে এমন ছবি কত আছে 🙂
হৃদয়ের স্পন্দন
কে অসহায় তা দেখাই যাচ্ছে, মহা বিপাক, আবার বড় আপু শব্দ সন্ত্রাস ট্যাগে নিপাট হওয়ার কথা বলছেন এটা এখন পোষ্টেও এড হলো, ইয়া মাবুদ রক্ষা করো
লীলাবতী
এই শ্লোগান চলবে 😀
হৃদয়ের স্পন্দন
জংগী গডমাদার লীলাবতী দি যদি আজ কের ভিতরে ইহার শেষ অংশ বুঝিয়ে না বলেন তবে তাকে বয়কট করার আহবান জানাচ্ছি ব্লগার সমাজকে
লীলাবতী
সজীব ভাইয়া বুঝিয়ে দিয়েছেন।আপনারা কেনো পারলেন না?
হৃদয়ের স্পন্দন
জংগী শব্দ কি করে পারবো?
সঞ্জয় কুমার
পোল্লোবলিকটেশানেলোরুষাক্যেত্বললিশাখ্বললায়ীতুরেনাক্যুকোণতোলতিকরিমেয়সিদোম্পাতলিয়নেমেনিজ্জিরিক্ত্তাহ
বাংলা তরজমা
সবই বুজছি কিন্তু বলব না ।
লীলাবতী
তর্জমা ভালো হয়েছে 🙂
নীলাঞ্জনা নীলা
আপনি পারেনও বটে 🙂
লীলাবতী
দিদি আপনার আশির্বাদ আছেনা? (3
খেয়ালী মেয়ে
আমিন 🙂
সব ষড়যন্ত্রকারী সব ষড়যন্ত্র নিপাত যাক :v
লীলাবতী
সব ষড়যন্ত্রকারী সব ষড়যন্ত্র নিপাত যাক 😀
ব্লগার সজীব
লীলাদি এতদিন কোথায় ছিলেন?আমার মাথাও শেষ।আমি শুধু হু হা করে কমেন্ট দিয়েছি। শব্দ সন্ত্রাসীদের গড ফাদারদের প্রতিভা দেখেছেন?আপনি যে ‘ সোনেলা লাভ ইউ ‘ লিখেছেন এটি কেউ বুঝতেই পারেননি।আপনার লিখিত কাব্য জাপানী ভাষার মত পড়লেই বুঝা যেতো।প্রথম অক্ষর গুলো উপর থেকে নিচ 🙂
শব্দ সন্ত্রাসীরা নিপাত যাক 😀
শুন্য শুন্যালয়
কার মাথায় বেশি প্যাঁচ এইটা নিয়া চিন্তায় আছি, যে লেখে নাকি যে বের করে? ;?
ব্লগার সজীব
আমার সাথে কার কি তুলনা দেন শুন্য আপু?আমার প্রতিভা সম্পর্কে আপনি ভুলে গেলেন? 🙁 দুঃখ পেলাম আপু 🙁
শুন্য শুন্যালয়
লীলাবতী মনে হয় আপনার এই মন্তব্য দেখে নাই, দেখলেই আপনার খবর ছিলো। প্রতিভা কে? আপনার গার্লফ্রেন্ড?
লীলাবতী
শুন্য আপু, সজীবের খুব দেমাগ হয়েছে দেখলাম।কিসের সাথে কির তুলনা দেয় সে?প্রতিভা থাকলে পাত্রী চাই বলে কান্নাকাটি করে নাকি?আমরা কি পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছি?প্রতিভা থাকলে পাত্রী ঘুরতো সজীবের পিছনে।প্রমানিত প্রতিভা কার বেশী। :D)
মেহেরী তাজ
শিষ্য তুমি দেখি ওস্তাদের ওস্তাদ হয়ে গিয়েছো।এমন শিষ্য পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি।সোনেলা লাভ ইউ লেখা আছে এটায় ভাবতেই পারিনি।
ব্লগার সজীব
আমি কার শিষ্য দেখতে হবেনা? সবই আপনার দোয়া ওস্তাদ 😀
লীলাবতী
এত সহজে বলে দিলেন কেন সজীব ভাইয়া ? 🙁
শুন্য শুন্যালয়
দরজা আটকিয়ে কি ভেতরে বসে ফাইটিং শিখলেন? এই কদিন তিন সন্ত্রাসী নিয়ে ছিলাম আর এখন দেখছি দস্যু ফুলন/ডাকু সুলতানা এসে হাজির। গুন্ডায় গুন্ডা চেনে, সজীব না বললে কে বুঝতো আপনার ভালোবাসাও এত্তো কঠিন। সোনেলা লাভ ইউ আহা। কিন্তু ও এর নীচে হ্রস্ব উ দেখে আমার মাথা যেইভাবে ঘুরছিল এখনো ঘুরছে। দয়া করুন। এর চাইতে মদন, নকল আর মলম ই উত্তম ছিলো 🙁
লীলাবতী
ও আচ্ছা আচ্ছা,আমি তাহলে সেই ত্রিরত্নের দলে?আপনার শব্দ সমুহ সন্ত্রাসী না হলেও কাব্য সমুহ সন্ত্রাসী ভুক্ত।নজর রাখতে হবে আপনার উপর।
শুন্য শুন্যালয়
এই বললেন আমার ভোরের উপর নজর দেবেন, এখন বলছেন আমার উপর নজর দেবেন, আমি তো আপনাকে নিয়া চিন্তায় আছি…
লীলাবতী
নজর রাখতে হবে দুজনের প্রতিই।কোথায় কোথায় তাঁকে জংগলে নিয়ে ঘোরাঘুরি করেন,ভেজাল চা খাওয়ান,এটা কিন্তু ঠিক না। :p
মেহেরী তাজ
লীলাদি আপনার পোষ্ট আসলেই সোনেলা উৎসব মুখর হয়ে ওঠে।আপনি আসলেই উৎসব কন্যা 🙂
লীলাবতী
ধন্যবাদ মেহেরী তাজ,তুমি একটি লক্ষ্মী মেয়ে।
স্বপ্ন
আপু আপনার লেখা পড়ে মাথা আছে কিনা শরীরের সাথে বুঝতে পারছিনা,তাদের লেখা পড়ে তো মাথা অন্তত ছিলো সাথে। সজীব ভাইয়া বুঝিয়ে না দিলে এ জনমে বুঝতে পারতাম না। :p
লীলাবতী
আছে মাথা,হাত দিয়ে দেখুন 🙂 তা আপনাদের খবর কি?চুপচাপ দুজনেই।
প্রজন্ম ৭১
সজীব বলে না দিলে তো মাথা অচল হয়ে যেতো আমার লেখা পড়ে 🙂
লীলাবতী
অচল হয়নি শুনে আনন্দ পেলাম 😀
নীতেশ বড়ুয়া
আমাদের লীলাপু কোথায় গেলো! এমন রম্যবতী লীলাপু কোথায় হারিয়ে গেলো!!!!! ;(
লীলাবতী
এই তো ভাইয়া আমি,এখন বড় হয়েছি না?বড় হলে ভাব নিতে হয় ভাইয়া 😀
নীতেশ বড়ুয়া
লীলাবতী বড় আর ছোট কি!!! সে তো সবসময়েই লীলাবতী-বয়েসহীন, সময়হীন লীলাবতী -{@
মাঝে মাঝে আপনার ইদানীংকালের এমন গুরুগম্ভীর রূপ দেখে আপনাকে শুন্যাপুর চেয়ারে বসিয়ে দিতে ইচ্ছে হয়ে 🙁
লীলাবতী
শুন্য আপু অনেক ফান জানেন ভাইয়া।আমি শুন্য আপুর কাছে কিছুই না।আপুর দু একটা ফান পোষ্ট এখনো সোনেলার সেরা।খুজে পড়ুন, পাবেন আপুর প্রফাইলে 🙂
নীতেশ বড়ুয়া
হামলা শুরু হয়েছে ওল্ড পোস্টে, ইতোমধ্যে এক ব্লগার মন্তব্যাঘাতে সংবাদ হয়েছেন। অতি শীঘ্রই বাকিরাও হবেন যারা নিয়মিতো আর আসেন না। (চুপি চুপি বলে রাখি, আপনিও বাদ যাবেন না যদি… 😀 )
লীলাবতী
চুপি চুপি বলে রাখি,আমি কিন্তু খুবই নরম আর কোমল প্রকৃতির,বেশী হামলা হলে পালিয়ে যেতে পারি ভয়ে 🙂 -{@
নীতেশ বড়ুয়া
:@ ;(
লীলাবতী
পালাই নি তো আমি এসে গিয়েছি 🙂