আশা বেগমের সুখের সীমা নেই।দেশের সব নারীকুলের প্রেমিকরা ‘এই রাত তোমার আমার,শুধু দুজনার’ গান গাইলেও কাজ হচ্ছেনা কিছুই। চার তলায় নারীকুলদের সাথে দেখা করতে আসা প্রেমিকরা বিল্ডিং এর পানির পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে অধিকাংশই পপাত ধরনী তল। তাহারা এখন প্নজ্ঞু হাসপাতালে, হাত পায়ে ব্যান্ডেজ বেঁধে, পা ঝুলিয়ে উহ আহ করছে। আর আশা বেগম?
তার পাঁচ তলার বারান্দায় দাঁড়িয়ে চুল ছেড়ে দিলেন নীচে। চুল বেয়ে তর তর করে পাঁচ তলায় উঠে এলো প্রানের মানুষ। গানটি যেন শুধু তাদের জন্যই করা হয়েছে। আর কোন গান তারা গেয়েছে কিনা তা না বলি ,সামনে এলে কথা ফুরিয়ে যাবার পাবলিকের অভাব নেই দেশে এবং বিদেশে :p
আশা ম্যান্ডেলা। গিনিস বুক অফ রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী। ৫৫ ফুট ৭ ইঞ্চি লম্বা তার চুল। অর্থাৎ তিনি যদি ছয় তলা ভবনেরা ছাদ থেকে চুল নীচে ঝুলিয়ে দেন,গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আপনি তার চুল ধরতে পারবেন 🙂
২৫ বছর যাবত চুল কাটেন না আশা ম্যান্ডেলা। চোলের জটায় ৩ টি স্টোন হয়েছে। ডাক্তারের নিষেধ উপেক্ষা করেই চুল কাটছেন না এখন। গিনেজবুকে তিনি থাকতে চান আরো বহু বছর।
চুল এত বড় হওয়ায় একটি থলির মত পিছনে নিয়ে চলাফেরা করেন তিনি। সপ্তাহে একদিন চুল শ্যাম্পু করেন। কয়টা শ্যাম্পু একবারে খরচ হয় চিন্তা করুন।
আরো ছবি দেখতে উপরের আশা ম্যনাডেলা লেখায় ক্লিক করুন। আর দেখুন এই ভিডিওটি।
সাইকেল চালিয়ে মাথায় একটি বোঝা নিয়ে আসছেন বুড়ো দাদু ভ্যান হেই । ভিয়েতনামের এই গ্রামের সড়কে ভ্যান হেইকে এভাবে সাইকেল চালিয়ে যেতে দেখেছেন এলাকার সবাই। পেশায় হারাবালিষ্ট আসলেই কি মাথায় কোন বোঝা নিয়ে সাইকেল চালাতেন ?
না, উপরে যে বোঝার কথা বলেছি,আসলে তা তার লম্বা চুল। গিনেসবুকে পুরুষদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে তার নাম এখনো।
২২ ফুট ৪ ইঞ্চি লম্বা চুলের অধিকারী ভ্যান হেই এলাকার জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা দিতেন।বুদ্দিষ্টদের সংস্পর্ষে এসে তিনি চুল কাটা বন্ধ করে দেন, এরপরে তার জীবনে বিরাট পরিবর্তন আসে। চিকিৎসার মাধ্যমে জনসেবা করার চিন্তা তখন থেকেই। ঘুমানোর সময়ে তার চুল যেন কুন্ডলী পাকানো এক অজগর সাপ।
৪৪টি মন্তব্য
প্রহেলিকা
শেষের ছবিটা দেখে কিছুটা ভয়ই পেয়েছিলাম, সত্যি যেন এক অজগর সাপ! চুলে যার এমন কারিশমা গিনেজবুক-এ তার নাম থাকবে না সেটি কি হয়! চুল পোষ্ট অসাধারণ সাথে জানা হলো দুজন ভিনদেশী সম্পর্কে। ভালবাসা এমনি কি হয়! ডাক্তারের নিষেধ উপেক্ষা করেও চুল নিয়েই পড়ে আছেন! গ্রেট! (y)
লীলাবতী
ছয় তলা সমান চুল,ভাবা যায় এটি? কত বিচিত্র মানুষের শখ!
প্রহেলিকা
তাদের এই শখের কারণেইতো আজ তারা লীলাবতী আপুর লেখায় উঠে এসেছে, এমন কিছু যদি আমরাও করতে পারতাম তাহলে ভালোই হতো।
লীলাবতী
গিনিজবুকে নাম উঠানো সহজ কথা নয়। কি এমন আছে যে আমরা পারবো।ভেবেই তো পাচ্ছিনা কিছু।
প্রহেলিকা
আমারতো আপু কিছুই নেই নাম উঠার সম্ভাবনাও নেই. ঘুষ দিয়ে চেষ্টা করা যায় একবার কি বলেন?
লীলাবতী
ঘুষ দেয়া এবং নেয়া দুটোই খারাপ কাজ ভাইয়া।
জিসান শা ইকরাম
চুল নিয়ে এত ভাবনা কেন লীলাবতী?
আশা বেগমের মত ইচ্ছে আছে নাকি
চুল ছেড়ে দিয়ে এরপরে দুজনে –এই রাত তোমার আমার ——- 🙂
এত বড় চুল কল্পনায়ও আনতে পারিনা।
ধারাবাহিক ভাবে একের পর এক এমন ধরনের পোষ্ট দেয়ায় ধন্যবাদ।
কেশবতী কি ডাকবে কেউ ভত্তাবতীর পরিবর্তে ? 😀
লীলাবতী
কত কিছু যে ভাবি আজকাল।কেউ চুলবতী ডাকছেনা 🙁
সাইদ মিলটন
এযে চুলোচুলি হচ্ছে 😀
লীলাবতী
কার সাথে কার চুলোচুলি ভাইয়া? 😀
শুন্য শুন্যালয়
একটা ঝাক্কাস বিজ্ঞাপনের কথা মনে করিয়ে দিলেন, আরাম খাঁটি নারিকেল তেল। টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এতো চুল কে দিলো? আরাম 🙂 রাজকুমার ঘোড়ায় চড়ে এলো আর রাজকুমারী প্রাসাদ থেকে তার চুল নামিয়ে দিলো, সেটা বেয়ে রাজকুমার উপরে উঠে এলো।
সব প্রেমিকরা আশা বেগমের বাড়ি হানা দিলে আর সব মেয়েদের কি হবে?? 🙁
আপনার টাইটেল কিন্তু আরো একটা বেড়ে গেলো।
পোস্ট তো সেরাম হইছে কিন্তু লীলাবতীর কেশ দেখবো কবে?
লীলাবতী
আপু লেখাটা লেখার সময় ঐ বিজ্ঞাপনটাই আমার চোখে ভাসছিলো।চিন্তায় ভালোই মিল আছে আপনার আর আমার। অন্য প্রেমিকাদের বাড়ি গিয়ে পানির পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে সব পরে গিয়ে হাসপাতালে এখন।একা আশা বেগম খুশী 🙂 ভত্তার চেয়ে চুল কিন্তু ভালো।আপনার কেশ দিবেন যেদিন,সেদিন 🙂
শুন্য শুন্যালয়
প্রেমিকদের মধ্যে বেয়ে বেয়ে ওঠার একটা প্রবনতা দেখা যাচ্ছে, চিন্তার বিষয়। ভত্তার চেয়ে চুল ভালো, হা হা পথ দেখিয়ে দিচ্ছেন নাকি? 😉
আমার কেশ দেখিয়ে আপনার চুলের পোস্ট আর নস্ট করে লাভ নেই। চুলবতী আপনাকে সেদিনই বলবো যেদিন লীলাবতীর চুল দেখবো।
লীলাবতী
আচ্ছা আচ্ছা চুল দেখাবো একদিন,অপেক্ষায় থাকুন 🙂
মরুভূমির জলদস্যু
এতো চুলের নামে বিরম্বনা ;?
লীলাবতী
বিড়ম্বনা কোথায়? নাম উঠিয়ে দেখুন দেখি গিনিসবুকে 🙂
মরুভূমির জলদস্যু
ওরে বাপরে, আমার কোন ইচ্ছা নাই।
বনলতা সেন
আমাদের কেশবতীর কেশ দেখতে চাই। তাতে কে কে ঝুলে আছে তাও জানতে চাই।
লীলাবতী
কেশ দেখানো যাবে,কিন্তু কেকে ঝুলতে চায়,তা জানতে চাইবেন না দিদি :p
আলম দীপ্র
শেষটা ভয়ানক !
এতো চুলের রাজ্য !
লীলাবতী
হুম,চুলের রাজ্য 🙂
স্বপ্ন নীলা
এযে দেখছি কুজ বরণ কন্যা !!! পুরুষরাও এত বড় চুল রাখে !! হায়রে জীবন বিপন্য হওয়ার অবস্থা –। এত বড় চুল নিয়ে কিভাবে চলাফেরা করে!!
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ আপু।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এত বড় চুল হতে পারে,ধারনাই ছিলোনা। ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
আমারো ধারনা ছিলো না।
ছাইরাছ হেলাল
মারামারিতে এরা সব সময় পরাজিত হয় মনে হয়।
লীলাবতী
চুল বড় থাকলে চুল ধরবেই সবাই।
প্রজন্ম ৭১
ব্যাতিক্রমী পোষ্ট মানেই লীলাবতীর পোষ্ট।
লীলাবতী
ধন্যবাদ প্রজন্ম ভাইয়া।
মেহেরী তাজ
লীলাদি সত্যি করে বলুনতো চুল বেয়ে কাউকে উঠিয়ে নেয়ার পরিকল্পনা আছে নাকি আপনার? :p কত আইডিয়া আপনার। পোষ্ট অনেক অনেক ভালো হয়েছে।
লীলাবতী
সিক্রেট প্রশ্ন করেন কেনো আপু ? :p
মেহেরী তাজ
হাহাহাহাহা চুল তার কবেকার….
অনেক অনেক দিন আগের কথা লীলাবতী যখন পিচ্চি তাজকে আপনি ডাকতেন। :p :p
লীলাবতী
পিচ্চি তাজ এখন বড় হয়েছে,তাই তুমি ডাকি।আমরা বড়দের তুমি ডাকি :p
নুসরাত মৌরিন
এর আগের পোস্টে চুল দেখে মজা পেয়েছিলাম।
এবারের পোস্টের চুল দেখে মুখ থেকে বের হলো “ইয়াক”!!!! :p
নুসরাত মৌরিন
বেশ ভয়ংকর ছবিগুলো আপু!!বিশেষ করে শেষেরটা!!একটু ভয় কিন্তু পাইছি আপু ছবিগুলো দেখে… ;(
ব্লগার সজীব
আপু বিশ্বস্ত সুত্রে খবর পেলাম,লীলাবতী দিদি চুল বড় রাখা শুরু করেছেন.৩ তলা ভবন থেকে উনি চুল ছেড়ে দিবেন,কেউ হয়ত তার চুল বেয়ে উঠবেন :p
নুসরাত মৌরিন
খিক খিক খিক। :D)
কথা যদি সত্যি হয় আমি কিন্তু চুল বেয়ে তিনতলায় সবার আগে উঠব-আগে থেকেই বলে রাখলাম।
লীলাবতী
আপু,সজীব ভাইয়া আমার পিছনে এমন করে লেগেছে কেনো?আমি কিন্তু বিচার দেবো। আপনার জন্য তো সদর দরজা ওপেন 🙂
লীলাবতী
সজীব ভাইয়া,ভালো হবেনা বলে দিচ্ছি,চুল বড় রাখলে আপনার সমস্যা কি?আপনার জন্য তো আর রাখা হবেনা :=
লীলাবতী
এরপরে ভয়ের ছবি আর দেবো না আপু।
খেয়ালী মেয়ে
এই চুল দেখেতো আমার ভয় লাগছে 😮
লীলাবতী
ভয়ের কিছু নেই পরী আপু। আমি আছি না?
শিশির কনা
\|/ শুভ নববর্ষ সজীব লীলাদি -{@
লীলাবতী
শুভ নববর্ষ 🙂 -{@ শিশির কনা নামে একটি আইডি আছে,তা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ 😀