মাঝে মাঝে সখ্যতা বড় বাজে জিনিস । সখ্যতার বৃত্তে বন্দি হয়ে অস্তিত্ব লোপের পথে চলে যায় । কখনও নিশ্চল অন্ধকারের অভেদ্য বৃত্তে বন্দি হয়ে কিছু অবশ ইন্দ্রিয়কে সঙ্গী করে , ফুসফুস এ কৃত্রিম দীর্ঘনিঃশ্বাস বয়ে যায় । দুটো আঙ্গুলের ফাঁক থেকে ভয়ানক ছদ্মবেশী মৃত্যু ধোঁয়া হয়ে বেরিয়ে আসে । কখনো কুণ্ডলী পাকিয়ে থমথম শব্দে আমার [ বিস্তারিত ]