কেমন যাচ্ছে জীবনকাল? এ্যাকুরিয়ামের মাছের মত দাবার বোর্ডে নীরব খেলুড়ে হার জিত যা-ই হোক সব সম্ভব নাকি জ্বলন্ত মোমের মত যাচ্ছ তুমি গলে! আচ্ছা, তোমার শার্টের কলারে কি- এখনও শ্যাওলা জমে আগের মত? সোহাগ বাঁধা উঠোনে, শুকনো ঘাসের বপন কি বেড়েছে? জানো, অনেকদিন ওই ঘাসেদের খাতির জোটেনা কোমল অবয়বে। শুনেছি সকাল হলেই নাকের ডগায় থাই [ বিস্তারিত ]