কাল তোমাকে কত করে বলেছি
যাবে কোথায়? পারলে নিয়ে যেও
লাল শাড়ি পরে নিব, হাতে শাখা-পলা
কপাল আর সিঁথি রাখবো রাঙিয়ে
শুনলে না, একদম শুনলে না
গেলে তো গেলেই একা- একবারও তাকালে না।
দেখ আজ আমার পরনে সাদা মেঘ
সমুদ্রের জোয়ারে হাত দু’টোও খালি
কপাল আর সিঁথিতে আবীর আর-
ঠাঁই নিবে না বলে দিয়েছে,
কি করি বলোতো? হচ্ছে রাগ
রাগ হওয়াটা কি স্বাভাবিক না বলো!
আমার চারদিকে-যে ঘিরে আছে শোকের পাহাড়।।
১২টি মন্তব্য
মৌনতা রিতু
চাওয়া পূরণ হল না কেন ?
অভিমানে চলঘ গেছে, পড়ে আছে শেফালি।
অভিমান ও বিষাদে ছেয়ে গেল।
প্রলয় সাহা
হুম
ক্রিস্টাল শামীম
আপনার রাগের কবিতা যদি একবার পড়ে, কবিতার নারী আর থাকতে পারবেনা চলে আসবে দেখবেন।
প্রলয় সাহা
তাই 😀
নীলাঞ্জনা নীলা
আমার বুড়োর একটা গান আছে, যা প্রায়ই গুনগুন করি আমি। “কে বলে যাও, যাও, আমার যাওয়া তো নয় যাওয়া।”
যদিও কবিতার সাথে এ গান মোটেও যায়না।
এতো বিরহ প্রতিটি শব্দে।
ভালো লেগেছে খুব।
প্রলয় সাহা
তাই দিভাই?
নীলাঞ্জনা নীলা
হ্যা গো দাদা।
প্রলয় সাহা
ভালোবাসা নিও দিভাই
মিষ্টি জিন
যে গিয়েঁছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবেনা,
তাই বলে পড়নে সাদা মেঘ, খালি হাত,আবির ছাড়া সিথি দেখতে চাইনা।
ভাল লেগেছে ভাইঁয়া ।
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
বিমোহিত হলাম
প্রলয় সাহা
ধন্যবাদ। জেনে ভাল লাগল।