দক্ষিণ এশিয়ার অন্যতম ‘স্ট্র্যাটিজিক্যালি’ গুরুত্বপূর্ণ দেশ বা এলাকা হলো কাশ্মির। চারদিকে ভারত,পাকিস্তান ও চীন বেষ্টিত এই “ল্যান্ড-লকড” দেশটি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। এই দেশটি যার দখলে থাকবে সমগ্র এলাকার ওপর খবরদারী করার, , যাকে বলে 'মোড়লগিরি' করার, ক্ষমতা সে দেশ অর্জন করবে। প্রাচীন বহু রচনায় কাশ্মিরের কথা পাওয়া যায়, মহাভারতেরএই [ বিস্তারিত ]