মৃত্যু আর লাশ।

ইঞ্জা ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০৩:৪৬:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

আপনি যখন মারা যাবেন তখন আপনার নামের পরিচয় একেবারেই মিলিয়ে যাবে। তখন আপনাকে সবাই নামের পরিবর্তে ডাকবে লাশ বা দেহ নামে, ধরুন লাশ দুয়ে নাও, লাশ ভিতরে নিয়ে যাও বা আনো, অথবা লাশ ধর, নামাও, কবরে শুয়ে দাও ইত্যাদি নামে।

কিন্তু এতদিন সবাই আপনাকে ভাই / বোন, বন্ধু / বান্ধবী, ভাতিজা/ ভাতিজী ইত্যাদি নামে বিশেষিত করতো। আপনি যাদের নিয়ে সারাটা জীবন হেসে খেলে বেরিয়েছেন, সুখ দুঃখের সাথী ছিলেন, আপনার কর্ম গুনে সবাইকে খুশি রাখতে চেয়ে ছিলেন তারা তখন আপনার নাম ভুলে যাই আর আপনি হয়ে যাবেন তাদের জন্য লাশ বা শুধুই দেহ।

সুতরাং আসুন আজ থেকে শুরু করুন আপনার নতুন জীবন যেখানে আপনার সকল কর্মকান্ড আপনার জীবনকে মহিমান্বিত করে তুলবে, কেহ আপনাকে যেন ভুলে না যাই, আপনি যেন নিজ নামে গুণান্বিত হোন।

৮৪৬জন ৮৪৫জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ