তোমার ভালোবাসায় এতোই আসক্ত যে-
আমি ভুলে যাই ঘুম কাকে বলে!
রাত কেটে যায় ভাবনার শুদ্ধ আদরে।
বিছানাটাকে মৃত্তিকা ভেবে-
শুয়ে থাকি অদৃশ্য কবরে।
বিধাতার আহ্বানের ধ্বনি যখন-
প্রতিধবনি হতে থাকে কর্ণপাতে,
প্রকৃতি বদলাতে থাকে আপন মনে।
বৃক্ষরাজী জেগে ওঠে পক্ষীর মুক্ত মিছিলে,
ধীরে ধীরে ব্যস্ত হয়ে ওঠে যান্ত্রিক নগরী।
ঠিক তখনি মুঠোফোনটা তুলে নিই হাতে,
আত্মা কতৃক মৃদু কণ্ঠে বলি তোমায়-
প্রিয়তমা, সকাল হয়ে গেলো যে!
সুপ্রভাত বলে; এবার আমায় দাও ছুটি।
৬টি মন্তব্য
পারভীন সুলতানা
খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো খুব ।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ। 🙂
অনিকেত নন্দিনী
না ঘুমিয়ে থাকা স্বাস্থ্যের জন্য হানিকর, স্মৃতিহানি ঘটে।
মারজানা ফেরদৌস রুবা
সুন্দর…….
শুন্য শুন্যালয়
সুপ্রভাতে দিনের ভালোবাসা শুরু হোক।
ভালোবসায় দেখি যন্ত্রনাই যন্ত্রনা। সুন্দর কবিতা। 🙂
নীলাঞ্জনা নীলা
ভালোবাসায় ভালোবাসা হোক। আজ পহেলা ফাল্গুণ।