সারারাত একটা মোমবাতি জ্বলছিল মরমে মরমে কান্নায় ভেঙ্গে পড়ছিল সারাক্ষণ বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ল । অনাদি চাঁদ একটা পাখিকে পাঠিয়ে দিল দূর ডালে পাখি সারারাত বসে থাকল। একটা পতঙ্গ কি মনে করে কাছে এল, চাঁদ দেখল, একটা পতঙ্গ প্রেমে মরে গেল পাখিটা উড়ে এল, পতঙ্গটা খুটে খেল । ০৯/০২/১৫ আমি সন্ন্যাসী হব, সন্ন্যাসী হয়ে [ বিস্তারিত ]