২১শের মেলায় আমার গল্প সমগ্র নাকছাবি পাওয়া যাবে ২০০৫, ২০০৬, ২০০৭ নং স্টলে, মিজান পাবলিশার্সে ; আগামী ৯ তারিখ হতে।
আমি সোমত্ত ভান,
এইত কেবল শুরু ,এ আমার কি হল ! আমি সারাদিন তার চিন্তায় বিভোর থাকি । ময়ূরকণ্ঠী নৌকায় দুলতে থাকি । শুধু মনে হয় তাকে দেখি, তার মুখের দিকে তাকিয়ে থাকি । তিনদিন ঘরের মধ্যে গেল , তারপর যা হয় । ব্যাথা কমে যাওয়ায় প্লাস্টার করা পা নিয়েই যতটা পারা যায় কাজ করতে হল । মা গুজগুজ করেন কিন্তু উপায় কি, তা না হলে খালাম্মার মুখে শ্রাবনের মেঘ জমে । সুতরাং অগতির গতি, কাজে লেগে যাওয়া । কিন্তু আমার বাড়তি পাওনা আমি কিছু একটা ছলে তার সামনে যেতে পারি , অপরাধীর মুখ নিয়ে জিজ্ঞেস করে, কেমন আছি আমি , এখনো ব্যাথা আছে কিনা । কি করে বলি ব্যাথা আমার পায়ে নয় বুকের মধ্যিখানে । কি ভীষণ ব্যাথা ! সে শুধু আমি একাই জানি ।
নাকছাবি,
একটা নিষ্পাপ কিশোরী গুটিকয় মানুষের ইচ্ছায় বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং সেদিন অতি সামান্য কারণে সামাজিক দায়বদ্ধতায় এবং ধর্মের দোহাই দিয়ে বলি হল । অনেক দিন আগের হতবিহবল মনিরার অবরুদ্ধ কান্না আজ বাধভাঙা অবাধ স্রোতধারায় নিঃশব্দে বয়ে চলেছে আর হাতের আঙ্গুলে ধরা নাকছাবিটাকে ধুয়ে মুছে গ্লানিমুক্ত করছে যেন ।
এবং আরও অনেক
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
বই প্রকাশে অভিনন্দন ও শুভকামনা।
কি ধরনের গল্প এ সম্পর্কে কিছু লিখলে ভালো হত।
পারভীন সুলতানা
বাস্তব ধর্মী গল্পই আমার লেখায় প্রাধান্য পায়, তবে হয়ত নারীর বঞ্চনার কান্না বেশি শুনতে পাওয়া জায়। আরও একটি জিনিষ ভালোবাসার আকুতিও একটি উপজীব্য হয়ে থাকে।
ধন্যবাদ উপদেশের জন্য , পরে দুটো গল্পের দু, এল লাইন যোগ করেছি
অরুনি মায়া
অভিনন্দন আপু -{@
আশা করি পাঠক সকল মনের আনন্দ নিয়েই বইটি উপভোগ করবেন 🙂
পারভীন সুলতানা
তমার ভাল লাগবে তা বলতে পারি ।
অপার্থিব
প্রচ্ছদ ভাল লাগেনি। পোষ্টে বইয়ের মোট পৃষ্ঠা ও মুল্যের সংখ্যা উল্লেখ করা উচিত ছিল। বইয়ে থাকা গল্প সম্পর্কে একটু ইঙ্গিত কিংবা গল্প গুলো লেখার পিছনের ভাবনা গুলো শেয়ার করলেও হয়তো ভাল হত।
পারভীন সুলতানা
ঠিক বলেছেন। প্রচ্ছদ আমার মত আনাড়ি নিজে করলে যা হয় । আর্থিক কারণে নিজেই করেছি । আপনার উপদেশ খুব গঠনমূলক । মনে থাকবে। তবে এটুকু বলছি , আপনার পরিচিত পরিবেশে নিজের গন্ডিতেই কত কিছু ঘটে, এমনি কিছু পাবেন। আর পাবেন মেয়েদের কষ্টের কথা , মাটির মানুষের কথা। ধন্যবাদ।
মারজানা ফেরদৌস রুবা
অভিনন্দন আপু। মেলায় যাওয়া সম্ভব হলে অবশ্যই এবার বইটি নেয়া হবে।
শুভকামনা।
পারভীন সুলতানা
কেন সম্ভব হবে না ভাই ? দোয়া করি যাবেন এবং সংগ্রহ করবেন।
পারভীন সুলতানা
কেন সম্ভব হবে না ভাই ? দোয়া করি যাবেন এবং সংগ্রহ করবেন।
মারজানা ফেরদৌস রুবা
এবারের বইমেলা আমার কাছে অন্যবারের থেকে একটু ভিন্নরকম। কাছের মানুষদের বই মেলায় এসেছে, গেলে তাদের সাথে জমিয়ে আড্ডা দেয়া যাবে, কিন্তু মা অসুস্থ ভীষণরকম, যার কারনে বুঝতে পারছি না।
দোয়া করবেন মায়ের জন্য।
ইলিয়াস মাসুদ
অভিনন্দন ও শুভকামনা।
শেষ বার কবে বই মেলাতে গেছি মনে নেয়,যখন যেতাম সব বই কিনতে ইচ্ছে হত,টাকা থাকত না,দু-তিন খানা বই নিয়ে রাস্তা মাপতে হত…….. মনে মনে বলতাম কাল আবার আসবো..
পারভীন সুলতানা
আমরা যারা মধ্যবিত্ত থেকে এসেছি তাদের সবারই কম্বেশই একই কাহিনী আর তাইত সেই কালকে নিয়ে আসি যখন নিজে দুএক পয়সা আয় করি।শুভকামনা রইল
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার আমরা প্রত্যাশা করি এখানে যারা লিখছেন তারা সবাই সোনেলার নীতিমালা মেনে লিখবেন। নীতিমালা অমান্য করলে অস্থিরতার সৃষ্টি হয়। নীতিমালা অমান্য করার জন্য ইতিপুর্বে আপনার একটি পোষ্ট খসড়ায় নেয়া হয়েছিল। আজ আবার নীতিমালা অমান্য করেছেন। সোনেলার পরিবেশ সুন্দর রাখার জন্য আমরা আপনার সহযোগিতা কামনা করছি।
নীতিমালা ব্লগারদের মতামত নিয়ে প্রস্তুত করা হয়েছিল, আশাকরি মন দিয়ে পড়বেন। নীতিমালা অমান্য করার পোষ্ট রেখে দেয়া হলো যাতে অন্য লেখকরা এটি দেখতে পারেন।
https://sonelablog.com/tac/
অরুণিমা
্ভালো লাগল