নভোনীল যুবক

পারভীন সুলতানা ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৬:৫৬:০৯অপরাহ্ন অন্যান্য ২৫ মন্তব্য

২১ শের বইমেলায় আসছে আমার কাব্যগ্রনহ “নভোনীল যুবক” এবং গল্প সমগ্র “নাকছাবি” আগামী ৭ এবং ৮ ফেব্রুয়ারী। মিজান পাবলিশার্স , স্টল নাম্বার ২০০৫, ২০০৬, ২০০৭

নভোনীল যুবক

সে যে কি এক অপূর্ব সময়,
ভাষায় তার ব্যাঞ্জনা সম্ভব নয় !
কোথাও কেউ ছিলনা তখন
সমুদ্রের ধারে একান্ত এক শান্ত বালুচরে
ক্লান্ত পাখি, কূজন অবসরে ফিরে গেছে নীড়ে
দুরন্ত বালক ,কুলবধু কলসি কাঁখে ঘরে
নীলাচল সীমান্ত রেখায় গোধূলি লগণ ।
নীল বালুচর স্নান উন্মুখ ধূসর হিমসাগর জলে,
স্তব্দ বাতাস, শান্ত চরাচর , কেবল ধ্রুবতারা জ্বলে
ঠিক তখনি নীল আচল ধরে নেলে এল সে, সে নভোনীল ছেলে।
উড়িয়ে আঁচল পলকে দমক হাওয়ায়
একান্তে জড়িয়ে ধরল আমায়।
একবিন্দু ঠান্ডা জল চোখের পাতায়
থির থির আনন্দ , দ্রিম দ্রিম মাদল বাজায় ।
নভোনীল সেই ছেলে, আমি আর বিশ্ব চরাচর
আবেশ আবেগে সিক্ত চোখের বাসর
ইচ্ছেয় চোখ মেলি, দেখি নিজ প্রতিচ্ছবি
অপূর্ব সে নভোনীল যুবক, আমার ভালোবাসার ছবি ।

৫৮২জন ৫৮২জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ