২১ শের বইমেলায় আসছে আমার কাব্যগ্রনহ “নভোনীল যুবক” এবং গল্প সমগ্র “নাকছাবি” আগামী ৭ এবং ৮ ফেব্রুয়ারী। মিজান পাবলিশার্স , স্টল নাম্বার ২০০৫, ২০০৬, ২০০৭
নভোনীল যুবক
সে যে কি এক অপূর্ব সময়,
ভাষায় তার ব্যাঞ্জনা সম্ভব নয় !
কোথাও কেউ ছিলনা তখন
সমুদ্রের ধারে একান্ত এক শান্ত বালুচরে
ক্লান্ত পাখি, কূজন অবসরে ফিরে গেছে নীড়ে
দুরন্ত বালক ,কুলবধু কলসি কাঁখে ঘরে
নীলাচল সীমান্ত রেখায় গোধূলি লগণ ।
নীল বালুচর স্নান উন্মুখ ধূসর হিমসাগর জলে,
স্তব্দ বাতাস, শান্ত চরাচর , কেবল ধ্রুবতারা জ্বলে
ঠিক তখনি নীল আচল ধরে নেলে এল সে, সে নভোনীল ছেলে।
উড়িয়ে আঁচল পলকে দমক হাওয়ায়
একান্তে জড়িয়ে ধরল আমায়।
একবিন্দু ঠান্ডা জল চোখের পাতায়
থির থির আনন্দ , দ্রিম দ্রিম মাদল বাজায় ।
নভোনীল সেই ছেলে, আমি আর বিশ্ব চরাচর
আবেশ আবেগে সিক্ত চোখের বাসর
ইচ্ছেয় চোখ মেলি, দেখি নিজ প্রতিচ্ছবি
অপূর্ব সে নভোনীল যুবক, আমার ভালোবাসার ছবি ।
২৫টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অভিনন্দন এবং শুভ কামনা দিদি -{@
পারভীন সুলতানা
আরো খুশি হব বইটি পড়লে । ধন্যবাদ
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অবশ্যই যাব মেলায় এবং আশা আছে আপনার বইটি পড়ার তা ছাড়া সেখানে জলছবি প্রকাশনে আমারও “মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প” বইয়ে “ঋণী” নামক একটি গল্প প্রকাশ হয়েছে। -{@
পারভীন সুলতানা
আমি ইনশাল্লাহ সংগ্রহ করবো । নাকছাবি নামে একটি গল্প সমগ্র একই সময় পাওয়া যাবে, ওতে ৭ টই গল্প আছে।
ইলিয়াস মাসুদ
অনেক অনেক শুভ কামনা আপা
ইচ্ছে হচ্ছে পড়তে….
পারভীন সুলতানা
আমিও সেই আশায় আছি, আপনারা পড়বেন তাই
ইলিয়াস মাসুদ
দেশের বাইরে থেকে কি করে সংগ্রহ করা যায় জানালে খুশি হব
পারভীন সুলতানা
কোথায় আছেন আপনি , জানালে আমি চেষ্টা করে দেখতে পারি
ইলিয়াস মাসুদ
আমি যুক্তরাষ্ট্রের বোস্টনে আছি……. আমার জানা নেয় কি করে বাংলাদেশের বই মেলা থেকে বই সংগ্রহ করা যায…..
আমি সাধারনত এমাজন থেকে বই কিনি, তবে এমাজনে সকল বই থাকে না….. আপনার টা আছে কিনা জানালে খুশি হব
পারভীন সুলতানা
রকমারি ডট কমে আমার বই পাওয়া জায়। আমি ব্যাক্তিগত উদ্যোগে পাথাতে চেষ্টা করি, কখনো কখনো
ইলিয়াস মাসুদ
আপা রকমারিতে দেখেছি ওরা শুধু দেশের অভ্যন্তরে সেবা দেয়,আপনার লেখা বই গুলো আপনার স্বাক্ষর সহ কি ভাবে পেতে পারি এখানে ? ঢাকাতে বই সংগ্রহ করে আমার পর্যন্ত পাঠাতে পারে এমন কেউ নেই আমার, আমার ইমেলে বিস্তারিত জানালে খুশি হব।[email protected]
পারভীন সুলতানা
দেখি আমি কিছু করতে পারি কিনা । আমার দুচারজন আত্মীয়, বন্ধুবান্ধব আছে ………………আমি সুযোগ পেলেই জানাব।কাল আমার কাছ থেকে ই-মেইল পাবেন
নাসির সারওয়ার
শুভকামনা।
পড়ার ইচছে রইলো।
পারভীন সুলতানা
ধন্যবাদ
অরুনি মায়া
শুভ কামনা রইল আপু | সুযোগ হলে অবশ্যই আপনার লেখা বই পড়ব |
নভোনীল যুবক কবিতা টি খুব ভাল লেগেছে |
পারভীন সুলতানা
বই মেলায় পাওয়া যাবে । পেতে অসুবিধা হলে বল্বেন।ধন্যবাদ
জিসান শা ইকরাম
অভিনন্দন, শুভ কামনা
“নভোনীল যুবক” এবং “নাকছাবি” এর সাফল্য কামনা করছি।
সোনেলায় লিখছেন নিয়মিত এমন লেখকের বইমেলায় প্রকাশিত হওয়ায় গর্বিত আমরা।
পারভীন সুলতানা
অনেক অনেক ধন্যবাদ। বই দুটো পড়ে কিছু বলবেন এমন আশায় থাকলাম।
নীলাঞ্জনা নীলা
আপু বইমেলা আমায় মনে রেখেছে কিনা কে জানে!
নভোনীল যুবক হয়ে গেলো, আমার টিন এজ ছেলেটার নাম নভোনীল। ও যেদিন যুবক হবে, ভাবছি কেমন হবে!
বই দুটো পড়ার ইচ্ছে রাখি। -{@
পারভীন সুলতানা
দারুন’ত । তাহলেত বইটি আপনার ঘরে থাকবেই। না, সত্যি বলছি খুব নিরাশ হবেন না। একেবারে খারাপ হবে না।
পারভীন সুলতানা
দারুন’ত । তাহলেত বইটি আপনার ঘরে থাকবেই। না, সত্যি বলছি খুব নিরাশ হবেন না। একেবারে খারাপ হবে না।
অনিকেত নন্দিনী
অভিনন্দন। 🙂
দুটি বইয়ের জন্যই শুভকামনা। 🙂
পারভীন সুলতানা
বই দুটো পড়ে জানাবেন, কেমন লাগলো । জীবন ঘেঁষা চিরপরিচিত কবিতা আর গল্প । নতুন কিছু নয়।
অনিকেত নন্দিনী
জ্বি, অবশ্যই জানাবো। 🙂
পারভীন সুলতানা
ধন্যবাদ