ডাক্তার জামান এর চেম্বারে প্রবেশ করলো একজোড়া যুবক যুবতী। পুরাতন রোগী, এর পূর্বে আরো চারবার এসেছে ডাক্তার জামান এর কাছে। একে অন্যকে সাহায্য করছে হাটাঁর সময়। দুজনই বিধ্বস্ত রক্তাক্ত, যুবকটি পা টেনে হাঁটছে,কপাল বেয়ে রক্ত গালে। যুবতীর কপাল ফুলে আছে, জলপাই রঙের টি সার্টের একটি হাতা প্রায় ছিড়ে গেছে, ডান চোখের নীচে কালছে দাগ। সুখী দম্পতি এরা 🙂
ডাঃ জামান – আজ তো অবস্থা আরো ভয়াবহ। তা স্বপ্ন,পা টেনে টেনে হাঁটছ, বাথ রুমে পরে গিয়েছিলে তাইনা? কপালে রক্ত! নিশ্চয়ই ষ্টীলের মইটা কপালে আঘাত করেছে। আর গলায় নখের আচড় দেখছি, বিড়ালের কাজ নিশ্চয়ই।বিড়াল টা আজকাল খুবই খামচি দিচ্ছে তোমাকে 🙂
স্বপ্ন – হ্যা আপনি যেমন বললেন ঠিক এভাবেই আহত হয়েছি 🙂 বাথরুমে পরার পরে একটা দাঁতও পরে গিয়েছে :p
ডাঃ জামান- গুড, খেয়াল রেখো এরপর আবার মাথা শরীর থেকে আলাদা না হয়ে যায় 🙂
স্বপ্ন – আজ প্রায় আলাদা হয়েই যেতো 🙂
ডাঃ জামান – মিথুন তোমার অবস্থাও তো ভালো দেখছি না। বাগান পরিষ্কার করার সময় ফুলের টবের উপর পরেছো,যে কারণে চোখ এর পাশে কালসিটে দাগ তাইনা? কপাল ফুলে আছে নিশ্চয়ই সিড়ির উপর পরেছ? বিড়ালে ছিড়ে ফেলেছে তোমার সার্টের হাতা? 🙂
মিথুন- জি, আপনি কিভাবে বুঝলেন তাই ভাবছি :p
ডাঃ জামান – ঔষধ গুলো ঠিক ভাবে খেও, হালকা ব্যান্ডেজ করে দিলাম। আবার কবে আসবে? 🙂
স্বপ্ন মিথুন- সুস্থ্য হবার দুই তিন মাসের মধ্যেই আসতে পারি,দোয়া করবেন আমাদের জন্য 🙂
এক ঘন্টা আগের স্বপ্ন মিথুনের বাসস্থানের অভ্যন্তরে কি হয়েছিল দেখি………
মিথুন= তোকে বলছি না শাওন এর সাথে সব যোগাযোগ বন্ধ রাখবি? তুই প্রমিজ করেছিলি না?
স্বপ্ন – তুই সোহাগের সাথে যোগাযোগ রাখলে কোন সমস্যা নেই, আমি শাওনের সাথে যোগাযোগ রাখলে সমস্যা কেন হবে?
মিথুন= আমার ইচ্ছে আমি সোহাগের সাথে যোগাযোগ রাখবো, আমি তোর মত খারাপ নাকি? তুই রাখতে পারবি না ব্যাস।
স্বপ্ন- তুই সোহাগের সাথে যোগাযোগ বন্ধ না করলে আমিও বন্ধ করবো না?
মিথুন= কিইইইইইই, আজ তোর হাত পা সব ভেংগে বাসায় বসিয়ে রাখবো, সারাদিন থাকবি তুই চোখের সামনে।
(মুহুর্তের মধ্যে মিথুনকে দেখা গেলো কিচেনে প্রবেশ করতে, ফিরে এলো গোস্ত কাঁটা ছেনি নিয়ে)
স্বপ্ন – প্লিজ প্লিজ ছেনি রাখ, ওটা রেখে দে প্লিজ
মিথুন – আর কিছু পাইনি, খুঁজে দে তুই।
(স্বপ্ন তেমন কিছু না পেয়ে ভ্যাকুম ক্লিনার এনে মিথুনের হাতে দিল)
মিথুন – তোর আজ শেষ দিন, তোর এত্ত বড় সাহস, আমার কথা অমান্য করে শাওনের সাথে কথা বলো।
দুজনের প্রচন্ড মারামারি, কিল, ঘুসি, নখের খামচি, কামড় সমানে চলছে দেখা গেল। একসময় ক্লান্ত হয়ে দুজনে জড়াজড়ি করে মেঝেতেই চিতপটাং।
স্বপ্ন – ব্যাথা বেশী করছে জান?
মিথুন – না না আমার ব্যাথা তেমন না, তোর খুব লেগেছে তাইনা জান? আয় আদর করে দেই।
ভালোবাসার আগুনে পুড়িয়ে মারবো দুজনে দুজনকে
তবু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি (3
৬২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
উরিব্বাস, এ সে কামড়াকামড়ি ভালোবাসা,
ধুর, এমন হয় নাকি!! বানিয়ে গল্পবলা ও এত সহজ নয়।
হাবডাহাবডি চল্লুক।
স্বপ্ন
ভালোবাসাবাসির মারামারি চলছে চলবে।দোয়া করবেন ভাইয়া।
মারজানা ফেরদৌস রুবা
এ আবার কেমন ভালোবাসাবাসি গো!!!!!!!!!! ^:^ ^:^ ^:^
স্বপ্ন
আপু এতে আনন্দ আছে প্রচুর 🙂
নাসির সারওয়ার
বাহ, অনেক বিচক্ষণ দম্পতি। তিন মাস পরপর ডাক্তার ভিজিট। কেউ যদি রক্ত দান করে, তিন মাসেই তা আবার পুরন হয়ে যায়। তাহলে চলতে থাক এই রক্তারক্তি।
আমরা কি তাদের জন্য হাততালি দেবো?
স্বপ্ন
তিন মাস আসলে খুব দীর্ঘ সময় হয়ে যায় ভাইয়া :p দোয়া করবেন ভাইয়া।
নাসির সারওয়ার
তাইতো। অসুবিধা নাই। তাড়াতাড়ি রক্তের সেল বানানোর ওষুধ আছে, পাঠিয়ে দেবো।
স্বপ্ন
ঔষুধ টি আমাদের খুবই প্রয়োজন ভাইয়া 🙂
স্বপ্ন
দিন দিন ভাইয়া,দ্রুত পাঠিয়ে দিন 🙂
নীতেশ বড়ুয়া
:D)
আহা! ভ্যাকুয়াম ক্লিনার মহান :D)
স্বপ্ন
গোস্ত কাঁটার ছেনির চেয়ে ভ্যাকুউম ক্লিনার কি ভালো নয় মারামারির জন্য? :p
নীতেশ বড়ুয়া
স্বপ্নের মতো অভিজ্ঞতা নাই তো তাই তফাৎ কি হবে বুঝতে পারছি না 😀 :p
স্বপ্ন
:p :p
নীতেশ বড়ুয়া
:D)
নীতেশ বড়ুয়া
আবার কবে ঝগড়া হবে!! এমন আনন্দঘন ঝগড়া ‘Live’ দেখতে মুঞ্চায় :p
স্বপ্ন
Live ঝগড়া ^:^ আমি খুন হয়ে যাবো তাহলে :=
ভোরের শিশির
না না… মরে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে!!! আবার ঝগড়া করবে কে তিন মাস পরে! :D)
স্বপ্ন
বেঁচে আছি ভাইয়া,দুজনেই এখন ১০০ ভাগ সুস্থ,আবার যে কোনদিন শুরু হবে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জয় হোক ভালবাসার
জয় হোক স্বপ্ন আশার -{@ -{@
স্বপ্ন
ধন্যবাদ মনির ভাইয়া -{@
জিসান শা ইকরাম
বাপরে ভয় পেয়েছি
এই অবস্থা ভালোবাসার?
মাঝে মাঝে মাইর দিয়ে আবার ভালোবাসায় ডুবে যাওয়া?
কি দিন কাল আইলো………
তা মাইর টাইর বাদ দিয়ে শুধু ভালোবাসা করা যায় না?
একটা গান দিলাম, ২০১০ এ এটা আপলোড করেছিলাম ইউ টিউবে
https://www.youtube.com/watch?v=bZ5YvgSO97A
স্বপ্ন
ভালোবাসার মাঝে কিভাবে যেন মাইর এসে যায় ভাইয়া।মারামারি করে পরে দুজনেই কষ্ট পাই।এভাবেই চলবে মনে হয়।গানটি সুন্দর তো,পোষ্টে যুক্ত করে দিলাম ভাইয়া 🙂
আবু খায়ের আনিছ
কত রুপ তুমি দেখাইলা। যাই করেন সাবধানে কইরেন। সাবধানের মাইর নাই।
স্বপ্ন
সাবধানেই থাকি আমরা দুজনে ভাইয়া।
অরুনি মায়া
আগে জানতাম স্বপ্নের ভালবাসা মানেই মার মার কাট কাট ঢিসুম ঢিসুম ভালবাসা | এখন দেখি মিথুন ও কম যায় না!
আল্লাহ্ রক্ষা কর এই দুনিয়া রে :p
স্বপ্ন
আমার পা প্রায় ভেঙ্গে দিয়েছে আপু 🙁 মারামারিতে সে বস,আমি আর কি পারি?
মিথুন
শান্তিমতো পারলাম কই!! বেশি মারলে আবার আমাকেই সেবা করে সারিয়ে তুলতে হবে, তাই অল্পের উপরে সেরেছি :p
স্বপ্ন
শান্তি মতো পাওয়া যাচ্ছেনা তাইনা?আমিও তো শান্তি মত পাচ্ছিনা (3
শুন্য শুন্যালয়
হা হা হা স্বপ্ন আপনি কি মিথুন কে মেরেধরে একদম শয্যাশায়ী করে ফেলেছেন? তাকে তো দেখাই যায়না সোনেলায়।
মার খাবার জন্য নিজেই ভ্যাকুয়াম ক্লিনার এনে দিলেন? অবশ্য গোস্ত কাঁটা ছেনির চাইতে এইটা ভালো আছে। 😀
মেরে টেরে আবার বেশি লেগেছে কিনা জিজ্ঞেস করছে একজন আরেকজন কে 🙂 আপনারা দুইটা অনেক কিউট। মারধোর কম করে বেশি বেশি ভালোবাসুন। তবে যাই বলুন স্বপ্ন, শাওনের কাছে যাওয়া কিন্তু আপনার একদম ঠিক হয়নি, ভ্যাকুয়াম ক্লিনারে সমর্থন আছে। 😀
স্বপ্ন
আমাকেই তো শয্যাশায়ী করে ফেলেছে,হাটতে পারছি না 🙁 মিথুন আসেনা আমাকে দেখছে তাই 🙂 গোস্ত কাঁটার ছেনি হাতে থাকলে আমার গোস্ত কুচি কুচি করে ফেলতো।ভ্যাকুউম ক্লিনার কাছেই ছিলো তো 😛 আপনি শুধু আমার দিকটা দেখলেন?সে যে সোহাগের কাছে যায়,সেটি দেখলেন না? 🙁 দোয়া করবেন আপু।
শুন্য শুন্যালয়
মেরেধরে আবার সেবা করা হচ্ছে? 🙂
মিথুন কলিমুদ্দিন, শরাফুদ্দিন যার কাছে খুশি যাক, সে লক্ষি মেয়ে। পোলাগো পক্ষে কাভি নেহি। 🙂
দোয়া করি, মাইরধইর করে এমনি ডাক্তারের কাছে ছুটুন, দুজন দুজনের হয়ে থাকুন। আপনাদের দুজনের জন্য (3
স্বপ্ন
এটি কেমন কথা আপু 🙁 স্বজনপ্রীতি চলবে না চলবে না।আমিও ভালো ছেলে 🙂 আপনার জন্যও (3
লীলাবতী
শুন্য আপু, আমারও সন্দেহ হচ্ছে, স্বপ্ন ভাইয়া মিথুনকে মেরে শয্যাশায়ী করে দিয়েছে।নইলে মিথুন আসবেনা কেন? অনেক দিন যাবৎ মিথুন আসেনি।স্বপ্ন আপনাকে একটা কথা জানিয়ে দেই,মিথুনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।আপনারও রক্ষা নেই।মিথুনকে দেখতে চাই।কোন অজুহাত চলবেনা।
স্বপ্ন
আপু মিথুন আসবে তো।দু একদিনের মধ্যেই আসবে 🙂 ভালোবাসি তাঁকে আমার প্রানের চেয়েও বেশী।
মিথুন
লীলাবতী আপু, আপনি ছাড়া কেউ আমার কথা মনে রাখেনি। এখন থেকে শুধু আপনার জন্যেই আমি আসবো। 🙂 (3
শুন্য শুন্যালয়
হাত পা ভেঙে সামনে বসিয়ে রাখার আইডিয়া পছন্দ হইছে 😀
খুব শখ ছিলো একখান প্রেম করুম, কি যে করি। ;?
স্বপ্ন
হাত পা ভেঙ্গে সামনে বসিয়ে রাখার আইডিয়া পছন্দ হয়েছে? ^:^ কারো সাথে প্রেম যদি আপনার হয়েই যায়,তার জন্য আগাম সমবেদনা,কি যে হবে তার? 😛
শুন্য শুন্যালয়
কি হবে? মিথুন তো আমাকে পথ দেখিয়েই দিলো। 🙂
স্বজাতীর জন্য সমবেদনা তো থাকবেই, তবে স্বপ্নের মতো দুস্টু পোলাদের এভাবেই শায়েস্তা করা উচিৎ। লীলাবতীর একটা ছবি দিছিলাম না, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিভাবে হাবি কে শায়েস্তা করছে, ঠিক অইভাবে 😀
স্বপ্ন
আপু মিথুনও কিন্তু দুষ্ট।তবে ভালোবাসি একে অন্যকে পাগলের মত।এসব আমাদের ভালোবাসার বহিপ্রকাশ 🙂 লীলাপুকে নিয়ে সেই পোষ্ট দেখেছি 🙂
লীলাবতী
এ আবার কেমন ভালোবাসা!!নিজে মার খাবার জন্য ভ্যাকুয়াম ক্লিনার এগিয়ে দেয় 🙂 দুই তিনমাস পরে এমন অবস্থা? আল্লাহ এদের ছেলে মেয়েরা কেমন হবে?তারা কি বন্ধুক নিয়ে ঘুরবে সবাই?
স্বপ্ন
:p :p দোয়া করবেন লীলাপু -{@
অপার্থিব
গল্প পড়ে ব্রাড পিট আর এঞ্জেলিনা জোলি অভিনীত মিষ্টার এন্ড মিষ্টার স্মিথ সিনেমার একটা দৃশ্যের কথা মনে পড়ল। প্রতিদিন যে কত অভিনব ভালবাসার গল্প তৈরী হচ্ছে পৃথিবীতে…
স্বপ্ন
দেখিনি মুভিটি,দেখতে হয় তো 🙂
লীলাবতী
কি অবস্থা আপনাদের? ডাক্তার নিয়ে আসবো নাকি? কোন খবরই তো পাচ্ছি না কারো।
স্বপ্ন
ভালো আছি আমরা। ডাক্তার দরকার নেই আপু 🙂
নীলাঞ্জনা নীলা
আহা প্রেম! এমন প্রেম জীবনে এলে… 😮
স্বপ্ন
সবার ভাগ্যে এমন প্রেম আসেনা নীলাদিদি।দোয়া করবেন আমাদের জন্য।
মিথুন
এই মিথুন আমি না, আমি মারামারি করতে গেলে কখনো ক্লান্ত হইনা 🙂
ঘরের কথা ফাঁস করছো, বাড়ি এসে নাও আজ :@
অরুনি মায়া
আল্লাহ্ তুমি আমাদের স্বপ্নরে রক্ষা কর ;(
মিথুন
আপনি বুঝি তার দলে? 🙁
অরুনি মায়া
না না আমি তোমাদের দুজনের দলে 🙂
স্বপ্ন
এই মিথুন আপনি না,আমরা সবাই জানি কোন মিথুন আপনি।বাড়িতে ফেরাই হবে না আজ 🙂
মিথুন
পথে পথে ঘুরতে কেমন লাগছে স্বপ্ন ভাইয়া?
স্বপ্ন
আপনি কোন পথের কথা বলছেন আপু?
মিথুন
বাড়ি ফেরার ভয়ে যে পথে পথে ঘুরছেন 🙂 যান যান বাড়ি ফিরে যান, মিথুন হাতে মনেহয় এবার রুটি বানানোর বেলুন নিয়ে অপেক্ষা করছে, বাসায় যাচ্ছেন না বলে 🙂 (3
শুন্য শুন্যালয়
আরো বেশি করে হসপিটাল, ডাক্তার করুন দুজনে। ভালোবাসাবাসিতে থাকুন। শুভকামনা আর শুভেচ্ছায় নতুন বছরে স্বাগতম স্বপ্ন। শুভ নববর্ষ -{@
স্বপ্ন
আপনার আদেশ শিরোধার্য্য আপু 🙂 ভালবাসাবাসি আর হাসপাতাল চলতেই থাকবে 🙂 আপনাকেও নববর্ষের শুভেচ্ছা আপু -{@
পারভীন সুলতানা
ভালোবাসি বড় মধুর শব্দ কিন্তু বড় অস্পষ্ট শব্দ । কি তাই না ?
স্বপ্ন
বড় মধুর শব্দ, আমার কাছে যে খুব স্পষ্ট শব্দ আপু 🙂 দোয়া করবেন -{@
পারভীন সুলতানা
অনেক অনেক দোয়া রইল ভাগ্যবতী ।
স্বপ্ন
ভাগ্যবতী ^:^ :D) আপু আমি বতী না, বান 🙂
ইঞ্জা
ওরে বাবা, এতো দেখি যুদ্ধ।
থাক থাক, চলুন যুদ্ধ আর ভালোবাসা।