অপেক্ষার ছায়া গুলো দীর্ঘ হতে হতে এক সময় প্রায় মিলিয়ে যাবার পূর্বক্ষণে দৃশ্যমান হয়ে ওঠো তুমি।
আসল তুমির স্পষ্টতায় ছায়ারা অস্পস্ট হয়ে দূরে চলে যায়।
জোনাকজ্বলা রাতের প্রতিক্ষায় কত যে স্বপ্ন বুনি। স্বপ্নে এসে যায় একটি গ্রাম, যে গ্রামের নাম আশা। কুয়াশার মাঝে হেঁটে চলা এক নারী, যার দ্যুতিতে কুয়াশা সরে দাঁড়ায় দুদিকে পথ করে। শিশিরের কনা গুলো পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ দুহাত প্রসারিত করে বলে, দেখো তো কি এনেছি তোমার জন্য? পরম আদরে হাত খুলে দেই। দু হাত বোঝাই রঙ বেরঙের ভালোবাসা সিক্ত করে আমায়। যেন আমি রংহীন জল, পাল্টে যায় আমার রঙ প্রতি মুহূর্তে।
এমনও তো হয়েছে, প্লাট ফর্মে বসেই আছি, দিন রাত। ঢং ঢং শব্দের পর শব্দে ট্রেন আসে যায়, নির্দিষ্ট ট্রেন আসেই না আর। তবুও অপেক্ষারা ক্লান্ত হয়না কখনো, ক্লান্তিরা ক্লান্ত হয়ে ফিরে যায়। অপেক্ষার নাম যে স্বপ্ন। যে স্বপ্ন শক্তি যোগায়, বেঁচে থাকার, আশার আশা হয়ে।
এক প্রস্থ কাপড়ের ছিন্ন শরীর হাজার ঝড়েও টলবে না জানি আমি। জীবনের সুন্দর এবং কঠিনতম দিনগুলো হাতে হাত রেখে জড়াজড়ি করে অতিক্রম করতে চাই দুজনে। এসো ঝড়ে ঝাঁপ দেই, হোক সে ঝড় যতই বিপদসংকুল। ইচ্ছে খুন হয়ে গিয়েছি জানবাজের হাতে। কত আনন্দের এই মৃত্যু।
আজকাল মিস করা হয়না তোমাকে, প্রতিটি নিঃশ্বাসেই যে তুমি, মিস করাকেই যে মিস করি এখন।
৩২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
জাঁহাবাজ, রংবাজ তো শুনেছি; কিন্তু জানবাজ? ক্যারাতে জান কিলার নাকি? 🙂
ভালোবাসাবাসি পোস্টের পর এই লেখায় যে স্নিগ্ধতা নিয়ে এলেন স্বপ্ন, তাতে আমি পুরো বেপথু হয়ে ঘুরছি। প্রত্যেকটি শব্দ বানান করে করে পড়ার মত করে পড়লাম, উপলব্ধি করার চেষ্টা করলাম, আপনার অপেক্ষা, কুয়াশার দুদিকে পথ করে সরে দাঁড়ানো, মুষ্টিবদ্ধ হাত বোঝাই করে রঙ বেরঙের ভালোবাসা নিয়ে আসা। ভীষন ভালো লেগেছে স্বপ্ন। মৃত্যু আনন্দেরই হবে, যে মৃত্যু হবে আশা নামের কোন গ্রামের পথের ধারে।
ভালোবাসার লেখালেখি দেখি শিখতে হবে আপনার কাছ থেকে। ভালো লেখালেখির প্রতিযোগিতা শুরু হইলো নাকি সোনেলায়?
স্বপ্ন
জানবাজ শব্দটি আজ বলে ফেললাম আমার আশাকে। আমার জান নিয়ে নিয়েছে সে, তাই সে জানবাজ। আমার জান তার কাছে দিয়ে নিশ্চিন্ত আমি আপু 🙂
এমন প্রশংসা করলে লজ্জায় পালিয়ে যাবো কিন্তু :p
শুন্য শুন্যালয়
প্রশংসা করতে পারলাম কোথায়? অল্প কিছু কথাও অনেক কিছুই বলে। লেখাটা সত্যিই মন ছুঁয়ে গেছে। আপনি লেখায় আরেকটু নিয়মিত হন স্বপ্ন।
স্বপ্ন
আপনার প্রশংসা আমার জন্য আশির্বাদ আপু। আমার লেখা আপনার ভাল লেগেছে, আমি খুবই আনন্দিত আপু।
জিসান শা ইকরাম
আত্মহত্যা মহা পাপ, ইচ্ছে খুন হওয়া ভালো না, মরেছেন দুজনেই………
মিস করাকেই মিস করেন আজকাল!
আবেগ তো আজকাল ভালোই প্রকাশ করতে পারেন 🙂
শুভ কামনা।
স্বপ্ন
দুজনেই হাত হাত রেখে মরে যেতে চাই, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত একসাথে থাকতে চাই ভাইয়া। দোয়া করবেন 🙂
শুন্য শুন্যালয়
স্বপ্নের শক্তি অনেক, যে স্বপ্নে অলীক নয় আশা জুড়ে থাকে, তার ক্ষমতা অসীম। এমন করে লিখেছেন, অবিকল দৃশ্যটা দেখতে পাচ্ছি যেন।
এমন ভালোবাসাময় লেখায় শুধুই নীরবতা মানায়। ভালো থাকবেন অনেক অনেক। অতিক্রম করুন কঠিন দিনগুলো হাতে হাত রেখে এমনি করেই। -{@
স্বপ্ন
আপনাদের স্নেহ, ভালবাসা, মায়ায় সিক্ত হয়ে আছি আমরা। প্রেরণা হয়ে থাকছেন আপনারা। হাত যেন অবিচ্ছিন্ন থাকে আমাদের, দোয়া করবেন আপু -{@
অপার্থিব
অল্প কথায় অনুভূতির প্রকাশটা বেশ ভাল ছিল। শুভ কামনা।
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া -{@
মিথুন
জানবাজের ঘরে এক মিথুনের লিঙ্ক দেখলাম। কত লাকি এই মিথুন, যাকে নিয়ে এমন একটি লেখা তৈরি হয়। প্রত্যেকটি শব্দের মাঝে অদ্ভূত এক আবেগ খেলে গেছে, এ আবেগের জন্য কলম নিরুপায়। আশা নামের গ্রামে শীত নামুক শিশিরকনা মাখা হাত বোঝাই করে এক সমুদ্র রঙ নিয়ে। জানিনা কি লিখতে হয়, শুধুই কৃতজ্ঞতা। মিস করাকেই মিস করুন।
আমাকে লেখার লোভী করে তুলছেন। অনেক চাই………… (3
স্বপ্ন
আপনি লিংকের মিথুনকে চেনেননা বুঝি 🙂 জানবাজ মিথুন আমার চেয়ে শতগুন ভাল লেখে। আপনি জানবাজের লেখা পড়লেই বুঝবেন, কত আবেগ তার লেখায়। জানবাজ কে সারাক্ষন ভিতরে ফিল করি। সারাক্ষন যে সাথে থাকে তাকে মিস করা যায়?
আপনার হার্ট নিলাম, দিলামও (-3
ইয়ে, মানে জানবাজ এই হার্ট দেয়া নেয়ার খবর জানলে, খবর করে দেবে আমার 🙂
মিথুন
জ্বি এমন করেই তার প্রশংসা করবেন, নইলে জানতো আমানত রয়েছেই 🙂 আমার আস্ত হার্ট নিয়ে ভেঙ্গেচুড়ে ফেরত দিলেন, এ কেমন কথা? 🙁 খবর কি বলছেন, একেবারে ব্রেকিং নিউজ করে দেবে, আপনার বীরত্ব দেখে খুশি হইলাম 🙂
স্বপ্ন
আমার দেয়া হার্টে জানবাজ আর আমার দুজনের অর্ধেক অর্ধেক হার্ট। এটি আস্ত হার্ট বানাতে পারবেন আপনি জানি আমি। আপনাকে খুশী করতে পেরে ধন্য হলাম 🙂
ব্লগার সজীব
স্বপ্ন এই লেখাটি আপনার অন্য লেখাগুলো থেকে বেশ আলাদা। ভালো লিখেছেন। আপনি তো ভাই মরেছেন, স্বেচ্ছা মৃত্যু জানবাজের হাতে 🙂
লেখায় কিছুটা কি তারাহুরা ছিলো?
স্বপ্ন
কিছুটা তারা ছিল লেখায় ভাইয়া। ধন্যবাদ আপনাকে -{@
ইলিয়াস মাসুদ
জানবাজ বটে! এ ভাবে যদি সব বলে দেয়া যেত …….. গোপন কথা টি থাকত না গোপন …..
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া -{@
নীলাঞ্জনা নীলা
“অপেক্ষার নাম যে স্বপ্ন”…তাইতো!
অনেক ভালো লেগেছে, মনের ভেতর কেমন জানি বর্ষা।
স্বপ্ন
মনের ভেতর বর্ষা নামাতে পেরে ধন্য আমি আপু -{@
ছাইরাছ হেলাল
অবস্থা তো মারাত্মক, আপনি দেখছি জানবাজের আওতায়।
স্বপ্ন আর স্বপ্ন নেই দেখছি।
স্বপ্ন
স্বপ্ন যে বাস্তবায়নের অপেক্ষায় ভাইয়া 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
জোনাকজ্বলা রাতের প্রতিক্ষায় কত যে স্বপ্ন বুনি। স্বপ্নে এসে যায় একটি গ্রাম, যে গ্রামের নাম আশা। কুয়াশার মাঝে হেঁটে চলা এক নারী, যার দ্যুতিতে কুয়াশা সরে দাঁড়ায় দুদিকে পথ করে।
আহা!!
এত স্বপ্ন আহে ক্যামতে!
স্বপ্ন
জানবাজের কথা ভাবলেই এমন স্বপ্ন এসে যায় ভাইয়া 🙂
ড্রথি চৌধুরী
ভালবাসার এই দেনা পাওনা যেন কক্ষনোই না ফুরায় এই কামনা করি! -{@
এত সিন্ধ করে কেউ যদি ভালোবাসতো ;(
সবই কপাল 😛
স্বপ্ন
দোয়া করবেন আপু, ধন্যবাদ আপনাকে -{@
অরুনি মায়া
আসলে অপেক্ষা বলে কিছু নেই | একসময় সবকিছুই জৌলুস হারায় | শুধু প্রয়োজন খানিক সময় অতিক্রান্তের |
স্বপ্ন
আমাদের মাঝের জৌলুস থাকবে আপু। দোয়া করবেন।
অরুনি মায়া
তাই যেন হয়, তোমাদের জীবন আলোকিত হোক 🙂
অনিকেত নন্দিনী
খাইছেরে! এইরকম কঠিন জিনিস আমার চোখে পড়ে নাই কেমতে?
স্বপ্নর অবস্থা তো ভয়াবহরকম স্বপ্নের চাইতেও মারাত্মক পর্যায়ে চলে গেছে। মিস করাকে মিস করা আর জানবাজের হাতে নিজের জান তুলে দেয়া থেকেই বোঝা যায় মারাত্মকের কোন স্তরে আছে। :p
উপরওয়ালা স্বপ্নের সব নির্দোষ ইচ্ছা পূরণ করে দিক। 🙂
স্বপ্ন
মারাত্মকের উপরের স্তরে অবস্থান করছি আপু,আপনার মন্তব্য আল্লাহ্ কবুল করুক 🙂
অনিকেত নন্দিনী
কবুল করবে ইনশাআল্লাহ। 😀