বই মেলায় বই-২০১৫

পারভীন সুলতানা ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:০৯:০৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

আমি বই মেলায় গিয়েছিলাম
বেশ কিছু অক্ষর এদিক ওদিক পড়ে আছে দেখলাম।
শ্বাস কস্টে পীড়িত বেশ কয়েকজন,
কেউবা নানাবিধ যন্ত্রণায় ক্লিষ্ট সঙ্কট প্রাণ ।
একদল মানুষকে জোটবদ্ধ দেখলাম ,
দেখলাম উদ্দীপনায় ভরপুর, বিশ্বাসে জলন্ত দুপুর ;
খুব সামান্য ক’জন, ওদের কাছেই গিয়েছিলাম ।
নিঃস্বার্থ তাগিদ আর স্বভাবজাত মগ্ন ধ্যান
আপ্রাণ চেষ্টায় উৎসর্গ, সচল করতে মানুষের জ্ঞান।
বাকিদের কেউ প্রেম পিয়াসী, তৃষ্ণায় কাতর
হাতধরাধরি চলা, একে অন্যে এলিয়ে পরা তাতেই বিভোর ।
আরেকদল, ওরা কি মানুষ?
নাকি মানুষ অবয়বে নিকৃষ্ট পশু, নিকৃষ্টতর !
কামনার উদগ্র শিখা, চোখেমুখে উল্লাস ।
এমনি রোগাকান্ত বই মেলায় আমি গিয়েছিলাম,
একটা বই খুলতেই , অক্ষরগুলো সব একত্রিত হল
সাদা কাগজে খন্ড খন্ড চাকরীর বিজ্ঞাপন দেখলাম ।
বই পরেনা কেউ, লেখাপড়ায় ভরেনা হাভুখ পেট
ইন্টারনেট, গুগুল প্রয়োজনে তাতক্ষনিক ছায়াপথ,
চাহিবামাত্র তাৎক্ষনিক চা কিংবা কফি পট।
এখন আর অযথা সময় নস্ট করেনা কেউ,
বইয়ের মাঝে মুখগুজে আনন্দলোকে করেনা বিচরণ;
বই মেলায় বই, নিপীড়িত বর্ণ এখন চাকরীর বিজ্ঞাপন।০৫/০২/১৫

৫৬২জন ৫৬২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ