ফুটপাতে এখন গাঢ় অন্ধকার,
সারিবদ্ধ মানুষের ক্লান্ত শয়ান,
এদিক ওদিক কুক্কুরী আর কুকুর পাহারাদার ।
কথা কয় গাছ আর গাছের সঙ্গী পুরুষ।
ফুটপাতে ছেড়া কাগজ, টিনের কৌটা ভাঙ্গা বোতল।
নদীর করাল গ্রাস, ভেসে এল নতুন খাতার পাতা
এঁটো খায়, ভিখ মাঙ্গে শহর বন্দর রাস্তায় ।
এক টুকরো মলিন কাগজ, উৎকীর্ণ কবিতা,
কবিতায় মুগ্ধ বাতাস, উঠে এল আঙ্গিনায় ।
ঘর মোছে , ঝাঁট দেয়
কচি বাহু শিশুর মুখে ধরে দুধের বোতল ।
কে শিশু? তন্ন তন্ন করে খোঁজে
শিশু আর বয়সন্ধি সুত্র যুতসই উপাত্ত ধরে ;
রক্ষকই ভক্ষক, পিতা যেমন তেমন পুরুষই ক্ষমতাধর।
কবিতা পাখি হয়, বাতাসে উড়ে বেড়ায় শাখা বিশাখায়।
কবিতার বয়সন্ধি ,শাড়িতে ভালই মানায়
ছিন্নমূল মানুষের রাতের বাসর। হা-অন্ন দেহ ফিসফিস কথা কয়।
কাগজে উৎকীর্ণ কবিতা ছিন্নভিন্ন এখন
প্রায়শই ধর্ষিত হয় আতঙ্কিত ভালবাসায়;
আদিম উষ্ণতায় আদি-অন্ত খেলায় ।
কবিতা নিশ্চুপ তখন।
অথচ এই কবিতা, কবিতার ছোট্ট খুকু এখন বৃক্ষ শরীর ।
উড়ো ঝড়, উত্তাল প্লাবন কিংবা মাটিকাঁপা ভুমিকম্পন
নিরুদ্বেগ নির্ভয় নিরুত্তাপ বাসী জীবন ।
কবিতা তুমি কেমন আছ ? কি তোমার আজন্ম পাপ ?
কি ধর্ম তোমার ?
কোথায় ফুটপাতে তোমার করুনাময় ঈশ্বর ?
১৮/১২/১৫
১৫টি মন্তব্য
প্রলয় সাহা
বেশ লেগেছে। দিদি 🙂
পারভীন সুলতানা
ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
কবিতারা আছে, থাকেও।
আর তা আছে বলেই আমরাও আছি, কবিতারা পাপ করতেই পারে না।
পারভীন সুলতানা
আমি ঠিক বুঝলাম না, কি বলতে চেয়েছেন ? আমিত মনে করি না কবিতারা কোন পাপ করে ।আমিত তা লিখিনি ।
ছাইরাছ হেলাল
“কি তোমার আজন্ম পাপ ?” এ জন্য বলেছি কবিতারা পাপী না, আপনি লিখেছেন তাও বলিনি,
আমি ই হয়ত বুঝিয়ে বলতে পারিনি,
কবিতারা কবিতাই।
জিসান শা ইকরাম
অনেক ভালো লেগেছে আপা
কবিতা আছে তার নিজ স্থানে, স্বমহিমায় উজ্জ্বল হয়ে।
শুভ কামনা।
পারভীন সুলতানা
হু আপনাদের শুভেচ্ছা আমার অনুপ্রেরণা । ধন্যবাদ
রুহুল
কবিতা তুমি কেমন আছ ? কি তোমার আজন্ম পাপ ?
কি ধর্ম তোমার ?
এর উত্তর পেলে আমাকেও জানিয়েন
পারভীন সুলতানা
আমি নিজেই যে উত্তর খুজে বেরাচ্ছি ভাই ।
অনিকেত নন্দিনী
সত্যিই তো, কবিতা কেমন আছে?
কী তার আজন্ম পাপ?
আপু, এসবের উত্তর পেলে জানাতে ভুলবেননা কিন্তু। 🙂
পারভীন সুলতানা
পাপ কি তা জানিনা বলেই আমারও একই প্রশ্ন । তবে আমি একটা জিনিষ বুঝি, কবিতারা কোন ঈশ্বর খুজে পায় নি ।
অরুনি মায়া
ভাল লেগেছে আপু -{@
পারভীন সুলতানা
ধন্যবাদ।
তানজির খান
আপনার কবিতা সব সময়ই ভাল লাগে কবি
পারভীন সুলতানা
ধন্যবাদ, আমি ধন্য