স্মৃতির কারাগারে বন্দী তুমি, কখনো উজ্জ্বল আলোকচ্ছটায় আলোকিত; কখনো তুমি আধারে বিকশিত। তোমার ঠোঁটের পরশিত সে চায়ের কাপ, কাচের ছ'দেয়ালে রক্ষিত আজো, ধূলি পড়েনি কোথাও; হয়নি মলিন তা শুধু চায়ের রং ধুসরিত। তোমার দেওয়া সে টিশার্ট , এখনো রাতে পরিধান করে শুতে যাই। ভাবতে পারো আজ ছয়টি বছরে তা কোথাও ছেড়েনি। শাদা কাপড় টির শুধু [ বিস্তারিত ]