আকাঙ্ক্ষাগুলো ক্রমাগত ঢেউ হয়ে বালিয়াড়িতে জমে প্রবালের প্রাচীর হয়ে, প্রবাল দ্বীপ হয়ে,
সমুদ্রফেনা হয়ে, ভেসে আসে হাইড্রারা প্রগাঢ় জোয়ার জলে, তিমিরাও আসে, হয়ত বাঁচতে চায়! মরে বেঁচে যায়। স্বপ্নেরা জলে ভেসে ভেসে আসে, লোনা জলে। অপেক্ষার তটরৌদ্রে ঝিমোয়, চির অতৃপ্ততা নিয়ে, পায় না মদিরার সুবাস, এক রাত্রিব্যথা সয়ে আকাঙ্ক্ষার মায়ামৃগ জড়ায় নিত্যনতুনের জালে,ভয়াবহ অন্ধকার চেয়ে থাকে বিস্মিত জেরবার জীবন্মৃতের বেশে; আকাঙ্ক্ষা তুমি কি কিংবদন্তির অপরূপ কাচরূপসী রমণী?
শরীরী উপগ্রহে কি কনকচাঁপার একশ’ আটাশ কলার হিংস্রতা? চন্দ্রাহত আকাঙ্ক্ষার মৎস্য কন্যা ছুটে আসে চাতকিনী হয়ে, আফিমউপশমের খোঁজে, জলদিঘির ঘাটে;
৩০টি মন্তব্য
নাসির সারওয়ার
মাথার উপরে দিয়া কি গেলো?
ছাইরাছ হেলাল
মাথা আছে জেনে ভালো লাগল, ইদানিং মাথাওয়ালা মানুষের খুব আকাল।
রিমি রুম্মান
দু’বার পড়লাম। অবশেষে জানিলাম আমি ছাত্রী ভাল নই।
শুভকামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
কী যে বলেন!!
অনেক শুভকামনা আপনার জন্য।
হতভাগ্য কবি
বিশ্বাস করুন আফিম উপশমের খোঁজে হাজার বছর ধরেই ঘুরছি , খুঁজছি। আকাঙ্ক্ষা এতটুকুও কমেনি, কমবে না। ভাই খোঁজ জানা আছে কি ?? 🙂
ছাইরাছ হেলাল
অবশ্য ই খোঁজ জানা আছে,
আপনাকেই তো খুঁজি।
মোঃ মজিবর রহমান
এই হতছাড়া জিবনে
ইচ্ছাগুলোই আবার জাগেনি।
ছাইরাছ হেলাল
সব ঠিক হয়ে যাবে, অপেক্ষা করুন।
রুহুল
আমি কেনো কবিতা পড়তে এসে বেকুব বনে যাই? কেনো বুঝিনা?
আমার বোধহয় কবিতা বুঝার গাইড কিনতে হবে। বইমেলায় না নীলক্ষেত নাকি বাংলা বাজার কই পাওয়া যাবে?
স্বপ্নেরা লোনাজলে আসে। অতৃপ্তি নিয়ে ঘুমায়। আর তিমিরা বেচে মরে যায় না মরে বেচে যায়। তিমিরো সরিসৃপ নয় তবে সেও কি ১২৮ কলার খোজে ব্যাস্ত সময় কাটায়।
অপু ১০/২০
গুনি।
১০০ হইলেই যামু।
বইমেলা অপু
নীলক্ষেত ১০
বাংলাবাজার ২০
ছাইরাছ হেলাল
বই মেলা কিন্তু চলতাছে!!
অনিকেত নন্দিনী
কই জানি পড়ছিলাম হাইড্রাদের খালি চোখে দেখা যায়না। সমুদ্রফেনায় হাইড্রারা ভেসে আসে তা খালি চোখেই দেখে ফেললেন? বাউরে! এ চোখ না মাইক্রোস্কোপ? 😮
কিংবদন্তির অপরূপ কাঁচরূপসী রমণী কেমন থাকে দেখতে মুঞ্চায়। নমুনা আছে নাকি? 😀
“শরীরী উপগ্রহে কি কনকচাঁপার একশ’ আটাশ কলার হিংস্রতা” – উপগ্রহ কোথায় থাকে? খুঁজছি তো খুঁজছিই। ^:^
চন্দ্রাহত আকাঙ্ক্ষার মৎস্যকন্যা ছুটে আসে চাতক হয়ে – ক্যাম্নে পারেন এম্নে কইরা সব বদলাইতে?
মৎস্যকন্যা হইতো যদি চাতকিনী
যৎসামান্য বুঝতো এই পাতকিনী
আফিমউপশমের খোঁজে – আফিম সত্যিই ব্যথা-বেদনা কমাতে পারে?
জলদিঘির ঘাটে – খাইসেরে! এবারে সমুদ্র ফেলে দিঘির ঘাটে! আল্লাহ্ জানে আর কই কই যাইবে। ;?
ছাইরাছ হেলাল
একশত আঠাশ কলা ও জানেন!!
সমুদ্র থেকে জলদিঘি সবই জলময়, তাই খুঁজাখুঁজি চালুই থাকে।
কাঁচরূপসী রমণী সবাইকে দেখানো ঠিক না।
অনিকেত নন্দিনী
সকল প্রশ্নের উত্তর চাই, দিতে হপে।
ছাইরাছ হেলাল
কঠিন প্রশ্নের উত্তর হয় না,
অরুনি মায়া
আকাঙ্খারা ক্রমাগত জমতে জমতে একদিন কঠিন আকারের প্রবালের ন্যায় প্রাচীর তৈরি করে বৈকি, কিন্তু বিনিময়ে নিজের ব্যক্তি মালিকানায় একখানা দ্বীপও কিন্তু পাচ্ছেন।
হুম প্রবালের প্রাচির বডড অমসৃণ, সেখানে মৎসকন্যা প্রবেশে আহতও হয়ে যায় অনেক সময়। তাই অনুরোধ আকাঙ্খা গুলোর বাস্তবায়ন করুন যত দ্রুত সম্ভব। নইলে ব্যথার উপশম কখনোই সম্ভব নয়।
নাহ আফিমে কাজ হবেনা।
ছাইরাছ হেলাল
উপশমের ব্যবস্থা কেউ করে দেয় না, দূর থেকে মজা লয়।
আজকাল মৎস কন্যারা ও খুব সাবলীল, কোনোকিছুতে তাদের আটকায় না,
আটকানো যায় ও না।
আফিম তো নস্যি, সে বুঝতেই পারছি।
দ্বীপের অধিকার পেলেও তা রক্ষা করা খুব কঠিন।
অরুনি মায়া
একটা অণুদ্বীপও আগলে রাখতে পারবেননা! এ লজ্জা কই রাখবেন :p
ছাইরাছ হেলাল
কথা সইত্য।
শুন্য শুন্যালয়
কবির আকাঙ্ক্ষা আফিম উপশমের খোঁজে কবিতা পর্যন্ত ছুটে এসেছে। হাত কাঁপা নবীন কবির ছুরি কাঁচির তলায় অপেক্ষায় জর্জরিত, এনেস্থেসিয়া থেকে ফের জীবনের শ্বাস নেয়া যাবেতো? কবিতা নিয়ে কিছু বলার সাহস করতে পারছিনা, ভাবছি ডায়াগনোসিস টা কি?
ছাইরাছ হেলাল
দাক্তার মাথা চুলকালে নাদান রোগীরা কোথায় যাবে তাই ভাবছি।
শ্বাস তা নিয়ে ফাস নিলেই ল্যাঠা চুকে যায়,
অবশেষে আপনি ও!!!!!
ইলিয়াস মাসুদ
তিমিরাও আসে, হয়ত বাঁচতে চায়! মরে বেঁচে যায়। এমন কিছু নিদৃষ্ট জায়গা আছে যেখানে মৃত্যুর আগে কচ্ছপেরা আসে মৃত্যু বরণ করতে, এমন একটা জায়গা আমি দেখেছিলাম ওমানে। তিমিরা ও বুঝি তেমন ?
শরীরী উপগ্রহে কি কনকচাঁপার একশঽ আটাশ কলার হিংস্রতা? বাঃ বা দারুণ ভাই
ছাইরাছ হেলাল
হিংস্রতা তো বহন করেই,
পড়ার জন্য ধন্যবাদ।
ব্লগার সজীব
অপেক্ষার অবসান হোক, হতেই হবে। ভাল লেগেছে ভাইয়া।
ছাইরাছ হেলাল
অবশ্যই অপেক্ষার অবসান হবে।
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
😮 ^:^ ;?
এখন আসুন, তারপর বলুন।
ছাইরাছ হেলাল
আচ্ছা, আসব ও বলব।
স্বপ্ন
কি এক অতৃপ্তি, অপুর্নতা, খুঁজে ফেরা দেখলাম কবিতায়, আমার বুঝতে ভুলও হতে পারে অবশ্য। দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে।
ছাইরাছ হেলাল
অবশ্য ই ফিরে আসব, এই যে এসেছি।
শুন্য শুন্যালয়
এই পোস্টের মন্তব্যের উত্তর কে করিবেক?
ছাইরাছ হেলাল
চরি, ভাই।