রক্তচোখের আগুন মেখে ঝলসে-যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কন্ঠনালী খুন পিয়াসী ছুরি,
কাজ কী তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি
আমার হাতেই নিলাম আমার
নির্ভতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো ।
অনেক মাপের অনেক জুতোর দামে
তোমার হাতে দিয়েছি ফুল হৃদয়-সুরোভিত
সে-ফুল খুঁজে পায়নি তোমার
চিত্তরসের ছোঁয়া,
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা।
আজকে যখন তাদের স্মৃতি
অসন্মানের বিষে
তিক্ত প্রাণে শ্বাপদ নখের জ্বালা
কাজ কি চোখের প্রসন্নতায়
লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি!
আমার কাঁধেই নিলাম তুলে
আমার যত বোঝা;
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধূলো,
তুমি বাংলা ছাড়ো ।
একাত্মতার স্বপ্ন বিনিময়ে
মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে
যখন পোড়া মাটি
বারে বারে তোমার খরা
আমার ক্ষেতেবসিয়ে গেছে ঘাঁটি।
আমার প্রীতি তোমার প্রতারণা
যোগ-বিয়োগে মিলিয়ে নিলে
তোমার লাভের জটিল অংকগুলো,
আমার কেবল হাড় জুড়োল
হতাশ্বাসের ধূলো।
আজকে যখন খুঁড়তে গিয়ে
নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখি
সর্বনাশা বজ্র দিয়ে গড়া,
কাজ কি দ্বিধার বিষন্নতায়
বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি!
আমার বুকেই ফিরিয়ে নেব
ক্ষিপ্ত বাজের থাবা;
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো
তুমি বাংলা ছাড়ো ।
————————–কার লেখা কবিতা বলুন তো? দেখি কে কে পারেন?
কবিতাটি শুনুন আমাদের জিসান ভাইয়ার আপলোডকৃত ভিডিওতে
২৩টি মন্তব্য
ভোরের শিশির
কবি সিকান্দার আবু জাফর।
খসড়া
🙂
আবু খায়ের আনিছ
বাংলা ছাড়ো –
সিকান্দার আবু জাফর
এই কবিতাটা প্রথম শুনি জিশান ভাই এর ইউটিউব এ। মাত্র দুই দিন আগেই শেয়ার করেছিলাম ফেইজবুকে।
খসড়া
🙂
জিসান শা ইকরাম
একটি অসাধারন আবেগময় ঐতিহাসিক কবিতা
কবিতাটি মুখস্থই করে ফেলেছিলাম এত ভালো লেগেছিল বলে,
পরে তো আবৃত্তিটা ইউটিউবেই দিয়ে দিয়েছি।
সিকান্দার আবু জাফর এর কবিটাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
খসড়া
🙂
মৌনতা রিতু
ধন্যবাদ।এতো কষ্ট করে এতো সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।
আপনারা কি জানেন?খসড়া ভাইয়াআপু খুব সুন্দর আবৃত্তি করে।বিশেষ করে এই ধরনের কবিতা।
খসড়া
🙂
খসড়া
ইহা হইল একখানা আতেঁল পোস্ট। লিখেছেন সিকান্দার আবু জাফর। এই খানে পুস্টাইলাম আমি আর তাতে রঙ রুপ আবেগ দিলেন জিসান ভাই।
জিসান শা ইকরাম
লিখেছেন তো আপনি কষ্ট করে, আমার আপলোডকৃত ভিডিও দিয়ে আমাকে সন্মানিত করলেন আপনি।
এই কবিতার অনেক আবৃত্তি আছে ইউ টিউবে, আপনি অন্যগুলো না দিয়ে আমারটা দিলেন 🙂
ধন্যবাদ
খসড়া
:D) (y) -{@
জিসান শা ইকরাম
🙂 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বলতে হবে এ বাঙ্গালি
যার কণ্ঠে লেগে আছে রাজাকাদের ঘৃণিত শত বর্ণ
-{@
রাজাকার তুই বাংলা ছাড় (y)
খসড়া
বাংলা ছাড়ো।
ছাইরাছ হেলাল
কবিতাটি পড়ে আবার ভাল লাগল,
আমরা এই আপনার আবৃত্তি প্রতিভার কথা জানতে পারলাম,
আমাদের শোনার সুযোগ দিয়ে বাধিত করার অপেক্ষায় রইলাম।
খসড়া
চলেন আড্ডাই সেখানে যত চান তত কবিতা আবৃত্তি হবে।
ছাইরাছ হেলাল
শান্তি পাইলাম বহুত,
তবে হাসের মাংসের ব্যাপারটা!!!
অরুনি মায়া
কণ্ঠে যখন এমন তেজ, বাংলা তাদের ছাড়তেই হবে | ধন্যবাদ ভাইয়াপু কবিতাটি শেয়ার করার জন্য -{@
খসড়া
-{@
নাজমুস সাকিব রহমান
‘তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া’
-{@
খসড়া
তুমি বাঙলা ছাড়ো।
শুন্য শুন্যালয়
আপু, আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে চাই, কবে শুনতে পাবো?
চরম একটি কবিতা। গোলাম মোস্তফার কন্ঠও। হারিয়ে গেলো প্রিয় ব্যক্তিত্ব।
আমাদের জিসান ভাই, আগে অনেক গুনী ছিল, এখন হইছে বেগুন।
অনেক ধন্যবাদ কবিতাটা শেয়ার দেয়ার জন্য আপু। -{@
নীলাঞ্জনা নীলা
অনেক প্রিয় একটা কবিতা আমার। আর আবৃত্তিটা শুনেছিলাম গোলাম মোস্তফার কন্ঠে।
কবিও নেই, আবৃত্তিকারও নেই।