আয়নায় তৌহিদ

রিতু জাহান ৫ এপ্রিল ২০১৯, শুক্রবার, ১২:০১:৪৮পূর্বাহ্ন সোনেলা বার্তা ১৬৪ মন্তব্য

‘আজ আয়নার ২য় পর্ব। এ পর্বে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে বীরের মতো আয়নার সামনে হাজির তৌহিদ ভাই।

আমাদের সোনেলা উঠোনে যে কয়জন সোনালী আলোয় আলোকিত হই তারা আমরা সকলেই সকলের খুব প্রিয় ও কাছের মানুষ। আত্মার টানে আমরা বারে বারে ফিরে আসি এ উঠোনে, যান্ত্রিক জীবনের সকল কাজের এক টুকরো অবসরে। এই উঠোনে আমরা লেখার মাধ্যমে আমরা আমাদের আনন্দটুকু, সুখটুকু ভাগ করে নেই।

তৌহিদ ভাই তার লেখায় ও আন্তরিকতায় সকলকে আপন করে নিয়েছেন খুব সহজে।

তার প্রথম পোষ্ট হূদপিন্ড দিয়ে সোনেলায় যাত্রা শুরু। সোনেলাকে তিনি তার হৃদয়ে ধারন করেছেন অকৃত্রিমভাবে। আমরা পুরাতন সদস্যরা আনন্দিত তাকে পেয়ে।

তৌহিদ ভাই এ পর্যন্ত পোষ্ট লিখেছেন মোট ৩৮ টি। মন্তব্য করেছেন মোট ৭৬৪ টি এবং মন্তব্য পেয়েছেন মোট ৭১৫ টি। এতেই বোঝা যায় তিনি কতোটা আন্তরিক।

তিনি চাটুকারিতা প্রচন্ড ঘৃণা করেন। তিনি মানুষকে ভীষন বিশ্বাস করতে পছন্দ করেন। তার একটা কথা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তা হলো,’তিনি জন্ম হতেই বর্তামান।’

তার একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নেইঃ

নামঃ তৌহিদুল ইসলাম

ব্লগ নাম: তৌহিদ

জন্মতারিখঃ ২৬ অক্টোবর ১৯৮১ যদিও সার্টিফিকেট বয়স ভিন্ন☺।

(কি এক্টা মিল! আমার জন্ম সালও ১৯৮১। যদিও মাস ভিন্ন আমার জন্ম মাস মার্চ।)

জন্মস্থানঃ রংপুর।

শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েশন করেছেন তিনি সোশ্যাল সাইন্স এ।

শখঃ খেলাধুলা করা (ব্যাডমিন্টন, ক্যারাম) গল্পের বই এখন আর পড়ার সময় তিনি পান না😥

ছেলেমেয়েঃ নাই(আপাততঃ)

বিয়েঃ ২০১৪ অক্টোবর

পেশাঃ সরকারি চাকুরী, পাব্লিক হেলথ এ।

বর্তমানে রংপুরে আছেন।

তো প্রিয় ব্লগারগণ আপনারা আপনাদের প্রশ্নের ঝুড়ি নিয়ে চলে আসুন। সাথে মুক্তা পানিও আনতে পারেন। যদি গলা শুকিয়ে সে তৌহিদ ভাই গলা ভিজিয়ে নিবেন।

 

৩জন ১৫৩৪জন
0 Shares

১৬৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ