রোজ রোজ নিয়ম করে বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরেন বাবা। আধো অন্ধকারে আমি বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। "হায় রে বাবা" সেই কবেই আমার বাবাটাকে বার্ধক্য চেপে বসেছে। তার দিকে একটু ও হুঁশ নাই, সংসারের চাহিদা মেটাতেই যে খুবই ব্যস্ত ওনি। প্রতি ঈদে সবার জন্য নতুন নতুন জামা কাপড় জোটে। কিন্তু [ বিস্তারিত ]