জীবন এক যাযাবর পড়ন্তকালে
যা ছিল যুবককালে,
জীবন, সংসারে বিলিন বিবাহিতে
জীবন ঘানি নিভু নিভু মান-অভিমানে।
সংসার করি কিবা না করি মনে মনে
ধ্যাত্তেরি ভালো লাগে না কোনে
হাপর ফাপর জীবন কোনে
হিমসিম কস্ট, দুঃখ গাত্রে।
সৃষ্টিকর্তা সৃষ্টির একত্রিত লন্ডভন্ড
মানুষ, জীবজন্তু, গাছগাছালী খন্ডখন্ড।
সবই আছে কিছুই নায়
মরি মরি, আহা মরি, হায় হায়!
বুদ্দিসুদ্দি দিছে সবই
কুবুদ্দিও, আছে সঙ্গেই।
ছিন্নভিন্ন, মন, শরীর, মানবতা, মানচিত্র,
মানবস্বত্ত্বা, আহত কণ্ঠ সব ছিন্নভিন্ন চিত্র।
ছাইড়া দিছে চলছি
টান দিছে মরছি।
ছবিটি নেট থেকে নেওয়া।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একেই বলে জীবনের জাঁতাকল!!
ভালই উপলব্ধি!
মোঃ মজিবর রহমান
হুম! জাতাকলে পিষে যাচ্ছি। খয় হতে হতে মনে পড়ে কিনা দেখি।
নীলাঞ্জনা নীলা
জীবন নিয়ে এতো নেগেটিভ ভাবনা মজিবর ভাই?
জীবন কিন্তু বড়োই সুন্দর।
মোঃ মজিবর রহমান
জীবন খুব সুন্দর যদি মধুময় মন আসে,
জীবনে আসক্তি আসে যদি মনে মন মেলে,
জীবনে উপভোগ্য যদি সব বুঝুক বা না বুঝুক বুঝার চেস্টা করে।
নীলাঞ্জনা নীলা
চমৎকার বলেছেন মজিবর ভাই।
মৌনতা রিতু
ধ্যাত্তেরিকা ভাল্লাগে না!
জীবনকে বলব আজ তোমার যান্ত্রিকতার দিলাম ছুটি।
চলে যাব নিথর কোনো সায়রে, সেখানে পা ঝুলিয়ে কবিতা জুড়ে দিব কোনো কারো কবিতার সাথে।
সুন্দর লিখলেন মজিবর ভাই। ভাল থাকুন সব সময়।
মোঃ মজিবর রহমান
পড়ার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
এইত জীবন,
সহ্য করে যেতেই হবে ভাই।
মোঃ মজিবর রহমান
হুম! ধরয্য শক্তি ধরয্য মুক্তি।
শুন্য শুন্যালয়
এইসব ছিন্নভিন্ন সবকিছু মিলিয়েই জীবন সুন্দর। যন্ত্রণা না থাকলে আনন্দ, আনন্দের হতোনা ভাইয়া।
মোঃ মজিবর রহমান
ঠিক আপু। ভালো বলেছেন।
ইঞ্জা
দারুণ লিখলেন ভাই। -{@
মোঃ মজিবর রহমান
পড়ার জন্য ধন্যবাদ ভাই।
-{@
ইঞ্জা
(3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছিন্নভিন্ন, মন, শরীর, মানবতা, মানচিত্র,
মানবস্বত্ত্বা, আহত কণ্ঠ সব ছিন্নভিন্ন চিত্র।
ছাইড়া দিছে চলছি
টান দিছে মরছি।
এটাই বাস্তবতা
এটাই জীবন -{@
মোঃ মজিবর রহমান
তাই মনির ভাই। -{@
খসড়া
জীবন আনন্দময়
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু জীবন মধুময়, আনন্দময়, সুখকর যদি মিলাতে পারা যাই।