Image result for ছিন্ন এর প্রকৃতি প্রত্যয়

জীবন এক যাযাবর পড়ন্তকালে
যা ছিল যুবককালে,
জীবন,  সংসারে বিলিন বিবাহিতে
জীবন ঘানি নিভু নিভু মান-অভিমানে।
সংসার করি কিবা না করি মনে মনে
ধ্যাত্তেরি ভালো লাগে না কোনে
হাপর ফাপর জীবন কোনে
হিমসিম কস্ট, দুঃখ গাত্রে।

সৃষ্টিকর্তা সৃষ্টির একত্রিত লন্ডভন্ড
মানুষ, জীবজন্তু, গাছগাছালী খন্ডখন্ড।
সবই আছে কিছুই নায়
মরি মরি, আহা মরি, হায় হায়!
বুদ্দিসুদ্দি দিছে সবই
কুবুদ্দিও, আছে সঙ্গেই।

ছিন্নভিন্ন, মন, শরীর, মানবতা, মানচিত্র,
মানবস্বত্ত্বা, আহত কণ্ঠ সব ছিন্নভিন্ন চিত্র।
ছাইড়া দিছে চলছি
টান দিছে মরছি।

 

ছবিটি নেট থেকে নেওয়া।

৭৬৪জন ৭৬৪জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ