অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আসন্ন বৈশাখ উপলক্ষ্যে সোনেলাব্লগ থেকে প্রকাশিত হতে যাচ্ছে ই-ম্যাগাজিন সোনেলার বৈশাখ। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধসহ লিখতে পারেন বৈশাখ সম্পর্কিত যেকোনো স্মৃতিচারণ। তাহলে আর দেরি না করে, আজই প্রকাশ করুন আপনার বৈশাখের সেরা লেখাটি। লেখা পাঠানোর নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো।
নিয়মাবলীঃ
১। বিষয়বস্তুঃ বৈশাখ
২। বিভাগঃ গল্প/ কবিতা / ছড়া / প্রবন্ধ / চিঠি / স্মৃতিচারণ এবং রম্য।
৩।একজন ব্লগার যেকোনো তিনটি বিভাগে একটি করে লেখা দিতে পারবেন।
৪। লেখা পোষ্ট আকারেই সোনেলা ব্লগে প্রকাশ করতে হবে।
৫। লেখার শিরোনামের পাশে “ম্যাগাজিন” উল্লেখ করা আবশ্যক।
৬। ম্যাগাজিনে লেখা দেয়ার শেষ তারিখঃ ৫ এপ্রিল ২০১৭
৭। ই-ম্যাগাজিন প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল ২০১৭
সোনেলার বৈশাখ এর আপডেটঃ যে সমস্ত ব্লগার সোনেলার বৈশাখের ম্যাগাজিনের জন্য লেখা প্রকাশ করেছেন, তাদের শিরোনাম ও ব্লগারের নামঃ
বৈশাখ হে, মৌনী তাপস – নীলাঞ্জনা নীলা
কাল বৈশাখী ডান্ডায়, ঠান্ডা- মোঃ মজিবর রহমান
এসো হে বৈশাখ এসো এসো… আবু খায়ের আনিছ
পয়লা বৈশাখ উপলক্ষে সোনেলার জন্য লেখা—-সোনেলার সবাইকে আমার এক পৃথিবী ভালোবাসা— অরুনিমা
পহেলা বৈশাখ ও সহজ সরল জীবন (প্রবন্ধ) -নীরা সাদিয়া
আমি কি বাঙ্গালী? (স্মৃতিচারণ)- নীহারিকা
সীমান্তে বৈশাখ -শুন্য শুন্যালয়
এক মলাটেই ম্যাগাজিন সমগ্র (ম্যাগাজিন)। এবং কুড়ি বসন্ত পেরিয়ে একুশে পা! (নন ম্যাগাজিন) -গাজী বুরহান
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা – মিষ্টি জিন
রং তুলীরঁ ডায়রী- মনির হোসেন মমি
দৃষ্টি আকর্ষণঃ
চিঠি প্রতিযোগিতা যেভাবে আছে সেভাবেই চলবে।
ধন্যবাদ
সকলের জন্য শুভকামনা
শুভ ব্লগিং
=======================
চিঠি প্রতিযোগিতার আপডেটঃ
প্রতিযোগিতার জন্য যে সমস্ত ব্লগার চিঠি প্রকাশ করেছেন, তাদের চিঠির শিরোনাম ও ব্লগারের নামঃ
* যেতে যেতে তোমাকে লিখা – ইলিয়াস মাসুদ
প্রেমের নাম বেদনা – মেহেরী তাজ
যে চিঠি পাঠানো হয়নি কাউকে – বায়রনিক শুভ্র
অনেকদিন যাবত তোমাকে ভীষণভাবে মনে পড়ছে! – নিতাই বাবু
প্রবাসী শ্রমিকের চিঠি- মনির হোসেন মমি
তোমাকে ভেবে লেখা– তেলাপোকা রোমেন
বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে বাবার চিঠি -আমির ইশতিয়াক
সুজনের প্রেমের চিঠি….চাটিগাঁ থেকে বাহার
আমার বোনের ডায়েরীতে লিখা চিঠি। – গাজী বুরহান
মুক্তিযুদ্ধের চিঠি – সঞ্জয় কুমার
প্রিয় শমশেরনগর চা’ বাগান- নীলাঞ্জনা নীলা
মেঘের কাছে রোদ্দুরের চিঠি – এই মেঘ এই রোদ্দুর
একটি ট্রাম্পীয় প্রেমের চিঠি -অপার্থিব
২৯টি মন্তব্য
রুম্পা রুমানা
ভালো উদ্যোগ। লিখবো। ধন্যবাদ সোনেলাকে।
নীলাঞ্জনা নীলা
চমৎকার উদ্যোগ। তবে আমার মতে এভাবে যদি সামনের বছর বৈশাখ উপলক্ষে ই-ম্যাগাজিন প্রকাশিত হয়, চিঠির প্রতিযোগিতা পরে করলে মনে হয় ভালো হয়। বছরে দুটো প্রতিযোগিতা আর একটি ই-ম্যাগাজিন। অন্যান্য সদস্যদের কি ভাবনা? মডুরা আপনারা কি বলেন?
চিঠির চিঠি-ই লেখা হলোনা এখনও, 🙁
বৈশাখ নিয়ে লেখা ^:^
আমি শেষ। ;(
জিসান শা ইকরাম
লেখকদের তেমন আগ্রহ নেই বুঝা যাচ্ছে। যাদের জন্য এসব আয়োজন, তাদের আগ্রহ না থাকলে এই প্রগ্রাম বন্ধ করেই দেয়া ভালো। বিষয়টি ব্লগটিমকে বিবেচনার জন্য অনুরোধ করছি।
শুন্য শুন্যালয়
স্টিকি না করে লেখা ভেতরে রেখে দেখা যেতে পারে সবাই পড়ছে কিংবা মন্তব্য করছে কিনা। সবাই ই খুশি হবে ম্যাগাজিনে এটুকূ জানি।
নীলাঞ্জনা নীলা
নানা কে বললো যে আগ্রহ নেই? সারা বছরে যদি এভাবে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়, তাহলে অনেক ভালো হবে। কিন্তু আমি বলেছি চিঠির প্রতিযোগিতা আর ই-ম্যাগাজিন একই সাথে না করে সামনের বছর থেকে ভাগ ভাগ করে প্রতিযোগিতা করা যায়। ম্যাগাজিনের জন্য লেখাও। তাতে কি হবে সোনেলা নীড় সবসময় সরগরম থাকবে সোনেলার সব পাখীদের কিচিরমিচিরে। আমি শুধু আমার মতামত জানিয়েছি। এখন এই প্রস্তাব না মেনে নিলেও সোনেলাকে ভালোবাসি, ভালোবেসেই যাবো।
জিসান শা ইকরাম
মডুরা স্টিকি করে, আমি স্টিকির কিছু জানি নাকি? ভাবতাছি মডু হবার জন্য আবেদন করুম। বেতন টেতন কেমন জানেন নাকি @ শুন্য
জিসান শা ইকরাম
@নীলা ভাল প্রস্তাব দিয়েছ। ব্লগ টিম তোর প্রস্তাব বিবেচনা করবে বলে আশা রাখি।
শুন্য শুন্যালয়
বৈশাখ নিয়ে লেখা! দারুণ মজার হবে। একবার উড়ে যেতে লেগেছিলাম 🙂
সাধুবাদ সুন্দর এই উদ্যোগ কে। প্রথম ই -ম্যাগাজিন। আহ এই প্রথম আমার লেখা যাবে। 🙂
আমি কিন্তু লিখতে শুরু করেছি 🙂
নীহারিকা
আমার মনে হয় চিঠি প্রতিযোগিতা এবং ই-ম্যাগাজিন এর মত গুরুত্বপূর্ণ ইভেন্ট দুটি পাশাপাশি হওয়ায় সাড়া কম পাওয়া যাচ্ছে। যারা খুব ভালো লেখক তারা হয়তো খুব অল্প সময়ে দুটো ভালো-মানসম্মত লেখা উপস্থাপন করতে পারবেন কিন্ত অনেকের হয়তো একটু বেশি সময় লাগতে পারে। অনেকেই এখনো হয়তো চিঠির দিকেই মনোনিবেশ করে আছেন যে ২৫ তারিখের পর ই-ম্যাগাজিন নিয়ে ভাববেন।
তবে নি:সন্দেহে এটি খুব ভালো উদ্যোগ। হতে পারে ২৫ মার্চের পর ভালো সাড়া পাওয়া যাবে।
সোনেলা টীমের সকলকে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
প্রশংসনীয় উদ্দ্যোগ,
আবারও ঝাঁপাবে সবাই তপ্ত বৈশাখ উপেক্ষা করে।
তবে একান্ত অনুভুতি বিভাগটি জুড়ে দিলে মন্দ হয় না।
মোঃ মজিবর রহমান
অনেক অভাবি সময়ের মাঝে আসলাম প্রিয়স্থানে এসে আনন্দএর সংবাদ পেলাম। বহুত দিল খুশি। আসছি এই বৈশাখে ঝড়ঝঞ্জা বুকে বইয়ে। কোন বাধা কোন প্রাচির হয়ে দাড়াবেনা। ইনশাল্লা। বই ইয়া বইয়া আসব বশাখে। সকল আপনের উপস্থিতি চাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
একের এক চমৎকার প্রতিযোগিতা আয়োজনে কৃতজ্ঞ সোনেলার কাছে।বৈশাখের কাছে চেয়ে গল্প লিখব কবিতা লিখব আরো কত কি যদি আল্লাহ বাচিয়ে রাখেন। -{@
আমির ইশতিয়াক
ভালো উদ্যোগ। ইনশাল্লাহ লিখব।
প্রহেলিকা
চমৎকার উদ্যোগ!! লিখবো কিছু।
শুভ ব্লগিং।
মৌনতা রিতু
চমৎকার উদ্যোগ। লেখা শুরুও করেছি। মেমন আমাকে বলছে,”এইবার তুমি মেমন আমি মা, দেখ মেয়ে ভাল করে লেখ, আমার মান সন্মান ডুবাইও না।” হেসে আমি শেষ।
খুবই মজা হচ্ছে। সবার মনের অনুভূতি খুব সুন্দর ফুটে উঠছে।
নীরা সাদীয়া
hh ভাল উদ্যোগ। সাথে আছি। তবে শেষ চিঠি শিরোনামে আমিও একটি চিঠি দিয়েছি। হয়ত পোস্টটি আপডেট করা হয় নি। তাই আমার নামটি যোগ হয় নি।
শুন্য শুন্যালয়
বেশ কএকটি লিঙ্ক এড করা বাঁকি ছিলো নীরা আপি, এড হয়ে গেছে দেখতে পাচ্ছি 🙂
ইঞ্জা
লে বাওয়া, এখন আবার ই ম্যাগাজিন, মাথা ঘুরান্টি দিতাছে। ^:^
অনিকেত নন্দিনী
লে বাওয়া! :D)
ভাইজান, আমি ব্লগে না এলে তো বুঝতামইনা এই ডায়লগ আপনার এত্ত ভাল লেগেছে। 😀
ইঞ্জা
আপু ডায়ালগটা আমি মাঝে মাঝে মেরে দিই 😀 । @অনিকেত নন্দিনী
অনিকেত নন্দিনী
বৈশাখ উপলক্ষে লেখা! 🙁
আমি তো অহনো একখান চিডিই ল্যাখতারিনাই। ;(
কিছুই ল্যাখতে পারিনা। 🙁
কেউ আমার মাথায় বাড়ি দিলেও মনে হয় নতুন লেখা বাইরাইবোনা। ;(
জিসান শা ইকরাম
প্রিয় মডু গন, চিঠি প্রতিযোগিতায় প্রকাশিত চিঠি সমূহের আপডেট দিতে বেশ বিলম্ব হয় আপনাদের।
ম্যাগাজিনে প্রকাশের জন্য কয়েকটি লেখা ইতমধ্যে প্রকাশিত হয়েছে, এর আপডেট এই পোষ্টেই থাকা উচিৎ ছিল, যা নেই।
দৃষ্টি আকর্ষনের উপরে [ ” সোনেলার বৈশাখ এর আপডেটঃ যে সমস্ত ব্লগার সোনেলার বৈশাখের ম্যাগাজিনের জন্য লেখা প্রকাশ করেছেন, তাদের শিরোনাম ও ব্লগারের নামঃ ] এভাবে লিখে আপডেট দেয়া যায়। কেন দিচ্ছেন না তা বুঝতে পারছি না। মডুরা ঘুমায় নাকি?
জিসান শা ইকরাম
ধন্যবাদ মডু মহাশয়/ মহাশয়াগনকে -{@
নাসির সারওয়ার
সুন্দর সুন্দর, বেশ সুন্দর।। তবে আমার কি হবে! মাঝে মাঝে নিজের অনুভূতিটা এই রাফ খাতায় লিখি। এছাড়াতো আর কিছুই লিখতে পারিনা।
আহারে, চিঠির মত এটা থেকেও বাদ পরে গেলাম।
জিসান শা ইকরাম
ভাইসাব চিঠি জমা দেয়ার শেষ তারিখ ২৫ মার্চ, এখনো অনেক সময় বাকী। লেইখ্যা ফেলান তো একখান চিঠি।
সঞ্জয় কুমার
অনেক সুন্দর সুন্দর চিঠি জমা পড়েছে । বই টা নিঃসন্দেহে খুবই সুন্দর হবে ।
ব্লগ কর্তৃপক্ষ কে ধন্যবাদ এমন সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য
বাবু
সত্যি খুব ভালো লাগছে, আরো বেশি করে লিখতে ইছা করছে। কিন্তু আমার হাতে তো সময়ই থাকেনা লিখবো কী করে? তবু লিখবো।
এমন ভালো উদ্যোগের জন্য সোনেলা ব্লগটিমকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ইলিয়াস মাসুদ
সব গুলো চিঠি পড়া হয়নি,তবে যতটা পড়েছি তোমাকে ভেবে লেখা– তেলাপোকা রোমেন এই চিঠিটা ভাল লেগেছে।
ক্লোজাপ স্টাইল হয়ে গেল শেষ পর্যন্ত 😀
ছাইরাছ হেলাল
ল্যাক্তারিনা দেইখ্যা আমার গপ্পোটি বাদ্দিয়া দেলেন!!