গ্লাসে পানি ঢেলে খাচ্ছি, এমন সময় ফোনটা বাজছে। কে কল করতে পারে এসময়? পানি রেখেই দৌড়ে গেলাম কোন জরুরী ফোন ভেবে। গিয়ে দেখলাম অচেনা নাম্বার থেকে কল। ফোনটা ধরে জিজ্ঞেস করলাম কে তিনি? উত্তর এলো, : আমাকে চিনতে পারছ না? : আমি দুঃখিত। আপনার পরিচয়টা বলবেন কি? : আমি অরণ্য। আমি কিছুক্ষণ থমকে রইলাম। [ বিস্তারিত ]