সোনেলা ব্লগের নতুন নিবন্ধিত এবং পুরাতন ব্লগারদের প্রফাইল হালনাগাদ এর পদ্ধতি নিরাপত্তার স্বার্থে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আশাকরি নিরাপত্তার দিকটি বিবেচনা করে ব্লগারগন খুব দ্রুতই এই পদ্ধতি আয়ত্বে নিতে পারবেন। পুরাতন ব্লগারগন যদি তাদের প্রফাইল হাল নাগাদ করতে ইচ্ছুক হন তবে এভাবে করতে হবে।
ধাপ: ১
প্রফাইল হালনাগাদ এ ক্লিক করুন।
ধাপ:২
নিরাপত্তার কারনে এখানে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দিন। একটি ক্যাপচা আসবে তা পুরন করুন। আমাকে মনে রাখুন এ ক্লিক করে প্রবেশ এ ক্লিক করুন।
ধাপ:৩
আপনার প্রফাইল পিকচারে ক্লিক করুন। প্রফাইল পিকচার না থাকলে ঐ স্থানের সাদা অংশে ক্লিক করুন।
ধাপ:৪
Edit Profile এ ক্লিক করুন।
ধাপ:৫
প্রফাইল এর তথ্য সংশোধন করে, প্রফাইল ছবি পরিবর্তন/ যুক্ত করে প্রফাইল হালনাগাদ এ ক্লিক করুন।
সোনেলার সাথে থাকুন,
আপনার নিজস্ব চিন্তা ধারা বিশ্বময় ছড়িয়ে দিন।
শুভ ব্লগিং।
১৪টি মন্তব্য
তৌহিদুল ইসলাম
সময়োপযোগী পোষ্ট এর জন্য ব্লগ সঞ্চালককে ধন্যবাদ জানাই। আশাকরি সকলে উপকৃত হবেন।
আমার প্রশ্ন – যারা পূর্বের নিবন্ধিত ব্লগার আছেন/আছি আমাদেরকেও কি এখন পাসওয়ার্ড সহ অন্যান্য তথ্য পূনরায় আপডেট দিতে হবে?
ধন্যবাদ অশেষ।
ব্লগ সঞ্চালক
আপনি যদি আপনার প্রফাইল বর্তমানে হালনাগাদ করতে চান ( যেমন আপনার নাম, আপনার সম্পর্কে তথ্য, প্রফাইল পিকচার পরিবর্তন ইত্যাদি ) তাহলে এই পদ্ধতিতে আপডেট করতে হবে। পরিবর্তন না করতে চাইলে তো কিছু করতে হবে না।
শুভ ব্লগিং।
তৌহিদুল ইসলাম
শুভ ব্লগিং
ইঞ্জা
তাহলে আমরা না করলেও চলছে?
ব্লগ সঞ্চালক
@ব্লগার ইঞ্জা, আপনি যদি প্রফাইল হালনাগাদ করতে ইচ্ছুক হন, তবে এভাবে করবেন।
ব্লগ সঞ্চালক
পরীক্ষামূলক মন্তব্য
তৌহিদুল ইসলাম
পোষ্টটি পিন করার অনুরোধ জানাচ্ছি।
ব্লগ সঞ্চালক
পিন করা হয়েছে।
সাবিনা ইয়াসমিন
জেনে রাখলাম, যদি কখনো প্রফাইল হালনাগাদের প্রয়োজন পড়ে তাহলে কাজে লাগবে। ব্লগারদের সহায়তায় এমন পোস্ট দেয়ার জন্য সোনেলা কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাপি ব্লগিং 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
প্রয়োজন হলে করবো। ধনযবাদ
জিসান শা ইকরাম
নতুন যারা নিবন্ধিত হচ্ছেন তাদের জন্য সহায়ক পোষ্ট।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ বিষয়টি নিয়ে বিস্তারিত লেখার জন্য। অনেকেই হয়তো তাদের প্রোফাইল হালনাগাদ করতে পারে তাদের জন্য অবশ্যই সহায়ক পোস্ট, নতুনদের জন্য ও উপকারী পোস্ট। শুভ ব্লগিং
আরজু মুক্তা
পড়ুন, জানুন, বুঝুন।
শুভ ব্লগিং।
নাজমুল আহসান
একটি পরীক্ষামূলক মন্তব্য।