প্রিয় গুল্টুসটা,
আদর আদর।
অত্যন্ত জরুরী প্রয়োজনে লাবনীর বাসায় গেলাম। দুপুরে লাবনী বাসায় এসেছিল। কিছু ডিফারেন্ট কালারের ম্যাট লিপস্টিক কিনেছে ও, তাই দেখতে গেলাম। তোমার আমার দুজনার দুপুরের খাবারে লাবনী ভাগ বসিয়েছে। ভাত ঢাকা দিয়ে রাখা আছে টেবিলে। একটি ডিম ভেজে খেও। না খেলে সবচেয়ে ভাল। দিনদিন মোটা হয়ে যাচ্ছ তুমি। একবেলা না খেয়ে থাকলে কি এমন হবে সোনা?
লাবনি আজ দেখালো, যা এতদিন আমার নজর এড়িয়ে গিয়েছিল। তুমি ফেইসবুকে রিলেশনশীপ স্ট্যাটাসে ইন এন ওপেন রিলেশনশীপ লিখে রেখেছ কেনো? মানে কি এর? তুমি ওপেন, যে কেউ আসতে পারবে তোমার কাছে এইত? আমার সাথে রিলেশন আছে এটি প্রকাশ করলে সমস্যা নাকি আপনার মিষ্টার ওপেন? আমি সন্ধায় বাসায় আসতেছি। এরমধ্যে তুমি যদি এই স্ট্যাটাস পরিবর্তন না করে আমার নাম না লিখে দাও, তাহলে খবর আছে তোমার। তোমার প্রফাইল পিকচার, কভার ফটোতে তোমার আর আমার ফটো দেবে আজ।
সবচেয়ে বড় অভিযোগ তুমি আমার কাছে জিজ্ঞেস না করে লাবনীর ছোট বোনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছ কেন? তাকে নাকি পোকও দিছ আবার? এত পোকাইতে ইচ্ছে করে তোর? আজ তোরে…………………। বিকেলে বাজারে গিয়ে চুলের বড় কাটা আনবে দুইটা। কিভাবে পোক দিতে হয় আজ জনমের মত শিক্ষা দেব তোকে। গত সপ্তায় যে চুলের কাটা এনেছিলে তা ভেঙ্গে গিয়েছে। নিজের শরীরে গুতো দিয়ে দেখবে এরপর হতে কেনার সময়। গুতো দেয়ার সময় ভেঙ্গে গেলে খুন্তি কিন্তু আস্ত থাকবে না মনে রেখো।
বিকেলে বাজারে গিয়ে যা যা লিখে দিচ্ছি তা ঠিক ভাবে আনবে। নইলে পরীক্ষামূলক বিয়েতে পাস করতে হবেনা তোমাকে এই জনমে।
১। মরিচের গুড়ো ৫০০ গ্রাম। ( অতিরিক্ত এক কেজি আনবে যদি প্রয়োজন হয় তোমার ছিলে যাওয়া শরীরে মাখানোর জন্য। )
২। লবন এক কেজি। ( অতিরিক্ত এক কেজি……………………………Do………………………… )
৩। রবিন লিকুইড ব্লু ছোট ১ বোতল। ( আগের বার ভুল করে উজালা আনছিলা। তুই যে ছোট বেলার উজ্জলের বোনরে এখনো ভুলতে পারো নাই, উজালা ব্লু আনাই তার প্রমাণ। এবার যদি ভুল করোস, সব ব্লু তোর মুখে মাখিয়ে ঘুরাবো মহল্লায় )।
৪। গরুর গোশত ১ কেজি। (গরুর গোশতের পরিবর্তে যদি আগের মত মহিষের গোশত আনোস, তবে সব মরিচ আর লবন দিয়ে তুই রেঁধে খাবি, না খেতে চাইলে পিটিয়ে খেতে বাধ্য করা হবে )।
৫। ছোট জীবন্ত শিং মাছ ১০ টি। একুরিয়ামে রঙ্গিন মাছ পেলে লাভ নেই। পরীক্ষা দিতে আসছো না বাবুটা? আমার জন্য কত্ত কিছু নাকি পারো! আমি দেখতে চাই একুরিয়ামের মধ্য থেকে কয়টা শিং মাছ তুমি হাত দিয়ে ধরতে পারো। দু একটা কাঁটার গুতো কি আমাকে পাওয়ার চেয়ে বেশী বাবু?
৬। রুটি বানানোর বেলন কি শাল বা সেগুন কাঠের পাওয়া যায় না? না পাওয়া গেলে ফার্নিচারের দোকানে গিয়ে অর্ডার দেবে। অর্ডারের স্লিপ নিয়ে আসবে। শাল/ সেগুন গাছের বেলন পেতে যতদিন লাগবে ততদিনের জন্য প্রতিদিন একটি করে হিসেবে বেলন নিয়ে আসবে। রোজ একটি করে ভেঙ্গে গেলে সংসারের খরচ বেড়ে যায়। হিসেব করতে শেখো বাবু। আচ্ছা লোহার বেলন পাওয়া যায় না?
৭। পিতলের খুন্তি ২ টি। ( খালার বাসায় দেখেছি পিতলের খুন্তি আছে। বাবু তুমি কাঠের খুন্তি কেন আনো?)
৮। ব্যান্ডেজ ১০ টি।
৯। তুলো – ১০ প্যাকেট।
১০। টু পিন প্লাগ ১ টি। (আমি কিন্তু ধরে ফেলেছি কাপড় আয়রন করার প্লাগের পিন তুমিই খুলে ফেলে দিয়েছ। ভালয় ভালয় নিয়ে এসে প্লাগ লাগিয়ে রাখবা আয়রনে )।
১১। ট্যাবলেট আইবুপ্রোফেন -১০ পাতা। (তোমার ব্যথা আমি কিভাবে সহ্য করি বাবুসোনা? )
পরীক্ষামুলক বিয়ের পর্ব চলছে আমাদের। তুমি এত ফেল করছো এই পরীক্ষায় যে পরীক্ষামুলক বাসর আর এই জনমে তোমার ললাটে জুটবে বলে মনে হয় না। তবে আমি চাই তুমি সব পরীক্ষায় পাস করো। ভালবাসি তো তোমাকে জানটুস।
2113131
ইতি তোমার আদরের বিল্লি।
বিঃ দ্রঃ চুলের কাঁটার কথা লিস্টে লিখতে ভুলে গিয়েছি। এটিই প্রথম কিনবে।
৩৬টি মন্তব্য
আগুন রঙের শিমুল
সিরিয়াসলি ডরাইছি রে ভাই 🙁
ব্লগার সজীব
ডরের কিছু নাই ভাইয়া। এসব নাকি মাইর না, এসব আদর 🙁
নীলাঞ্জনা নীলা
“আগের বার ভুল করে উজালা আনছিলা। তুই যে ছোট বেলার উজ্জলের বোনরে এখনো ভুলতে পারো নাই, উজালা ব্লু আনাই তার প্রমাণ। এবার যদি ভুল করোস, সব ব্লু তোর মুখে মাখিয়ে ঘুরাবো মহল্লায়” :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
ভাভু বাইয়া আচ্ছা কতো মার্কসের পরীক্ষা? ৩৩-এ কি পাশ? নাকি পুরো ১০০ পেতে হবে?
চরম ভালো লাগা। হাসতে হাসতে আমি শেষ। ফাটাফাটি। (y) :c
ব্লগার সজীব
আর কি ভুল করি দিদি? নীল রঙের মুখ চুল ভাবতেও আতংকে নীল হয়ে যাই।
এই মানে, উম্মম্মম্ম ১০০ পেলে তো ভালই হয় 🙂 ধন্যবাদ দিদি।
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে ১০০ দিলাম। কিন্তু সমস্যা হলো ১০০ দেয়ার মতো আরোও লেখা আছে। বড়ো বিপদেই পড়লাম।
আমি জানিনা বিচারকদের অবস্থা কি! ;?
শুন্য শুন্যালয়
অত্যন্ত জরুরি প্রয়োজন ম্যাট লিপস্টিক দেখতে যাওয়া? হি হি হি কিছু কইলাম না, অনেক কিছুই কওয়ার ছিলো। 😀
তোমার জন্য সব করতে পারি বলার আগে ভাবেনা কেন ছেলেরা? এই বার শিংমাছ ধরুক :D) :D)
হা হা হা ভাবতে ই আছি বাবু সোনা একুরিয়ামে শিং মাছ ধরতেই আছে :D)
লবন অতিরিক্ত এক কেজি…Do … আপনি ভীষন রকমের সৌভাগ্যবান এমন গুনী এক হবু বউ পেয়ে। এক কেজি মরিচ আর এক কেজি লবনের মহিষের মাংশ হেভি টেস্টি হবার কথা বাবুসোনা। খাও খাও বেশি কইরা।
আর জীবনেও ওপেন হবা? বলো হবা? :p
দেখো কত্তো আদর তোমার প্রতি, ব্যাথার ঔষধও আনতে বলেছে। এমন একটা বিল্লি বউ থাকা সুখের কথা আর এমন চিঠি পাওয়া তো হাতে সূর্য 😀
তোমার মতো দুস্টু পোলা দেখিনি আমি। আপডেট দাও, সন্ধ্যা তো পার হয়ে গেছে। 🙂
ব্লগার সজীব
চিন্তা করেন আপু, ম্যাট লিপস্টিক দেখতে যাওয়া নাকি অত্যন্ত জরুরী প্রয়োজন। আমারো তো কত কিছু বলার ছিল এনিয়ে। বলতে পারি কই? 🙁
শিং মাছ এর কথা বলেছি তাতেই এই! আরো যে কত অভিনব ব্যাপার আছে, বলে শেষ করা যাবে না। কেন যে ওপেন রিলেশনশীপ লিখলাম 🙁 এসবকে আদর বলে আপু? আমার দুঃখে মজা লন? ;(
বিল্লির চিঠির উত্তর আসবে 🙂
মৌনতা রিতু
এমন একটা পোষ্ট হবে সাজু ভাইয়ের তা আমি ভাবতেছিলাম। লোহার বেলনা :D) হাড্ডি থাকবে তো! আমি তো হ্যাঙ্গার ব্যবহার করি 🙂
তবে বাজার আমিই করি।
মাথার কাটার চেয়ে ভালো হয় উল বোনা কাটা। তারে এই পরামর্শটা দিতে চাই।
এমন ভাবে কেউ হাসায় ;(
মরে গেলাম হাসতে হাসতে।
ব্লগার সজীব
আপু আপনি হ্যাংগার ব্যাবহার করেন? উলবোনা কাটা? সত্যি করে বলুন তো বিল্লিটা আপনার শিষ্যা কিনা? কেমন জানি সন্দেহ হচ্ছে 🙁
মৌনতা রিতু
এই তো ধরে ফেলেছেন সজু ভাই। সে তো আমার ভয়ে ফেসবুকই খোলে না😝 বেশি তেড়িবেড়ি করলে রান্না বন্ধ।
নিতাই বাবু
লাবনী মনে হয় ঠিকঠিক বলেছে দাদা, শরীর মোটা হলে-তো চলবেন কী করে?
তারচেয়ে বরং না খেয়ে থেকে আগে শরীরটাকে ঠিক করে নিন।
ব্লগার সজীব
দাদা ঠিকই বলেছেন। শুকনা পাতলা শরীর সুস্থ্য দেহের পরিচয় বহন করে।
মিষ্টি জিন
সজীব দাদা তোমাকে আমি কি বলিবো! :D) :D) :D) :D) :D) :D)
ব্যান্ডেজ ১০ টি , তুলা ১০ প্যাকেট..
ট্যাবলেট আইব্রুফেন-১০ প্যাকেট
এই গুলি কি কাজে লাগবে প্রথমে বুঝিনাই, দুইবার পড়ার পর বুঝলাম
বাবু জন্য অতিরিক্ত ভালবাসায় এগুলি কাজে লাগবে। :D) :D) :D)
আবার নাকি পরিক্ষা মুলক বাসরও আছে!!! সেই পযন্ত বাবু সোনা থাকবে তো?
কই যাই ???
:D) :D)
ব্লগার সজীব
আমার জন্য বিল্লিটার কত ভালবাসা দেখলেন তো আপু। ব্যান্ডেজ, তুলা, ট্যাবলেট এর লিষ্ট আছে। কঠিন হৃদয়ের হলে এসব আনার জন্য তালিকা করতো বলেন? পরীক্ষামুলক বাসর পর্যন্ত শেষ পর্যন্ত বাঁচি কিনা জানি না আপু। দোয়া করবেন যেন কই মাছের মত হয়ে যাই।
ছাইরাছ হেলাল
গরুটা মাত্র এক কেজি!!
ওটি তিন কেজির কম হলে তো হবে না।
ব্লগার সজীব
তিন কেজির আলাদা মাজেজা আছে মনে হচ্ছে 🙂 বিল্লিটাকে জানাতে হয়।
নীহারিকা
হাসতে হাসতে মরলাম। কিন্ত কথা হলো বাজার ফর্দের অনেকগুলোই যে আমার ফর্দের সাথে মিলে যাচ্ছে। আমার বাসায় সিসি ক্যামেরা লাগাননিতো আপনি? সন্দেহ হচ্ছে কিন্ত!!!
ও চিঠি খুবই ভালো হয়েছে 🙂
ব্লগার সজীব
আপনার ফর্দের সাথে মিলে গিয়েছে অনেকটা? সর্বনাশ তো। রোজ বিকেলে বিল্লিটা এক আপুর সাথে কথা বলে। নাম বলে না। আপনি সেই আপু নন তো? 🙁
ধন্যবাদ আপু।
আবু খায়ের আনিছ
আমি তো এমনিতেই বলি নাই সজুকে বিয়ে দেওয়া যাবে না, সজুর বিয়ে নামেই ঘরে বন্দি। এই বিয়াডা যেন না হয় তাই দোয়া করি।
অসাধারণ লিখেছেন ভাই, বিচারক মণ্ডলি কি করে দেখা যাক।
ব্লগার সজীব
পরীক্ষামূলক বিয়ে ভাইয়া। পাস করলে এরপর বিয়ে। বাঁচবো কিনা আল্লাহ্ জানেন 🙁 দোয়া করবেন ভাইয়া।
আবু খায়ের আনিছ
আপনাকে বিয়ে করাবো বলে একটা লেখা আমি মাঝে দিয়েছিলাম ”সজুর বিয়ে” নামক পোষ্টে, আপনি সেটা মিস করেছেন মনে হয়। মজা পেয়েছিলাম সেই পোষ্টে, তাই বললাম বিয়ে দেওয়া যাবে না আপনার।
প্রহেলিকা
চিঠি পড়ে হাসলাম অনেক্ষন। রম্য ভালো হয়েছে। পুরো চিঠি রসাত্মক হলেও বিঃদ্রঃ যেন ফিনিশিং দিল। দেখা যাক কোথাকার পানি এখন কোথায় গিয়ে গড়ায়। আপডেট জানাইয়েন।
ব্লগার সজীব
আর একটি চিঠি আসবে ভাইয়া এর উত্তরে 🙂
শুন্য শুন্যালয়
এই 2113136 এর মর্মটা কী? না বলতে পারলে পিতলের খুন্তি কিন্ত আমার বাড়িত আছে 😀
ব্লগার সজীব
2113136 , 66 এসব আমাদের দুজনার বিশেষ কিছু কোড 🙂 একান্ত গুপন বিষয়। পিতলের খুন্তির চেয়ে বটির ক্ষমতা বেশী আপু, যা বিল্লির কাছে আছে 🙁 তাই খুন্তির হুমকি উপেক্ষা করা হলো।
মৌনতা রিতু
আমারও আছে পিতলের খুন্তি। গরম তাওয়া ও আছে লোহার। কোন ভাবি নাকি একবার গরম তাওয়া ঠেসে ধরছিল তার বরের পিঠে ততাও টাংকি মারার অপরাধে। এটা কিন্তু সত্যি কথা।
রুম্পা রুমানা
হাহাহা । চিঠি হইছে একটা বটে ! ব্যাপক লাগছে ।
ব্লগার সজীব
ধন্যবাদ আপু। আপনি খুবই ভাল লেখেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যে লিষ্ট দেখাইছেন তাতে বেচারার কাম ছাড়ছে।খুবই রসিক আপনি। 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ মনির ভাইয়া।
মেহেরী তাজ
শিষ্য আমাকে না বলে এমন করে একটা ওভার বাউন্ডারি মারলা কেন?
কথা ছিলো লাস্ট বলে এক রান নিয়ে আমি হাফ সেঞ্চুরি টা করেই ফেলবো। এটা তুমি কি করলা? ওস্তাদের হাফ সেঞ্চুরি র জন্য নিজের সেঞ্চুরি টা ছাড়তে পারলে না??
আমি কি এমন শিষ্য চেয়েছিলাম।???
:D) :D) :D) যাউক গা শিষ্য তো আমারই। এই না হলে আমার শিষ্য।
ব্লগার সজীব
ওস্তাদ ভুল কইরালাইছি, মাফ কইরা দেন। আর এমন ভুল করতাম না। তবে শিষ্যটা তো আপনারই 🙂
জিসান শা ইকরাম
অবস্থা দেখি ভয়াবহ,
এযাত্রা টিকে যাবেন তো? নাকি পরীক্ষা দিতে দিতেই অক্কা?
ব্লগার সজীব
কোন ভাবে টিকে গিয়েছি ভাইয়া 😛
চাটিগাঁ থেকে বাহার
এ কী চিঠি? নাকি ১৪৪ ধারার ফরমান!
ব্লগার সজীব
১৪৪ ধারার ফরমান, আপনি ঠিক বুঝেছেন 🙂