আপডেটঃ
প্রতিযোগিতার জন্য যে সমস্ত ব্লগার চিঠি প্রকাশ করেছেন, তাদের চিঠির শিরোনাম ও ব্লগারের নাম মূল পোষ্টের নীচে দেয়া হচ্ছে-
**********************************************
“করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।”
প্রিয়কবি মহাদেব সাহার এই কবিতার আদ্যপান্তে ফুঁটে উঠেছে প্রিয়জনের কাছ থেকে চিঠি পাওয়ার ব্যাকুলতা। চিঠির প্রতিটি অক্ষরে অক্ষরে হৃদয়ের ব্যাকুলতা কিভাবে ফুঁটে উঠে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
*********************************************
“Time, You Old Gypsy Man
Will you not stay,
Put up Your caravan
Just for one day?”
আমরা অবশ্যই দাঁড়াব, ফিরেও তাকাব, ফেলে আশা সময়ের আঙ্গিনায়; আধুনিক সময়-যন্ত্রের আদ্যোপান্ত যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট, এটিই সময়োপযোগী ও স্বাভাবিক, তাই বলে ‘চিঠি দিয়ো প্রতিদিন’ এর আকুলতা আমরা ভুলে যাইনি, যাবও না। আমাদের এখনও তা সমান ভাবে নস্টালজিক করে দেয়, দেবেও।
প্রিয় ব্লগার বন্ধুরা,
আসছে পহেলা বৈশাখ, বাঙলা নববর্ষ। বাঙালী জাতির এক অবিচ্ছেদ্য সংস্কৃতি। আনন্দের মধ্য দিয়ে সেই মোঘল আমল থেকে বাঙালী জাতি সত্ত্বার ধর্ম-বর্ণ নির্বিশেষে পালন করে আসছে এই পহেলা বৈশাখকে। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবং মানব সভ্যতার প্রাচীন এই বাহনকে পুনরুজ্জীবিত করার প্রয়াস হিসেবে “সোনেলা-ব্লগ” কর্তৃক আয়োজন করা হয়েছে চিঠি প্রতিযোগিতার।
“সোনেলা ব্লগ”-এ নিবন্ধিত সকল ব্লগারদের জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত থাকবে। সোনেলা ব্লগের পক্ষ থেকে তাই, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানাই।
প্রতিযোগিতার নিয়মাবলী:
চিঠি লেখার বিষয়বস্তু উন্মুক্ত, লিখুন যে কোনও বিষয়ে, বাংলায়।
* একজন ব্লগার / লেখক কেবলমাত্র একটি লেখা প্রতিযোগিতার জন্য সোনেলা ব্লগে পোষ্ট হিসেবে দিতে পারবেন।
* পোষ্টের শিরোনামের সাথে (প্রতিযোগিতা) শব্দটি উল্লেখ করতে হবে।
* লেখা অবশ্যই মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে। অন্য কোনও ব্লগে অথবা কোনও প্রিন্ট মিডিয়াতে পূর্বে প্রকাশিত / ছাপা হয়েছে এমন লেখা গ্রহণযোগ্য হবে না।
বিচারকমণ্ডলী দ্বারা নির্বাচিত চূড়ান্ত ৩ (তিন) বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে মহামূল্যবান বই।
প্রকাশিত সমস্ত চিঠির একটি পিডিএফ প্রকাশ করা হবে সোনেলা ব্লগ এর দায়িত্বে।
লেখা (চিঠি) প্রকাশের তারিখ: ৫ মার্চ ২০১৭ খৃষ্টাব্দ
লেখা (চিঠি) প্রকাশের শেষ তারিখ: ২৫ মার্চ ২০১৭ খৃষ্টাব্দ
ফলাফল ঘোষণার তারিখঃ ১৪ এপ্রিল ২০১৭ খৃষ্টাব্দ, পহেলা বৈশাখ
চিঠি প্রতিযোগিতায় আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ কামনা করছি। সকলের জন্য শুভকামনা। শুভ ব্লগিং।
****************************************************************************************
প্রকাশিত চিঠিঃ
* যেতে যেতে তোমাকে লিখা – ইলিয়াস মাসুদ
প্রেমের নাম বেদনা – মেহেরী তাজ
যে চিঠি পাঠানো হয়নি কাউকে – বায়রনিক শুভ্র
অনেকদিন যাবত তোমাকে ভীষণভাবে মনে পড়ছে! – নিতাই বাবু
প্রবাসী শ্রমিকের চিঠি- মনির হোসেন মমি
৬৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চিঠঠি ওস্তাদরা হামলে পড়ুন, পুরস্কার নিন, অসুবিধা নেই,
কিন্তু যারা ল্যাক্তে পারে না, তাদের কী হপে!!
অনিকেত নন্দিনী
আমি তো চিডিফিডি ল্যাক্তারিনা, আমার কী হপে? ;(
নীহারিকা জান্নাত
চিঠি লেখা সেই কবেই ছেড়ে দিয়েছি। শেষ চিঠি মনে হয় লিখেছিলাম ১৯৯৪ সালে। সব তো ভুলে গিয়েছি 🙁 কাকে লিখবো, কি লিখবো ^:^ ব্লগ সঞ্চালককে লিখলে হবে?
প্রহেলিকা
চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগ। এধরনের আয়োজন ব্লগিংকে প্রানবন্ত করবে, ব্লগারদের পারস্পরিক আদানপ্রদানকেও উতসাহিত করবে।
চিঠিও একটি শিল্প,এই শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে সোনেলার নেয়া পদক্ষেপকে স্বাগত জানাই, প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। শুভকামনা। -{@
নিতাই বাবু
সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য সোনেলা ব্লগটিমকে ধন্যবাদ জানাই।
এমন আয়োজনের ফলে সোনেলা নীড়ের সকল সম্মানিত ব্লগার/লেখকবৃন্দ উৎসাহের সহিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আশা করি। আমিও চেষ্টা করবো এই সুন্দর একটা উদ্যোগের সাথে নিজেকে সামিল করতে।
ধন্যবাদ সোনেলা ব্লগটিমকে।
জিসান শা ইকরাম
অবশ্যই চিঠি লিখবো,
আমি চিঠি লিখবো আমার পাখিকে,
সবাইকে হুঁশিয়ার করা যাচ্ছে যে পাখির কাছে চিঠি লেখার চেষ্টা যেন কেউ না করে,
শুন্য শুন্যালয়
আপনি 6 নাম্বারে মন্তব্য করেছেন আর আমি ১ নাম্বারে মন্তব্য দিবো ভেবেছিলাম যে এইবার পাখি রে চিঠি লিখুম, খবর্দার আমার পাখির দিকে কেউ জানি নজর না দেয়, হুম্মম
লীলাবতী
পাখি নিয়ে চিন্তার কিছু নেই। যুদ্ধ করতে হবে না। আমি লিখবো পাখির কাছে চিঠি।
মিমাংসা চুড়ান্ত, ব্যাস।
শুন্য শুন্যালয়
পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। @লীলাবতী
ইঞ্জা
মাইচ্চে।
জীবনেও কাউরে চিটি লিখি নাই, নাহ নাহ লিখেছি, বিদেশি সাপ্লাইয়াররে লিখছি কিন্তু তাও তো ফর্দের মতো, এহন কি করি ;(
গাজী বুরহান
এইবার একখান আধুনিক চিটি লিখুম!! কয়া দিলাম।।
শিপু ভাই
আমার হাতের লেখা খ্রাপ ;(
মিষ্টি জিন
অত্যান্ত ভাল উদ্যোগ।
চিঠি কোনদিন লিখিনি। তাতো কি ?
এবার লিখবো।
কিন্তু কাকে? 🙂 🙂 🙂
আমার তুই আছে না !!! \|/ \|/ \|/
নীলাঞ্জনা নীলা
এই সেরেছে চিঠি লেখার প্রতিযোগিতা!
বেশ ভালো উদ্যোগ। কাকে যে লিখবো চিঠি, এখন তো ভাবনাতেই পড়ে গেলাম। ;?
শুন্য শুন্যালয়
তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবা না, কইয়া দিলাম। 🙁 তাইলে কারো কপালে আর পুরষ্কার জুটবে না 🙁
নীলাঞ্জনা নীলা
আমি তো আরোও ডরাইতাছি এইবার কনফার্ম ধরা খামু। 🙁
মৌনতা রিতু
শুন্য, এই পোষ্ট প্রথম দিন পড়েই ভেবেছি নীলাআপুর কাছে সবাই ধরা খাবে। আমি তো তাই লেখারই সাহস পাচ্ছি না। আমি আইজ আপুর সব পুরাতন চিঠির পোষ্ট পড়া শুরু করব তবু যদি কিছু লিখতে পারি।
শুন্য শুন্যালয়
ভাবীজান তুমি এক কাজ করো, নীলাপু রেই হুমকি ধামকি দিয়া একটা চিঠি লেখো। আর তুমিতো গুন্ডা, এই চিঠি মাস্ট সবাইকে পিটিয়ে ছক্কা মেরে দেবে 😀
মিষ্টি জিন
চিঠি প্রতিযোগিতার কঁথা পড়ার পর নীলাপু কঁথাই আমার চোখের সামনে ভেসেছে।
সব পুরস্কার তো নীলাপু নিয়ে যাবে।
;(
আমি তো এসব পারি টারি না।
আমার কি হবে? ;( ;( ;(
নীলাঞ্জনা নীলা
মৌনতা আপু নিশ্চিন্তে থাকো, যতো গর্জে ততো কিন্তু বর্ষে না। মানে হলো একলা মাঠে বহুদিন চিঠি লিখেছি, এখন সকলের মধ্যে বসে লেখার ক্ষমতা আছে কিনা সেটাই ভাবছি। পারবো তো! 🙁
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু তোমার জন্যেও একই কথা। মৌনতা আপুকে যা বলেছি, সেটা পড়ো, তাহলেই বুঝবে আমার অবস্থা। 🙁
শুন্য শুন্যালয়
ব্লগের লেখাগুলো কে কেন পোস্ট বলে এইবার বুঝলাম। এইটা আসলে পোস্টবক্স। কষ্ট করে পোস্টঅফিসে আর না যেতে হয় তাই বুঝি এই ব্যবস্থা! দারুণ উদ্যোগ, কিন্তু একটা চিঠি কেন? আমার অনেক চিঠি লেখার আছে, আমার জন্য নিয়ম কী শিথিল করণ যায় না!
নীলাঞ্জনা নীলা
আগে কও আমারে লিখবা তাইলে তোমারে কয়েকখান চিঠি লেখার জন্য ঘুষ দিমু এই পোষ্টবক্সের পোষ্টমাষ্টাররে। 😀 যদি উনি রাজি না হয় আন্দোলনে নামমু। লিখবা আমারে চিঠি? 😀
শুন্য শুন্যালয়
ওগো সুন্দরী তোমারে চিডি না লেখনই ভালো। যদি সেই চিটি সহ্য না করতে পেরে তুমি লটকে পড়ো 😀
নীলাঞ্জনা নীলা
মাথা খারাপ হইছে তোমার, তোমার গলায় লটকামু-ই না। ইচ্ছাও নাই। 😀
শুন্য শুন্যালয়
আমিতো কচুগাছে লটকাবার কথা বলেছিলাম, তুমি আমার গলা ভাবলে?!! 🙂
নীলাঞ্জনা নীলা
তুমি কচু খাও তো! কচু শাক, কচু ভাঁজি, ভর্তা, কচুর মালাই এসব খাও?
আগুন রঙের শিমুল
শুন্য শুন্যালয় বলেছেনঃ
মার্চ ৫, ২০১৭, ১০:১৯ পূর্বাহ্ন
// তুমিতো গুন্ডা, এই চিঠি মাস্ট সবাইকে পিটিয়ে ছক্কা মেরে দেবে//
:D) :D)
মৌনতা রিতু
আমি এই প্রতিযোগীতায় হারু পার্টি হমু😢 ;(
নীলাআপু তুমি হাতখান ধরো। ইনবক্সে একখান চিঠি লিখে দাও।
মিষ্টি জিন
ঐ আমি তো ভাবতাছি কুইট করমু।
আমি কিছু পারিনা।
;(
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু গো কাইন্দোনা পিলিজ লাগে। কি যে ডর লাগিতেছে গো। 🙁
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী তুমি ভালো করেই জানো তোমার লেখার মান কেমন! তুমি যেভাবে বলছো তাতে আমার অবস্থান যে কোথায় যাবে নিজে বুঝতে পারছিনা। ^:^ ;(
মোঃ মজিবর রহমান
খাইছেরে । আবার প্রতিযোগিতা!! প্রতিযোগিতা না করে পুরুস্কার কদেওয়া যায়না।
দেখি লিখব কাকে ভাবি ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম এবার জমবে খেলা
বট তলা হাট তলায়
এমন একটি আয়োজনের জন্য কর্তৃক্ষকে ধন্যবাদ -{@
অরণ্য
আয়োজনটি ভাল লেগেছে। কিছু চিঠি পড়ব মজা করে। (y)
এক সময় আমাদের খেয়ালী মেয়ের চিঠি পড়তাম। দারুন লাগতো। আমার মনে আছে।
আমার ব্যক্তিজীবনে আমি চিঠি পড়তাম বেশ আয়োজন করে। মনে পড়ল।
আমার ঠিক উপরেই মনির ভাইয়ের মন্তব্য চকচক করছে “হুম এবার জমবে খেলা”।
আমিও আশা করি জমে উঠবে সোনেলা।
উদ্যোগকে সাধুবাদ। (y)
নীরা সাদীয়া
আজকেই শেষ তারিখ? তাহলে কিকরে লিখব? সময় আরেকটু বাড়ানো যায় না?
আগুন রঙের শিমুল
25 মার্চ লাস্ট ডেট
নাসির সারওয়ার
এইডা কিরাম প্রতিযোগিতা! আমিতো বাদ পইরা গেলাম।
একখান বিস্কিট বা চামচ দৌড়ের আয়োজন করলে ডাক দিয়েন।
মেহেরী তাজ
প্রথমেই বলে নেই আমার ফিরে আসার সাথে এই চিঠি লেখার প্রতিযোগিতার কোন সম্পর্ক নাই! পরীক্ষার মাঝে সময় পেলাম তাই এসেছি!
প্রতিযোগী ৩ জন মানে আমি ছাড়া আর মাত্র দুজন হলেই যে লিখবো তাছাড়া আমি শুধুই পাঠক! 😀
লীলাবতী
চিঠি লিখবোই লিখবো। তবে কোনো মডু যেন এই পুরুস্কার না পায়। নিজেরা নিজেরা সব পুরুস্কার নিয়ে যাবে তা হবে না। এমন হলে তেব্র আন্দোলন। কথাটা মনে রাইখেন। :p
মেহেরী তাজ
আপনার সাথে আছি আপনার পাশে আছি!
কিন্তু আপনি মডু চিনেন তো?
আমার জানা মতে আপনও একটা মডুপিঠা!
ব্লগার সজীব
লীলাদি মডুপিঠা? :D)
জিসান শা ইকরাম
এমন হলে হরতাল, অবরোধ, নিজের গায়ে আগুন দিয়ে মরন……… সব সব করা হবে।
সাথে আছি।
মিষ্টি জিন
জ্বলবে আগুন ঘরে ঘরে.. থুক্কু ব্লগে । আমিও সাথে আছি।
নীহারিকা জান্নাত
বিচারকমন্ডলীর নাম জানতে চাই। তারপর ভাবুম ল্যাখন যাইবো নাকি না।
গাজী বুরহান
(y)
আগুন রঙের শিমুল
আমার একটা না পাঠানো চিঠি আছে, বুঝতে পারছিনা প্রকাশ করা ঠিক হবে কিনা ;?
মারজানা ফেরদৌস রুবা
বাহ! সেই কত্তোকাল আগে চিঠি লিখেছি!
রিমি রুম্মান
বাহ ! কতকাল পর লিখবো চিঠি !
উদ্যোগটি, আইডিয়াটি চমৎকার । 🙂
অপার্থিব
ভাল উদ্যোগ। প্রযুক্তির বদৌলতে চিঠি লেখার চল প্রায় হারিয়ে গেছে, এই উদ্যোগের ফলে অনেকে নষ্টালজিক হবে। কিন্ত সমস্যা হল চিঠি লিখবো কাকে?
চাটিগাঁ থেকে বাহার
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে………. \|/
আমি চিঠি খারাপ লিখি না, কিন্তু……………………… ;?
ইকরাম মাহমুদ
কত শব্দের মধ্যে হতে হবে এমন কোনো নির্দেশনা আছে কি?
আবু খায়ের আনিছ
আমার মাথা আউলাইয়া গিয়েছে, কি লিখি কি লিখি।
অনেক সুন্দর একটা উদ্যোগ, বেশ ভালো লাগছে। আশা করি এর ধারাবাহিকতা ধরে রাখা হবে।
ব্লগার সজীব
চিঠি লেখার প্রতিযোগিতায় ব্লগার সজীন অংশ নেবে। যারা ফাকা মাঠে গোল দেয়ার চিন্তায় মশগুল ছিলেন এতদিন তারা একটু সাইড দেন দেখি 😀
আগুন রঙের শিমুল
😀
ব্লগার সজীব
😀
প্রহেলিকা
চিঠি শব্দটা চিটি / চিডি হলো কবে থেকে? অবশ্য অল্প জানা মানুষ আমি। তবে এটুকু বুঝতে পারি ইহা ব্লগ সঞ্চালকের দেয়া ব্লগ কতৃক আয়োজিত প্রতিযোগিতার পোষ্ট। আমার মতো আমজনতার দেয়া কোনো রম্য পোষ্ট নহে।
সোনেলা দিগন্ত বিস্তৃতি লাভ করুক। এটাই কাম্য।
শুন্য শুন্যালয়
ব্লগ সঞ্চালকের পোস্ট হলেও মন্তব্যে সবাই মজাই করছিল, তাই ওভাবে লেখা হয়েছে। কম জানা মানুষ বলেই সিরিয়াস আর রম্যের পার্থক্য ধরতে পারিনাই, দু:খিত।
প্রহেলিকা
দুঃখিত বলে আমাকে লজ্জা দিয়েন না। আবার মনে কোনো দুঃখও নিবেন না। নিজেকেও এই পরিবারেরই একজন মনে করি। আর আপনিসহ আরো কয়েকজনকে এই ব্লগের কর্ণধার হিসেবেই জানি। এটা নিয়ে আর কথা বাড়াবো না। আপনি অথবা অন্য যে কেউ যদি এই মন্তব্যে রাগ করে থাকেন আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী।
শুন্য শুন্যালয়
এই ব্লগের কেউ কর্ণধার নেই, সবাই সমান। আমিও আপনার মতোই পরিবারের একজন। না দুঃখ নেইনি। ভুলত্রুটি যে কারো হতে পারে, আপনারো, আমারও তাই ক্ষমা চাইবার কিছু নেই।
আপনার চিঠি কবে পাচ্ছি? সোনেলার সব ছেলেরা চিঠি লিখবে তারপর মেয়েরা। জেন্টস ফার্স্ট। 🙂
জিসান শা ইকরাম
মোবাইলে প্রহেলিকার মন্তব্য সব ঠিক মত পড়তে পারিনি। ভেবেছি পোষ্টে এমন লেখা। পোষ্টে চিটি/চিডি শব্দ খুঁজে না পেয়ে আবার মন্তব্য পড়লাম। বুঝলাম মন্তব্যে এই শব্দ ব্যবহার করা হইছে। প্রহেলিকার মন্তব্য পইড়্যা তো ডর লাগতাছে 🙁 শুন্য শুন্যালয় এই ব্লগের কর্নধারদের একজন? খাইছে তো, তার সাথে কত রাগারাগি করেছি বিভিন্ন পোষ্টের মন্তব্যে, আমারে যে উনি এখনো ব্যান করে নাই, এটিই তো আমার ভাগ্য।
প্রশ্ন হচ্ছে এই, কারা কারা কর্নধার আমি জানলাম না, আপনি ক্যামনে জানলেন? এটা তো ভিতরের খবর। আপনি ভিতরের খব্র জানেন, এর অর্থ আপনিও কর্নধার শিওর 😀
#প্রহেলিকা
প্রহেলিকা
নিয়মিত হই আর অনিয়মিত হই, সোনেলাব্লগ চিনেছে আজ তিন বছর এক মাস আট দিন। আর এই সময়টা পর্যাপ্ত একটা ব্লগ বা সে ব্লগের ব্লগারদের সম্পর্কে কিছুটা ধারণা করার। সেই ধারণা থেকেই বলা। ব্লগাররাই ব্লগের প্রাণ। তবে অনেকেই থাকে নামধারী ব্লগার, আর কিছু থাকে যারা ব্লগের পেছনে শ্রম দেন, মন্তব্য, প্রতিমন্তব্যে, নিজের লিখনীর মাধ্যমে ব্লগকে মাতিয়ে রাখেন। ব্লগের ব্যয়ভার বহনকারী বা ব্লগ পরিচালনাকারী বা কোনো মডারেটরদের একজন হিসেবে কিন্তু আমি “কর্ণধার” বলিনি। আমার দেখা ভুল কি না জানি না, সোনেলা যাদের পদচারণে মুখরিত হয়ে থাকে তারাই ব্লগের কাণ্ডারি। আর এতে যদি আপনি মনে করেন কর্ণধার বলাতে অপরাধ হয়েছে, আমি অবশ্যই সরি।
যাইহোক সঞ্চালকের পোষ্টে কারো মন্তব্যের প্রতি উত্তরে নয়, নিজেই মন্তব্য করেছিলাম। আর কেন মন্তব্যটি করা সেদিকে আর যাচ্ছি না।
শুভিকামনা
শুভিব্লগিং।
আবু খায়ের আনিছ
পড়া হইনি একখানা চিঠিও, সামনে পড়া শুরু করব। এখানে সবগুলো চিঠি আপলোড করে খুব ভালো কাজ করেছেন সঞ্চালক। আপনাকে ধন্যবাদ।
ব্লগার সজীব
যাক অবশেষে প্রকাশের দুইদিন পরে হলেও তালিকায় এসেছে আমার চিঠি 🙂
আমির ইশতিয়াক
বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে বাবার চিঠি (প্রতিযোগিতা)
শিরোনামে আজকে একটি পোস্ট করলাম। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।