(একজনের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে) এখানকার সবচেয়ে ব্যস্ততম দিনে প্রচুর জনসমাগম 'ভাইভাই' নামক রেস্তোরাঁর ঠিক মধ্যিখানে একটি চেয়ারের উপর বসে আছি। হাহাকারযুক্ত নিঃশ্বাস হইহই কলরবের মাঝে আছাড় খেয়ে পড়েছে। এক ছোকরা কিছুক্ষণ পরপর স্থানীয় 'বাংলা টিস্যু' নামক গেজেট দিয়ে আমায় যেন অভিবাদন জানাচ্ছে। 'এক কাপ চায়ের' ফরমাশি জানিয়ে আবারো আড়মোড় ভেঙ্গে বসে আছি। ছোকরা 'চা' [ বিস্তারিত ]