বৃষ্টি এবার কালো-আলতায় ঠোঁট এঁকে ধূন ধরে বসে আছে, সেই ভোর থেকে এই অব্দি! আনন্দ-বেদনার মোহন চৌহদ্দিতে অখণ্ড-অস্পষ্টতায় অ-নগ্ন বিবসনা যোগিনীর মত; বিজুলির ধ্মক-চমক থোরাই কেয়ার করে সে, কিছুতেই সে আজ নাববে না, বিজলিদের শাপ-শাপান্ত কিছুতেই সে মানবে না। চোখ উল্টে ভয় দেখায় বিজলিদের, ভ্রু-নাচিয়ে, চেতিয়ে-ও না কিন্তু, ওয়াশিংটন ডিসির মত চুবিয়ে-ডুবিয়ে দেব, বেঁকে-চুরে [ বিস্তারিত ]