সময়ের ঝরা পাতারা

ছাইরাছ হেলাল ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ০৮:২৬:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

সময়ের তীর ধরে একাকীর বিষণ্ণ চিত্তে হেঁটে যাই
হেঁটে যাই অপরাপর শব্দ-শূন্যতার দিকে
শেষের অজানা সীমান্তে।

সময়-জলে চোখ রাখি, চোখ ডুবাই,
জল ছুঁয়ে থাকি, জল ছুঁয়ে যাই;
টুপ করে সময়-গাছ থেকে ঝরা পাতার মত
টুকরো-সময় পির পির করে সময়ের নদী-জলে
ভেসে যায়, যতদূর চোখ রাখা যায়, তাকিয়ে দেখি
ভেসে যাওয়া পাতারা আর ফিরে আসে না।

আমি ফিরে ফিরে আসি এই সময়-নদীটির তীরে,
অপলক চোখে এই মাদল বর্ষায় রতি-বিমুখ
তড়পানো হৃদয়ে ভিজে যাই, ভিজে যাই,
নহবতের ধ্বনিতে।

১জন ১জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ