আমি তখন নওল কিশোরী কৃষ্ণবর্ণ পূর্ণ যৌবনা। ষোড়শী গ্রন্থে অনুধাবণ করছিলাম বসন্তের রং প্রাণপুরুষের দেখা হবে কবে? মনের আকুলতা উদযাপন করতে বারবার আয়নায় নিজেকে দেখতাম। কাজল চোখে কেমন লাগে? ফ্যান্টাসি গল্পে টিপ আর কাঁচের চুড়ির শব্দ! শুনেছিলাম ভালোবাসায় অনেক সুখ! প্রেমে পড়লে মুখ লাল হয়ে যায় হাত ঘামে, ক্ষুধা লাগেনা। মাটির ঘর স্বর্গ মনে হয়! [ বিস্তারিত ]