স্মৃতিকথা (সোনেলা ম্যাগাজিন ২০২২)

শিরিন হক ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ১১:০০:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

আমি তখন নওল কিশোরী  কৃষ্ণবর্ণ পূর্ণ যৌবনা।
ষোড়শী গ্রন্থে অনুধাবণ করছিলাম বসন্তের রং
প্রাণপুরুষের দেখা হবে কবে?
মনের আকুলতা উদযাপন করতে বারবার আয়নায় নিজেকে দেখতাম।
কাজল চোখে কেমন লাগে?
ফ্যান্টাসি গল্পে টিপ আর কাঁচের চুড়ির শব্দ!

শুনেছিলাম ভালোবাসায় অনেক সুখ!
প্রেমে পড়লে মুখ লাল হয়ে যায়
হাত ঘামে, ক্ষুধা লাগেনা।
মাটির ঘর স্বর্গ মনে হয়!
সোনার কদরের চেয়েও ঢের কদর হয় মনের!

ভাবলাম ভালোবাসার আরেক নাম সুখ!

জীবন, ভাবনা, বয়স,চুল সবই কি এক সময়  বদলে যেতে হয়? আহা কৈশোর!  আহা সরলতা!  আর কতদিন হাতে আছে আমার?

৫৪৮জন ৪৬৯জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ