বিষন্ন আকাশে ঘোর অন্ধকার লাগা মেঘ, দূর থেকে হাত বাড়িয়ে পূর্নিমা পেতে চাই লক্ষ তারার ভীড়, আমি আমার তারাটি খুঁজি। খোলা মাঠে শুয়ে, আকাশে সব কাছের মানুষ গুলো দেখি। দূ.......র থেকে দূরে! চোখ বন্ধ করে নেই সামান্য অবকাশ, আমার আমি বলে কিছু নেই! সিগারেটের সুখ টানে ধোঁয়ায় উড়তে দেখি স্বপ্ন, কুয়াশার মতো [
বিস্তারিত ]