আমার পরম সৌভাগ্য যে ১৯৭১ এ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন রেডিওতে শুনেছিলাম প্রথম প্রচারেই। সরাসরি প্রচার করতে দেয়নি পরদিন শুনেছি। সে কি উল্লাস মুক্তিকামী জনতার আব্বা পাই রেডিও এনে রেখেছিলেন দোকানের সামনে, রাস্তায় বিছিয়ে দিয়েছেন হোগলা( পাটি) শত শত মানুষ হোগলায় বসা দাঁড়ানো তার চেয়ে বেশী অপেক্ষা করছিলেন সবাই কখন ঘোষণাটি আসে কখন বাঁশিওয়ালা বাজাবেন [ বিস্তারিত ]