সুপ্রিয় ব্লগার/ লেখক বন্ধুরা💜💜
আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৩ সেপ্টেম্বর সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষ্যে ম্যাগাজিন বের হতে যাচ্ছে। আপনারা পূর্বেই অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে উৎসব এর আমেজে লেখা জমা দিয়েছেন। সেগুলো থেকে সেরা ও সুন্দর লেখাগুলো বাছাই করা হয়েছে। লেখা বাছাই শেষ, এখন প্রচ্ছদ তৈরির পালা।
আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবারের ম্যাগাজিনের প্রচ্ছদ তৈরি হবে লেখকগনের ছবি দিয়ে। যা সর্বোসম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাই আর দেরী নয় আপনারা যেভাবে লেখায় ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি ক্যামেরা নিয়ে ছবি তুলতে ঝাঁপিয়ে পড়ুন। এবং নিজের সেরা ছবিটি প্রচ্ছেদের জন্য জমা দিন। যার শেষ তারিখ ১০/০৯/২০২২ খৃষ্টাব্দ।
• ছবি স্পষ্ট হতে হবে।
• ফেসবুক এ ” সোনেলা রোদ্দুর ” এর ইনবক্সে ছবি পাঠাবেন।
• ম্যাগাজিন এর জন্য যে ছবিটি ব্যবহার করবেন প্রয়োজনে সেটি দিয়ে আপনার সোনেলার প্রফাইল পিকচারটিও আপডেট করে নিন।
• ম্যাগাজিনজনিত অন্য কোন তথ্য বা সহায়তা দরকার হলে কমেন্টে জানান।
শুভ ব্লগিং 🌹🌹
#সোনেলা_ম্যাগাজিন_২০২২
৩০টি মন্তব্য
জিসান শা ইকরাম
আমার ব্লগের প্রফাইলে দেয়া ছবিতে চলবে?
না হলে তো ছবি তুলতে হবে,
সোনেলা ম্যাগাজিনের সাফল্য কামনা করি।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা! তুলে ফেলুন বস! শুরুটা আপনাকে দিয়ে হোক! তারপর আমরা ফটোসেশানে নেমে পড়ি।।এটাই তো সুযোগ, কি বলেন!! যাই ড্রেস সিলেক্ট করি।।।
রেজওয়ানা কবির
ধন্যবাদ তথ্যগুলো দেয়ার জন্য।
ছবি পাঠিয়ে দিবো সোনেলা ব্লগে।
শুভকামনা রইল সোনেলা ম্যাগাজিনের জন্য।
শুভ ব্লগিং।।।।
রোকসানা খন্দকার রুকু
উহুম! সোনেলা রোদ্দুরে পাঠাবেন।
মোঃ মজিবর রহমান
উত্তম প্রস্তাব। শুভেচ্ছা রইল
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। সোনেলা রোদ্দুর এর ইনবক্সে ছবি পাঠিয়ে দিন। শুভ ব্লগিং 🌹
সঞ্জয় কুমার
ছবির সাইজ কত হতে হবে ?
গুগল ড্রাইভে আপলোড করে এখানে লিংক দিলে কেমন হবে ?
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শুভ কামনা জানাই
সঞ্জয় কুমার
ছবির সাইজ কত হতে হবে ?
গুগল ড্রাইভে আপলোড করে এখানে লিংক দিলে কেমন হবে ?
রোকসানা খন্দকার রুকু
ছবি যে কোনো সাইজ দিতে পারেন। ব্লগ টিম সঠিক সাইজ করে নিবেন। সোনেলা রোদ্দুর এর ইনবক্স এ দিলে ভালো হয়। একই স্থান হতে সংগ্রহ করা সহজ।
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🌹
নাজমুল আহসান
ছবি ফেসবুকে দিলে সেটার রেজ্যুলিউশন নষ্ট হয়ে যাবে। প্রিন্ট করার উপযোগী থাকবে না।
সবচেয়ে ভালো হয়, সঞ্জয়দা যেমন বললেন, গুগল ড্রাইভের একটা শেয়ার্ড ফোল্ডারে সবাই ছবি আপলোড করুন।
রোকসানা খন্দকার রুকু
অনেকের জন্য সেটা ব্যবহার কঠিন মনে হতে পারে, আর সময়ও অনেক কম তাই ইনবক্সে দিলেও সমস্যা নেই।।।ধন্যবাদ।
নাজমুল আহসান
আপনি যদি সমস্যা মনে না করেন, সেটা অন্য কথা। তবে ফেসবুকে শেয়ার করার পর ছবি নষ্ট হয়ে যাবে।
যা-ই হোক, আপনাদের কাজ, আপনাদের সুবিধা।
নাসির সারওয়ার
আমরা সবাই এখন টেকনোলজিতে আটকে আছি। আর এই সামান্য রেজ্যুলিউশনের ব্যপারটা বুজতে পারছিনা। ফেইজবুকের ছবি কোন ভালো পরিবেশক প্রিন্ট করতে চাইবে না তাদের মান ধরে রাখার জন্য।
রোকসানা খন্দকার রুকু
এটি মূল্যবান একটি পরমর্শ। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো 🌹
হালিমা আক্তার
চমৎকার প্রস্তাব। শুভেচ্ছা রইলো।
রোকসানা খন্দকার রুকু
ছবি পাঠিয়ে দিন। ধন্যবাদ আপা।।
দালান জাহান
সোনেলা ম্যাগাজিনের সফলতা কামনা করছি
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাই।
নাসির সারওয়ার
নাজমুল আহসানের সাথে সহমত পোষণ করছি। ভালো মানের ছবি হলে প্রচ্ছেদটা সুন্দর হবে যা পাঠক আকর্ষণও করবে।
সুরাইয়া নার্গিস
দারুন বলছেন আপু, অনেক তথ্যবহুল পোস্ট এটা আমিও জেনে নিলাম।
এখনি তুল তুলতে হবে, এবং সুন্দর ছবিটা পাঠাতে হবে।
আমি ফেসবুকে নেকাব পড়া ছবি দেই কিন্তু আমার লেখা বইগুলোতে কভারে মুখের ছবি দিয়েছি।
সো এটাই সুযোগ অন্তত আইডি নাম না সবাই চেনার জন্য নিজেই ছবি দিতে হবে, না হলে সামনা সামনি কেউ চিনবে না ☺️
রোকসানা খন্দকার রুকু
আচ্ছা দিয়ে দিন পছন্দমতো ছবি। শুভকামনা অশেষ।
সুরাইয়া নার্গিস
জ্বী আপু, ছবি দিয়েছি
কামাল উদ্দিন
সোনেলা দীর্ঘজীবি হোক
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
জয়তু সোনেলা। সোনালী হোক সোনেলার অঙ্গন ।
রোকসানা খন্দকার রুকু
কৃতজ্ঞতা ভাই।
ফারজানা তৈয়ূব
আমিও ছবি পাঠিয়েছি
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
আমিও তো পাঠিয়েছি এট দা ইলিভেনথ আওয়ারে।জানি না যথাসময়ে ঠিক জায়গায় পৌছালো কি না। জয়তু সোনেলা