পাখির ছবি তোলা একটু নেশার মতো, আর তোলার পরে সবাইকে দেখানোও খানিক নেশার মতো। আগের পোস্ট পাখি ও পাখি তে পাখির ছবির সাথে পাখির গান দিয়েছিলাম, এবার ইচ্ছেবদল করে ভাবলাম সোনেলায় পাখি নিয়ে লেখা পোস্ট এড করলে কেমন হয়! কিন্তু পাখি নিয়ে লেখা সার্চ দিতে গিয়ে তো আমি তাজ্জব, এতো লেখা? একটার পর একটা পেজ আসতে আসতে দেখলাম, অন্য লেখা আসতে শুরু করলো, ভাবলাম এই লেখাগুলো কেন আসছে! উত্তর টা একদমই সহজ। পাখি শিরোনামের লেখার পরে যাদের শিরোনামে পাখি না থাকলেও লেখার মাঝে আছে, সেইসব লেখা। পৃথিবীর সুন্দর আর বিচিত্র এই সৃষ্টি নিয়ে কারো কল্পনা বা লেখাই থেমে থাকেনি। এখানে শুধু শিরোনামে পাখি আছে এরকম কিছু লেখা এনেছি। লেখাগুলো নিয়ে দু এক লাইন লিখবার ইচ্ছে ছিলো, বলতে গেলে সব লেখাই আমার পড়া, তবুও ইচ্ছেটা বাদ দিয়েছি। আমি এত কষ্ট করে ছবি তুলেছি ( কারো কারো কাছে অবশ্য সহজ), তা না দেখে লোকে লেখার দিকে বেশি মন দিক একদম চাইনা। (আমি বড্ড হিংসুটে)। পাখি নিয়ে এত বেশি লেখা, তাই অনিচ্ছায় অনেক লেখা বাদ পড়েছে বলে মনে কষ্ট নেবেন না। ছবিতোলা তো সবে শুরু করেছি, অস্থির আর বিরক্ত না করে আমি ক্ষান্ত হচ্ছিনা এত সহজে।
পড়ুয়াদের বলছি, চমৎকার এই পাখির লেখাগুলো কিন্তু সত্যিই চমৎকার। ( শুন্য’স চয়েজ) 🙂
প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৮(জিসান শা ইকরাম)
পাখি (ছাইরাছ হেলাল)
মায়ার পাখি (মেহেরী তাজ)
প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৯ (জিসান শা ইকরাম)
পাখি-শারমিন-বোঝেনা সে বোঝেনা (লীলাবতী)
পাখি পাখি (বনলতা সেন)
পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি (দীপঙ্কর চন্দ)
পাখি আমার একেলা পাখি(বোকা মানুষ)
গাছ পাখির গল্প (আগুন রঙের শিমূল)
মনের পাখি (মেহেরী তাজ)
পাখির ছানা (আবু জাকারিয়া)
উট পাখিরা বুট দিয়ে পায়… স্যুট পরে লোক হাঁসায়।।:p (রম্য কাব্যঃ ইদানিং রাজনৈতিক এবং প্রশাসন)।
সীমান্ত উন্মাদ
আমার পাখিরা (জিসান শা ইকরাম)
এক পাখি (শুন্য শুন্যালয়)
৬১টি মন্তব্য
ব্লগার সজীব
দুটো বাদে আর সবই তো একলা পাখি। এত পাখি কোথায় পান আপু? আমি তো পাখিই দেখিনা আজকাল, দেখি কিছু কাক মাঝে মাঝে।
আপনার দেয়া পাখির ছবির মাঝে কোনটা রেখে কোনটা যে ভাল বলি! ‘ গাছ পাখির গল্প ‘ পাখির ছবিটা কিন্তু আমার লাগবে 🙂 সব লিংকে গিয়ে আবার পড়বো এবং মন্তব্যও করবো। আপনার একটি পোষ্ট দিলেন না কেন আপু? যে পোষ্টে গিয়ে আমি বলেছিলাম, ছবিগুলো নিয়ে আমি একটি ভিন্ন ধরনের পোষ্ট দেবো।
শুন্য শুন্যালয়
কাকের ছবি আছে একটা দিমুনে পরে, ক্যামেরা হাতে নিয়ে আপনিও নেমে পড়েন রাস্তায়, অনেক পাখিই চোখে পড়বে, সম্ভব হলে গাছে চড়ে বসুন। এখানে প্রচুর পাখি, আর এইটুকু একটা জায়গাতে এত ভিন্ন রকমের পাখি দেখে আমি সত্যিই অবাক, নাকি দেশে কখনো চোখ মেলে দেখিইনি কে জানে। এরই মধ্যে ৫ রঙের টিয়া পাখি দেখলাম।
ছবি আপনি যেটা খুশি নিয়ে নিন, আপনার জন্যে সব উড়ায় দিছিতো।
অই পোস্ট দিলে নীচের দুই হিংসুটে আরো লাফিয়ে উঠতো, কারন পাখির পোস্ট হলেও পোস্টের শিরোনাম ছিলো নন্দীর একটি বিকেল। তা আপনার সেই ভিন্ন ধরনের পোস্টের ক’লাইন লেখা হয়েছে এই পর্যন্ত? 🙂
ব্লগার সজীব
পাখি খুঁজতে থাকবো এখন থেকে, আগে কখনো মন দিয়ে খুঁজে দেখিনি। পাঁচ রঙের টিয়া পাখি! কবে দেখাবেন এই টিয়া পাখির ছবি? অপেক্ষায় থাকবো। সময়ই তো পাচ্ছিনা আমি। লেখা হয়নি একলাইনও,তবে ওয়াদা তো ওয়াদা, আপনার ঐ পাখির ছবি দিয়ে পোষ্ট দেবই দেব এরপরে 🙂 আজ ছবি গুলো নিলাম -{@
শুন্য শুন্যালয়
দুই রঙের টিয়ার ছবি আছে, আরগুলো তুলতে পারিনি, অনেক উঁচুতে থাকে ওরা। ব্যস্ত তো আপনি থাকবেনই, কতো কিছু যে সামলাতে হচ্ছে আপনাকে। গাড়ির দোকান, হোস্টেল, দাঁতের চেম্বার এখন আবার ফার্মাসিউটিক্যালস, কিভাবে পারেন এতকিছু ম্যানেজ করতে। দেশে ব্যাক করলে একখান চাকরী দেবেন তো স্মাইল প্লিজ? অবশ্য সেদিন শুনলাম আবার আপনি নাকি বেকার। কাজী খুঁজে পেলেন কিনা, জোড়া লেডিস নিয়ে কী করলেন কিছুইতো জানতে পারলাম না। পাখির ছবি দিয়ে পোস্ট দেবেন সত্যিই তাহলে? অপেক্ষায় তো আমিও রইলাম এখন থেকে। 🙂
প্রহেলিকা
এটা কোনো পোষ্ট হলো? কি অদ্ভুত!!! এটাতো কোনো পোষ্ট হলোই না সাথে উল্লেখিত একটা পোষ্টও ভালো না। ছবিগুলোও ভাল হয়নি। সর্বোপরি পোষ্টের জন্য ডাবল মাইনাস।
পরেরবার থেকে এমন পোষ্ট দেয়ার আগে জানাতে হবে। পাখি নিয়ে পোষ্ট থাকুক না থাকুক শিরোনামে পাখি থাকবেই। আর আমার কোনো পাখির পোষ্ট নেই বলে এভাবে বাদ দিতে হয় নাকি?
কোণায় ফোণায় নিজের পোষ্ট অথবা নিজের নাম না দেখিলে সমালোচনা জারি থাকবে। :@
শুন্য শুন্যালয়
পাখির পোস্ট না হলেও শিরোনামে পাখি থাকবে? 😀 কেন ঘটক পাখি ভাইরে নিয়া পোস্ট দিবেন নাকি? 🙂
দেখুন তো স্মাইল প্লিজের কোন পোস্ট নাই, তবুও কিচ্ছু বলেনাই, দেখুন, দেখে শিখুন। হিংসা খুব খ্রাপ। 🙂
ডাবল মাইনাসে প্লাস হয়, সো আপনার পোস্ট পছন্দ হইছে খুবই ধরে নিলাম।
😀
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু এসব ফাঁকিবাজি পোষ্ট চলবে না, চলবে না। আন্দোলন-মিছিল-শ্লোগান তো দেবোই। ১৪৪ ধারাও জারি করবো তোমার পোষ্টে। :@
পাখীর ছবি আমি তুলিনি? আমার অবশ্য মনে নেই। কিন্তু আমার ছেলের তোলা পাখীর যে একটা ছবি দিয়েছিলাম, তাও তো দিতে পারতে। ;( 🙁 ;( 🙁
যাও এবারে আমার নাম নেই তাই ছাড় দিলাম। কিন্তু তোমার তোলা ছবি দিয়ে নয়তো তোমার লেখা দিয়ে পোষ্ট চাই-ই-চাই। -{@
প্রহেলিকা
হাত তুলে সমর্থন জানাইলাম। 🙁
নীলাঞ্জনা নীলা
ভুল করে ফেলেছি। ছবিগুলো সব তো শুন্য আপুরই। আমি ভেবেছিলাম সবার ছবি।
প্রহেলিকা
ওই ভুল টুল কিছু না, আমাগো পাখি বিষয়ক পোষ্ট নাই বলে আমাগো এভাবে বিতাড়িত করা কি ঠিক হয়েছে???
যতদিন এমন পোষ্টে নিজের নাম না দেখুম মাইনাস দিয়েই যাব, দরকার হলে একলাই আন্দোলন চলবে।
প্রহেলিকা
আমি আপনারে এসে কত সুন্দর সমর্থন জানালাম আর আপনি কি না উনার পক্ষ নিলেন শেষ পর্যন্ত!
নীলাঞ্জনা নীলা
শুধু সমর্থনে আজকাল কিছু হয়না। ঘুষ-টুষ লাগে, বুঝেছেন প্রহেলিকা? 😀
শুন্য শুন্যালয়
ষড়যন্ত্রের অগ্রগতি কদ্দুর কি হইলো জানাইয়েন। 🙂
নীলাঞ্জনা নীলা
প্রহেলিকা আপনাকে সমর্থন কি করে করবো বলুন? আমার তিলোত্তমা সুন্দরীকে দু:খ দিতে পারিনা। বুঝেছেন? 😀
ব্লগার সজীব
ছবিগুলো তো শুন্যাপুরই তোলা নীলাদি।
নীলাঞ্জনা নীলা
ওহো, তাইতো! ধুত্তোর আমি না বুঝিনি।
বড়ো ভুল হয়ে গেলো।
আসলে আজ মনটা মনের কাছে নেই ভাভু বাইয়া।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু স্যরি। কিছু মনে করবে না জানি। তাও এমন ভুল করে ফেলেছি যে স্যরি না বললে স্বস্তি পাবোনা। আসলে মামনিকে খুব মিস করছি। আমার এই যে বেঁচে যাওয়া শুধু ওদের জন্যই। বড়ো টানছে মন বাপি-মামনির জন্য।
ভালো থেকো শুন্য আপু।
শুন্য শুন্যালয়
কিছু মনে করবো কেন, ফাঁকিবাজি ধরছি তোমার তাই খুশি 😀
পাখির ছবি আছে, কিংবা পাখি নিয়ে প্রচুর লেখা এখানে, আসলেই অবাক হইছি। আমারে বছরখানেক সময় দাও, সব ধইরা নিয়ে আসবোনে।
বাপি-মামনি কে মিস করাতো স্বাভাবিক আপু, আমি মিস করতেও ভয় পাই। কিছুতেই আর নিজের মধ্যে থাকিনা তখন।
তুমিও ভালো থেকো নীলাপু।
নীলাঞ্জনা নীলা
ইস ৩২ দাঁত বের করে কত্তো খুশী! একটা হাতুড়ে এনে দেবো নাকি দাঁত ভেঙ্গে?
“পাখী আমার নীড়ের পাখী…” আমার কন্ঠে এই গান শুনলে তোমার হার্ট চোখের সামনে এসে পড়বে। বুঝেছো? :p
একবছর সময় দিলাম, পাখীদের নিয়ে এসো। “পাখীরা চায় আকাশের নীল” জানো তো?
আমার প্রিয় একটা গান তোমার জন্যে। https://www.youtube.com/watch?v=RBKv3cr7OaA
ভালো থেকো মিষ্টি শুন্যতা -{@
শুন্য শুন্যালয়
এই গানতো আমি আগের পোস্টে দিছিলাম, তুমি আমার গান আমারে দাও ক্যান?
হার্ট সামনে আসবে নাকি এটাক হবে? :p
সেবিকার হাতে হাতে বুঝি এখন হাতুড়ি থাকে? নিজের দাঁত তো কোনদিন বন্ধ করতে পারোনা, এখন আমার দাঁতের পেছনে লাগছো। :@
নীলাঞ্জনা নীলা
উফ রে মরণ। এই গান আমার খুব প্রিয়। সেলফোনে আছে। জানো সেলফোনের রিংটোন কি? “যেনো মুঠোর রুমাল সোহাগী লাল…।” তোমার মনের মতো এমন অনেক গান আছে শুনলে মন শুধুই নাচবে।
হার্টরে এটাক আমি ছাড়া আর কেউ করতে পারবে না। আর এ কারণেই হাতুড়ি নিয়েই ঘুরি। সেবিকা এখন সেবা নেয়। 😀
বুঝেছো? আমার দাঁত কত্তো সুন্দর! বন্ধ করমু ক্যান? 😀
শুন্য শুন্যালয়
বিকেলে আমিও আসতেছি হাতুড়ি নিয়া অপেক্ষা করো। এসে যেন দেখি নতুন লেখা দিছো।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তোমার কপালে একটা বড়ো শাস্তি আছে। সময়মতো পেয়ে যাবে। \|/
মিষ্টি জিন
চাতকপখি যেমন বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে থাকে ঠীক তেমনি আমিও তেমনি একটা পাখি দেখার আশায় বৈরুতের আকাশে সারাক্ষন তাকিয়ে থাকি । কবুতর ছাড়া কোন পাখিই চোখে পড়ে না। 🙁
শুন্য আপুর ফাঁকিবাজী পোষ্টে এত্ত গুলো পাখি দেখে পাখি দেখার স্বাধ কিছুটা হলেও মিটেছে।
ফাঁকিবাজী পোষ্ট ভালু পাই :D)
শুন্য শুন্যালয়
;( ফাঁকিবাজি কই? কত্তগুলো ছবি দেখাইলাম 🙁 এখানে প্রচুর পাখি, মন ভরে দেখতে পারি, কিছু পাখিতো খাবার দিতে দেরী হলে আমার জানালায় এসে টোকা দেয় 🙂
পাখি আপনার আকাশেও আছে, আরেকবার তাকিয়ে দেখুন ঠিক দেখতে পাবেন।
আপনার মন্তব্যও আমি ভালু পাই 🙂
ছাইরাছ হেলাল
আপনার পাখনশৈলী অনিন্দ্য অনবদ্য অননুকরণীয়, দ্রুত মেটা ডেটা সরবরাহ করে পুলসিরাত পারের আশু সুব্যবস্থা করে দিন।
আপনার শ্রমিণীয়তায় আর বিস্মিত হই না, উহার সোনাজন বিদিত (সর্বজন বিদিত), আমাদের মনস্তুষ্টিতে তা প্রমাণিত ইতোমধ্যে,
‘হিংসা পরম ধর্ম’ চালু রাখুন জোরসে, জোর কদমে,
তবে কথা হইল,তাই বলে জোর করে গিলিয়ে দিলেন ভাইয়া !! সামান্য কালির আঁচড় ছাড়াই!!
এ অধর্ম সোনেলার সোনারা সইবে, অন্যরা না।
শুন্য শুন্যালয়
সামান্য কালির আঁচড় কি বলছেন? দোয়াতের পর দোয়াত কালি ঢেলে দিলাম, লেখাগুলো সব পড়ুন না, আমি যা বলতে চাই সব কপি করে আগেই মেরে দিয়েছে সবাই 🙁
এইবার ছবির মেটাডাটা–
–ফোকাল সব ২০০ মি।মি।
–F Stop-১০
–শাটার-৮০০/দু একটা ১০০০ ছিলো
–আর ISO ২০০/৩০০
অনেকদিন আগে শাটার প্রায়োরিটিতে পাখির ছবি তোলবার কথা বলেছিলেন, আমি কেন জানি স্বাচ্ছন্দ না। শাটার ফিক্স করলে ISO, F STOP অটো ফিক্স নেয়ার কথা ক্যামেরার, কেন জানি দুএকটা ট্রাই করে দেখি কালো হয়ে গেছে, বুঝলাম না। আর ম্যানুয়াল ঘেটে দেখবার সময়ও করতে পারছিনা, আমি অনেক ব্যস্ত না!!
পুলসিরাত আঁটকে আছে বুঝি? যার যার ব্যবস্থা তাকেই করতে হবে, আমার এখন মরবারও সময় নাই।
রুম্পা রুমানা
বাহ। ভাল্লাগলো পাখি দেখে।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ রূম্পা আপু। 🙂
অপার্থিব
এত পাখি প্রেমী আছে এখানে !! কিছু লেখা পড়েছি আগেই , বাকি গুলো পড়তে হবে সময় করে।
শুন্য শুন্যালয়
কিন্তু ছবি কেমন লাগলো তাতো শুনলাম না, ধুরছাই আর ছবিই দেবোনা 🙁
ছাইরাছ হেলাল
অনেকবার ছবিগুলো দেখতেই হলো, পাখিপ্রেমী না হলে ছবিপ্রেম অটুট।
খাটুনি তো কম দেন নি। কেমনে পারেন (ওম্যান),
সব ভাল তুলতে পেরেছেন এমন কথা বলছি না, তবে একলা পাখিটি অনেক সুন্দর।
অবশ্য শুন্য’স চয়েজ বলে কথা!!
শুন্য শুন্যালয়
এখানকার সবচাইতে বেস্ট ছবি বললে আমি বলবো মনের পাখির ছবিটি। ফোকাসটা শার্প এসেছে বেশ।
সুন্দরের পাশাপাশি কোনটা ভালো হয়নি, তাও কিন্তু শুনতে চাই। ভুল না ধরলে কী শিখতে পারবো?
ছবি জমানোর সিন্দুকের ওজন কত বাড়লো সেটাও তো আমরা জানতে পারছিনা।
ছাইরাছ হেলাল
আপনার ভুল ধরব!!
ও আপনি নিজেই বুঝে নিতে পারবেন।
শুন্য শুন্যালয়
জ্বি আচ্ছা, বুঝতে পেরেছি। চেষ্টা করছি নিজের ভুলগুলো থেকে নিজেই শিখে নেবার।
রিমি রুম্মান
ইশ্, আমার উঠোনে কতো সুন্দর সুন্দর পাখি দেখি রোজ ! এখন মনে হচ্ছে কেন যে ছবি তুলে রাখি না ! 🙁
ছবিগুলো সব কয়টিই সুন্দর। আরও সুন্দর যিনি এমন পোস্ট দিলেন, তাঁর মন।
শুভকামনা …
শুন্য শুন্যালয়
আপু এখন থেকে ছবি তুলে রাখবেন আর আমাদের দেখাবেন। বিনিময় তো এমনি করেই হয়, আমারতো যাওয়া হবেনা আপনার ওখানে হয়তো, আপনার উঠান জুড়ে যেই পাখিগুলো আসে তা আমি দেখতে পাবো এমনি করেই।
আপনার মন আরো সুন্দর, স্বচ্ছ আপু। (3
ইঞ্জা
আগামীকাইল ১২ ঘন্টার ইস্টাইক, আপনারা সবাই পাখি নিয়া লম্ফঝম্প করিতেছেন তাইলে আমার কি অইবো আমার তো পাখি নাই তাই কি আমারে ফাকি দিবেন, বড়ই দুস্ক। ;(
শুন্য শুন্যালয়
কী বিপদেই না পড়ছি, আমি পোস্ট উঠায় নিতাছি ভাইয়া, কাইন্দেন না প্লিজ 🙁
ঘন্টা আরেকটু কমানো যায়না ভাইয়া, একটু যদি ভেবে দেখতেন।
ইঞ্জা
কিতা ইস্টাইক ডাইকতাম, সকাল হওয়ার আগেই সবাই দোকান পাট খুইল্লা লাইলো, ইস্টাইক গেছে আমার ধান খেতে, আফনাগো আর চিন্তা করা লাগতোনা বুবু লন চা খান। :T
শুন্য শুন্যালয়
হা হা, আজকাল যারা ইস্টাইক ডাকে তারাই আগে চায়ের দোকান খুইল্লা ফালায় ভাইজান 😀
হরতাল শব্দটা কিছুদিন পরে শুধু কাগজে-কলমে থাকবে।
পাখি নিয়া লিখ্যা ফালান, সোনেলার হজ্ঞলেই পাখি প্রেমিক হইয়া যাউক 🙂
মৌনতা রিতু
মুই আজ শুন্যর ভাইরে ভাতে লবন বেশী দিমু। লবন ক্যা, ঝালও দিমু। মোরে ফাঁকি। মুই না হয় পাখির ছবি দেতে পারি নাই। তাই বলে কি একটা পাখি আমার জন্য না ! ;( আইজ থাইক্যা কথা কওন বন্ধ। এই মুই স্পিক্টি নট। -:-
শুন্য শুন্যালয়
ওরে ষড়যন্ত্র, আমার সাথে না লাইজ্ঞা, আমার সহজ সরল ভাইটার উপরে অত্যাচার করবেন? 🙁 আপনার জন্য সুন্দর একটা পাখি বেছে রাখছি ভাবীজান, আমার ভাইরে বেশি বেশি আদর দিলে পাখিটা পাইবেন। আমি কিন্তু নজর রাখতেছি। এবার একটু কথা কন প্লিইইইইজ। (3
আবু খায়ের আনিছ
পাখি নিয়ে তাহলে আমাকেও লেখতে হবে, আমিও হিংসুটে কিন্তু, অন্যের লেখা দেখলেই লিখতে ইচ্ছা করে। সবগুলো লেখা পড়া হয়নি, প্রিয়তে যুক্ত করে রাখলাম, সময় করে সবগুলো লেখা পড়ে নিবো।
শুন্য শুন্যালয়
পাখি নিয়ে প্রায় সবার লেখা আছে, শুধু শিরোনামের গুলো নিয়েছি। লেখো লেখো, এরপর তো দেখি আবার আমাকে পাখি নিয়ে লেখা দিতে হবে 🙂 সময় পেলে অবশ্যই পড়বা, আর আমার “এক পাখি” সবার আগে :p
অনেক ধন্যবাদ ভাইয়া।
আবু খায়ের আনিছ
অবশ্যই আপু, একবার শুধু নিজ নিবাসে ফিরে নেই।
শুন্য শুন্যালয়
নিশ্চয়ই ভাইয়া। ভালো থেকো।
গাজী বুরহান
দ্বিতীয় বারের মত কোন লেখা প্রিয়তে নিলুম। এত ধৈর্য নিয়ে আমি পড়তে পারিনা যে!!!!
শুন্য শুন্যালয়
সময় হলেই আর যখন মন চাইবে তখনই পড়বেন সমস্যা নেই। লেখাতো অনেকগুলো দিয়েছি, একসাথে পড়া সম্ভবও নয়। অনেক ধন্যবাদ আপনাকে।
নাসির সারওয়ার
আমার এত্তু এত্তু পক্ষী হইতে মন চাইছিলো। এই পোষ্ট দেইখা তাহা উল্টা দিকে নিমু কিনা ভাবতাছি।
আমার নাম খানা একখানে লেপটাইয়া দিলে কি খুব বেশী কাগজ খরচ হইতো !!!
শুন্য শুন্যালয়
কেন, আমিতো এইখানে পাখিদের ধমক দেইনি, উল্টা দিক নিবেন কেন? বরং এত সুন্দর পাখি দেখিয়ে লোভ দিলাম, হন হন পাখি হন, এরপরে আপনার নাম, ছবি সব ল্যাপ্টাইয়া দিমুনে। 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পরজমনে পাখি হয়ে আসবার ইচ্ছে আছে আপু ।পৃথিবীর সবচেয় সবচেয়ে সূখী জীব -{@
শুন্য শুন্যালয়
কী করে বুঝলেন সবচেয়ে সুখী জীব? ;? আপনি কী পাখি? 🙂
আপনার ইচ্ছে পূরন হোক।
রায়হান সেলিম
অনিন্দ্য মনও কিন্তু পাখী। কেবলই উড়ে বেড়ায়। ছবিকে জীবন্ত করার হাত সকলের থাকেনা। আপনার আছে।
শুন্য শুন্যালয়
এতো সুন্দর একটি মন্তব্যের উত্তর দিতে এসে ঘুরে গিয়েছি কএকবার, লিখতে পারছিনা। আমাদের মনটা অই পাখির মতোই উড়ে বেড়ায় বলেই আমরা পাখিকে দেখি, ফুল, সমুদ্র আর পাহাড়ের কাছে যাই। মানুষই বড় বিষ্ময়। আপনার মন্তব্যটা পরম যত্নে রেখে দিলাম স্যার। -{@
রায়হান সেলিম
আবেগের নদীতে আকাঙ্খার জল যত্ন পায় বলেই তো আপনার লেখায় এতো ধার!
নীলাঞ্জনা নীলা
স্যার এই মেয়েটি দারুণ লেখে, ফটোগ্রাফিও। আরোও আছে গান, স্কেচ। আর দারুণ মেমোরি, সবাইকে চমকে দেয় বিভিন্ন গিফট দিয়ে। আমি শুন্য আপুর নাম দিয়েছি তিলোত্তমা সুন্দরী। মানিয়েছে না নামটা? বলুন না স্যার।
শুন্য শুন্যালয়
নীলাপু ভালো হচ্ছেনা 🙁 লজ্জায় ফেলছো কেন আমাকে?
তিলোত্তমা নাম তো সুন্দর হবেই, কে দিয়েছে দেখতে হবেনা? জামার কলার নাড়াও দেখি। 🙂
নীলাঞ্জনা নীলা
সেটাই কে দিয়েছে দেখতে হবেনা?
জামার কলার শুধু না, মাথার ঝুটিও নাড়াচ্ছি। 😀
ইলিয়াস মাসুদ
পাখির ছবি আমার অসম্ভব প্রিয়,কোথাও পাখির ছবি দেখলে চোখ ফেরাতে মন চাই না,তেমন আপনার ছবি গুলোও, একের চেয়ে এক সুন্দর,এই ধরনের ছবি তলা খুব কষ্টের,ক্যামেরা ল্যান্সে সঠিক করে আনতে সময় পাওয়া যায় না, আবার সময় কিছুটা হলেও সাব্জেক্টের মুভমেন্ট থাকে যার কারনে সেন্সর অনেক সময় নিয়ে নেয়,তার পরেও সবচেয়ে কঠিন যাটা তা হচ্ছে সাব্জেক্টের সঠিক পজিশন পাওয়া, সব মিলিয়ে এত গুলো পাখির ছবি আমার কাছে রিতিমত তাক লাগানোর মত।সব ছবি গুলোই অনেক দূর থেকে নেয়া, তার মুধ্য মনের পাখি টার ক্লিয়ারিটি অসাধারন হয়েছে, সময় করে ছবি তুলুন।
গান গুলো দারুণ …………।।
শুন্য শুন্যালয়
গান কোথায় মাসুদ ভাইয়া? এই পোস্টে সবার পাখি নিয়ে লেখা। 🙂
পাখির ছবি তুলতে নেশা জমে গেছে, প্রায়ই তোলার চেষ্টা করছি। ম্যাগপাই ছাড়া সব পাখিগুলো শুধু পালায়।
ছবিগুলো আস্তে আস্তে ফেবুতে দেব, এখানে রেজুলেশন কিছু নষ্ট হয়। সাটার ১০০০ এর উপরে রেখে হাই স্পিড মোডে ছবি নেবেন, মোটামুটি মুভমেন্টগুলো ফ্রিজ হয়ে যাবে। আমার হাইস্পিডে ৮ টা করে স্ন্যাপ নেয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট।
আপনিও কিন্তু ভালো ছবি তোলেন ভাইয়া। বরফের সময় কী পার হয়ে গেছে? বরফগাছের ছবি চাই, সাথে পাখি।