আজ থেকে চারশতো বছর পূর্বে, থুক্কু চারশো পোস্ট আগে তিনি সোনেলায় যাত্রা শুরু করলেন। যাত্রা বললে ভুল হবে, বসতবাটি গাড়লেন। সেই যে ৫ বছর সাত মাস আগে ৭১’র জননী নিয়ে এলেন আর তার যাবার নাম নেই। যাযাবরের নৌকা ভিড়িয়ে এখানেই রয়ে গেলেন, এয়ারপোর্টের সোনা উদ্ধার করে, সোনা সোনা হয়ে সোনেলা ব্লগে। নাম তার মনির হোসেন মমি। মমি মানে চিরস্থায়ী কিছু একটা, বাঁচিয়ে রাখবার প্রচেষ্টা।
মনির ভাইয়ের লেখা নিয়ে নতুন করে কিছু বলবার নেই। আমাদের বকা, গালমন্দ খেয়েও উনি লিখেই যাচ্ছেন একটানা। ওনার মতো ধৈর্য্যশীল লেখক যে ব্লগে আর নেই তা সকলেই এক বাক্যে মেনে নেবে।
গুগলী মামা, উইকি আন্টি, ফেসবুক সব ঘেটেঘুটে কিভাবে তিনি এতো এতো তথ্য হাজির করেন, তা তিনিই জানেন।
তার লেখার বিষয়বস্তু খুবই সাদা-সিধে। মানুষ, তার প্রিয় বিষয়, আরো সহজ করে বললে সাধারন মানুষ। সমসাময়িক বিষয়বস্তুর উপর তার প্রচুর দখল এবং জানাশোনা।
মনির ভাইয়ের সবচাইতে যেই বিষয়টি ভালো লাগে আমার, তা হলো উনি মানুষ হিসাবে অনেক অমায়িক। মাটির মানুষ আমাদের মনির ভাই। সোনেলা ব্লগের সব কয়টি মিলনমেলাতেই উনি পরম আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছেন। ব্লগারদের পারস্পারিক সম্পর্ক যে কতোটা জরুরী, তা অনেকেই অনুধাবন করেন না। মনির ভাই ব্যতিক্রম।
আজ সোনেলা ব্লগে তার ৪০০ তম পোস্ট পূর্ন হলো। দ্বিতীয় ব্লগার হিসাবে সোনেলার এই ক্ষুধার্ত ব্লগারকে সোনেলার সকল ব্লগারদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
অনেক অনেক দূর এগিয়ে যাক আমাদের এই প্রিয় ব্লগার, আমাদের অত্যন্ত প্রিয় ভাইটি। শুভেচ্ছা অফুরন্ত….🌹🌹🌹
৪১টি মন্তব্য
রিতু জাহান
প্রথম
প্রহেলিকা
আপনি প্রথম হওয়া যে কথা আমি হওয়া একই কথা! আপনি দুধভাত! আমি প্রথম! মেডেল আমার। 🎖🎖🎖
শুন্য শুন্যালয়
গাঁয়ে মানে না, আপনি মোড়ল @প্রহেলিকা।
প্রহেলিকা
মেডেল না পাইলে কত্তোকিছু কইবেন আপনি!
মেহেরী তাজ
স্বার্থকতা কোথায় সেটা ভেবেই মজা পাচ্ছি। চলতে থাকুক ফার্স্ট সেকেন্ড এর দৌড়…
রিতু জাহান
মনির ভাই সমসাময়িক পোষ্ট থেকে শুরু তথ্যবহুল পোষ্টগুলো এতো চমৎকার করে তুলে ধরেন যে জানার থাকে অনেক কিছু।
দেশের ভালো মন্দ তাকে ভাবায় খুব। ব্লগে সবাইকে আপন করে নেবার এক অসীম ক্ষমতা আছে মনির ভাই এর।
অনেক অনেক শুভকামনা রইলো মনির ভাই। এমন করে হাজার হাজার পোষ্টে আপনি মাতিয়ে রাখুন ব্লগ।
ভালব্সা অফুরন্ত ভাই।
দোয়া করবেন।
শুন্য শুন্যালয়
মনির ভাই হচ্ছে আমাদের ব্লগের সোনেলাপিডিয়া।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় আপুটি।
প্রহেলিকা
প্রিয় ব্লগারের চারশোতম পোষ্টের জন্য অভিনন্দন।
চারশো পৌঁছে যাবে একদিন এক সহস্রে! সেই কামনা করি।
আপ্নাকেও ধন্যবাদ যথাসময়ে এই পোস্ট দেয়ার জন্য। এত্তোদিকে চোখ রাখতে পারেন অবাক লাগে। 🎖 মেডেল একটা আপনার জন্য।
মনির হোসেন মমি
জি ভাই আমিও অবাক হলাম
এতো দ্রুত! মাত্রতো পোষ্ট দিলাম “একজন মফিজ এর সমসাময়িক সাক্ষাৎকার-০২”
আমিও জানতাম না আমি এতো পোষ্ট পোষ্টাইছি।
মাশাল্লাহ্
এবার সোনেলা
সোনার ফসল ফলবে।
শুন্য শুন্যালয়
দেখলেন তো মনির ভাই, আমি চাইলেই নামায় ফেলতে পারি, লিখিনা আপনাদের কী হবে এই ভেবে!! 😉 😉
শুন্য শুন্যালয়
মনির ভাই এর জন্য শুভকামনা।
বেশীদিকে চোখ রাখতে হয়না, আমার মাথার চারদিকেই চোখ। হাওয়ার মেডেল নিয়া কী করুম?
আরজু মুক্তা
আপনি তো অণুপ্রেরণা!
শুন্য শুন্যালয়
মনির ভাই এর ধৈর্য সত্যিই অনুপ্রেরনার।
মনির হোসেন মমি
আসলে কি বলব!আমি খুব আবেগী মানুষ।এমন ভালবাসায় চোখে আনন্দ অশ্রু এসে যায় আপনা আপনি।এই সোনেলায় যাদেরকে আমি পেয়েছি তারা প্রত্যাকেই খুব ভাল মনের মানুষ।আমি খুব কাঁচা হাতের লেখা দিয়ে শুরু করেছি,ব্লগের সবাই আমাকে লেখার বিভিন্ন দিক দিয়ে আলোচনা সমালোচনা করে আমাকে আজ এই পর্যায় নিয়ে এসেছেন।আমি ব্যাক্তিগত ভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী হলাম সোনেলা ব্লগ এর প্রিয় দুই বন্ধু জিসান ও হেলাল ভাইয়ার নিকট।তাদের বড় ভাইয়ের ন্যায় ভালবাসায় আমি ধন্য।
অনলাইন জগতে কেবল সোনেলাতেই আমি স্থায়ী ভাবে বসতি স্থাপন করি কারন একটাই এখানে মমতার বন্ধনে আবদ্ধে ছিলাম সব সময়।ব্লগটা আমার কাছে এখন এমনও মনে হয় যেন নিজ সন্তানও তেমন নয়।মাঝে সময় একবার এক ক্যাচালে সূর উঠেছিল “ব্লগটা বন্ধ হয়ে যাবে”।তখন মনের ভিতর এক হাহাকারের ধ্বনি মুচর দিয়ে উঠে,কেন যেন প্রায় বেশ কয়দিন মন কোথাও বসাতে পারিনি তখন আজকের এ জমজমাট ব্লগারদের আড্ডার অনেকেই বিভিন্ন ব্যাস্ততায় ব্লগ থেকে দূরে ছিলেন।এক সময় সব ঠিক হয়ে আসল।আবারো মন হল চাঙ্গা।লিখতে শুরু করি।তাই এ সময়ে
আর কিছুই লিখতে পারছি না…তবে অনুরোধ থাকবে ব্লগটা যেন কখনো বন্ধ না হয়,প্রজন্মের পর প্রজন্মরা যেন ব্লগটা সচল রাখেন এই আবদার রইল ব্লগ কর্তৃপক্ষের নিকট। ভাল থাকবেন সবাই।শুভ কামনা।শুভ ব্লগিং।
শুন্য শুন্যালয়
আপনারা যতদিন আছেন, ততোদিন ব্লগ বন্ধ হবে কী করে ভাইয়া? উত্থানপতন সব জায়গাতেই আছে, আশার পাশে হতাশাও থাকে। মডারেটররাও মানুষ।
ভালো থাকুন সবসময়। লেখালেখিতে আরো আরো মনোযোগ দিন। সময় নিন সব লেখায়। লেখা শেষ হলে নিজেই রিভিউ করুন। বানান দেখুন, কোথাও কোন শব্দ পরিবর্তন চান কিনা দেখুন। লেখাতো একটি শিল্প, তা যেন শতভাগ হয়। শুভকামনা।
মনির হোসেন মমি
হুম,
নিরন্তর শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ব্লগ আর মনির ভাই, আলদা করে দেখিনি/দেখিনাই।
যা কিছুই হোক আমরা আমরাই, এই কথাটি যাদের জন্য খাটে মনির ভাই তাদের একজন।
এই তো সেদিন একত্রে লিখতে শুরু করলাম, কালে কালে অনেক কাল অবশ্যই, তবে তা শুধু সংখ্যায়।
আপনার মট আমরাও চাই, লেখালেখি চালু থাকুক নিজ মহিমায়, আমরা থাকি আমরা হয়েই।
আপনার সুস্বাস্থ্য কামনা করি, আর কামনা করি সু-কলম!!
অবশ্যই ধন্যবাদ আপনাকে।
মডু ভাইয়াকে শুভেচ্ছা, শতেক (ভুয়া) ব্যস্ততায়-ও কাজের কাজী হয়েই বিরাজিত!!
শুন্য শুন্যালয়
আসলেই ভূয়া ব্যস্ততা। আপনার মতো ব্যস্ত আর থাকতে পারলাম কই!!
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ভাইটি।
তৌহিদ
মনির ভাইয়ের লেখাগুলি সমসাময়িক বিষয় নিয়ে লেখা যা আমার খুব পছন্দের। মাত্র ১১ মাসেই তিনি আমাকে আপন করে নিয়েছেন। এটা মনে রাখার মত।
শুভকামনা রইলো ভাই।
শুন্য শুন্যালয়
মনির ভাই সবাইকেই আপন করে নিতে পারেন দ্রুত। আপনাকেও শুভেচ্ছা তৌহিদ।
মনির হোসেন মমি
ভাল মনের মানুষদের মধ্যে আপনিও একজন যার কারনে এতো অল্পতে আপণ করে নিতে পেরেছি।
তৌহিদ
আমি সম্মানিতবোধ করছি ভাইটু।
ইঞ্জা
অভিনন্দন প্রিয় মমি ভাই, আপনার স্তুতি গেয়ে তো শেষ করতে পারবোনা, তাই শুধু বলি আপনি আমাদের অনেকের আদর্শ হয়ে উঠেছেন, ব্লগার হলে আপনার মতোই সোনেলাকে ভালোবাসতে হবে, আম্মাকে হারানোর প্রায় এক বছর পরে ব্লগে ফিরে এসে প্রথমেই আপনার লেখা পাই, বুঝতে পারছিলাম আপনি সোনেলাকে কত ভালোবাসেন ভাই, এভাবেই আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার পিছে।
শুভেচ্ছা ও শুভকামনা। 😍😍
শুন্য শুন্যালয়
আপনিও এই ব্লগের একজন প্রাণ ইঞ্জা ভাই।
ভালো থাকুন সবসময়।
ইঞ্জা
আপু, আমি আমার বোনদের প্রাণ, বাকিটআ সবার ভালোবাসা। 😊
ফজলে রাব্বী সোয়েব
মমি ভাই আপনি আমাদের নতুনদের অনুপ্রেরণা। ভালবাসা নিরন্তর এবং শুভেচ্ছা অফুরন্ত।
শুন্য শুন্যালয়
আপনাকে ধন্যবাদ সোয়েব। শুভেচ্ছা।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ভাইটি।
লীলাবতী
চারশত পোষ্ট হয়ে গিয়েছে মনির ভাইয়ার! মনে হচ্ছে মাত্র সেদিন এলেন এই সোনেলা পরিবারে। অভিনন্দন মনির ভাইয়া।
@শুন্যাপু, এত হিসেব রাখেন কিভাবে? কার কতটা পোষ্ট, কার জন্মদিন কবে, এসব কি লিখে রাখেন আপনি? আপনাকেও শুভেচ্ছা আর এত্তগুলান ভালোবাসা <3 <3
মনির হোসেন মমি
ঠিক তাই মনে হয় এইতো সেদিন।এ ক্ষেত্রে আপনাদের অনুপ্রেরণা ছিলো বলে তা সম্ভব হয়েছে।ধন্যবাদ।কৃতজ্ঞ ব্লগ কর্তৃপক্ষ।
সাবিনা ইয়াসমিন
অভিনন্দন মমি ভাই। দোয়া করি চারশো থেকে চার হাজার পোস্টের মালিক হোন। আমাকে এই উপলক্ষে কিন্তু চারটা মিষ্টি খাওয়াতে হবে। কবে খাওয়াবেন তাড়াতাড়ি ডেট ফাইনাল করুন। চারদিন আগের থেকে ভাত–পানি খাওয়া বন্ধ রাখবো 😜😜
@ শূন্যকেও অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট দেয়ার জন্যে। আন্তরিকতা আর অনুপ্রেরণা দেয়াতে আপনার জুড়ি নেই। আমিও এমন একটা পোস্ট চাই। আমার চল্লিশতম লেখা উপলক্ষে। না দিলে কিন্তু অনুপ্রেরণার অভাবে লেখা বন্ধ করে দিবো। মনে থাকে যেনো। 😂😂
মনির হোসেন মমি
মাত্র চার হাজার পোষ্ট! খুব কম দোয়া কইরালাইছেন লক্ষ কোটি হলে না ভাবতাম মিষ্টি খাওয়াবো কি খাওয়াবো না।তবুও বোনের আবদার ফালাই কি করে! আচ্ছা জানাবোনে।
শুন্যআপুকে অসংখ্য ধন্যবাদ।
মেহেরী তাজ
অভিনন্দন ,শুভেচ্ছা
লিখুন লিখুন আরো আরো আরো লিখুন। ভালো থাকুন…
মনির হোসেন মমি
সব আপনাদের দোয়া অনুপ্রেরণা।ধন্যবাদ।
মাহমুদ আল মেহেদী
মনির ভাই; অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন। একই এলাকায় আমরা দুজন বলে গর্ববোধ করছি।
আর এত সুন্দর করে আসাধারন এই মানুষটাকে, শূন্য আপু তাঁর লেখনিতে ফুঁটিয়ে তুলেছেন তা সত্যিই বিস্ময়।
মনির হোসেন মমি
ধন্যবাদ মেহেদী ভাইয়া।অবশ্যই আমরা একে অন্যের।
শুন্য শুন্যালয়
মেহেদী, আমাকে নিয়েও আপনি এমন করে লিখেন প্লিজ যেদিন আমার চারশো হবে, আজ থেকে চারশতো বছর পরে :/
মাহমুদ আল মেহেদী
আমিন।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই অভিনন্দন।
আরোও সামনে এগিয়ে যান আপনি, আরোও সমৃদ্ধ করুন আমাদের সোনেলা’কে।