শূন্যভ্রমণ ১

শুন্য শুন্যালয় ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ০৭:১০:৫০অপরাহ্ন ছবিব্লগ ৬৫ মন্তব্য

সিডনি থেকে ৯০ কিমি দূরে উলংগং শহর। দ্বিতীয়বারের মতো এ শহরে আসা। গতবছর সিডনি যাবার শুরুতেই যখন এ শহরে পা রাখি, আমি নিজেকে একদম বেঁচে দেয়া যাকে বলে, দিয়ে দিয়েছি এই শহরকে। পৃথিবীর অলিগলিতে এর চাইতেও সহস্রগুন সুন্দর জায়গা আছে জানি, তবুও পাখি যখন মাত্র উড়তে শেখে, গাছ ছেড়ে একটু নদীর উপর উড়ে গেলেই তার কাছে নদী হবে প্রথম আশ্চর্য। উলংগং শহরটিকে নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছে আছে, আপাতত ভ্রমণের টুকরো কিছু স্ন্যাপ শেয়ার করলাম।


১. অস্টিনমার বীচ।
জলের উপর নীল ভাসে, অথবা নীলের উপর জল; আসমুদ্র হাহাকারে সময় চলে,
অথবা আমরা সময় চালাই।


২. ইলাওয়ারা লেক।
পর্যটকের বুকের ভেতর সাত সমুদ্র তেরো নদী।


৩. অস্টিনমার বীচ।
মানুষ এক বিরল প্রজাতি, যারা মাছ, পাখি সব হতে চায় আবার সব ধরে ধরেও খায়।


৪. বুলাই লুকআউট।
মেঘ ছুলে আঙুল কাঁটেনা, তবে মেঘ ঢুকলে বুকের পাঁজর কাঁটে।


৫. হিল সিক্সটি লুকআউট।
সমুদ্র প্রেমের চাইতে মনুষ্য প্রেমেই উত্তাপ বেশী,
এখানে সূত্র না মেনেই চলে স্নান, সার্ফিং, নৌকাবাইচ।


৬. হিল সিক্সটি লুকআউট।
নীলের বিস্তারে পাল তুলুক বিষ, চুমুকে চুমুকে ঠোঁটের পারদে উঠুক উত্তাপ অক্সিজেন।


৭. স্টুয়ার্ট পার্ক।
ভীষণ একলা লাগা এক আলোর দ্বীপে, শত সহস্র একারা ঘুরে ফিরছে,
তাদের কারো কারো হাত অন্য হাতে মুষ্টিবদ্ধ, কারো হাত ছুঁয়ে আছে অন্য শরীর,
অথচ সবাইকে “একার” ক্লোন বলে ভ্রম হচ্ছে।


৮. মাউন্ট কিয়েরা লুকআউট।
যতো উপর থেকে দেখবে, সবকিছুই পেয়ে যাবে একসাথে, অথচ বুঝতেই পারবেনা,
তুমি কিছুই পাচ্ছোনা।


৯. ব্রেকওয়াটার লাইটহাউস।
আলো দেখাও? অন্ধকার? জল ফুঁড়ে ঢেকে দাও পেছনের দাগ?
ঘরের মধ্যে ঘর বানিয়ে করো কষ্টের চাষ?


১০. ব্লোহোল, কায়ামা।
সবুজ, নীল, কালোর জগাখিচুড়ি পাকানো মন যখন নিজেই বিপর্যস্ত,
নিজেকে না চিনতে পেরে।


১১. পোর্ট ক্যাম্বলা
বিপণন কেন্দ্র গুলোতে যখন মানুষের ঢল নামছে,
তখন কোন এক একা মানুষ খুচরো স্বপ্ন বিক্রি করছে ঢেউ এর দামে।


১২. স্ট্যানওয়েল লুকআউট
পাহাড় আমায় ডাকছে। অন্তরে ভবঘুরে, বাহিরের পাখি খাঁচায় বসে কাঁদছে।


১৩. ব্লোহোল, কায়ামা।
দৃশ্যরা ছবি হয়ে উঠলেও, ছবি আর কখনো দৃশ্য হয়ে ওঠেনা, তা হয়ে যায় ক্ষত,
আনন্দ অথবা কষ্টের।

১৫৬৫জন ১২২২জন
0 Shares

৬৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ