পাখিগুলো খুব ছটফট করছে ল্যাপটপে বসে। অস্থিরতায় আমাকে ছাড়িয়ে। বললাম ছেড়ে দেবো, উড়িয়ে দেবো তোদের সোনেলায়, শর্ত হচ্ছে সবাইকে একটা করে গান শুনিয়ে যেতে হবে। তারা তো সব্বাই এক পায়ে খাঁড়া। হতচ্ছাড়া, স্বার্থপর পাখিগুলো শুধু পাখি নিয়েই গান গাইতে শুরু করলো। চুপ একদম চুপ, ফের যদি এই কর্কশ কন্ঠে আর গান শুনিয়েছিস!! কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে, তারা তখন টিউনের হাইপারে—-(জিসান ভাইয়ার বানানো পঁচা ভিডিওর গানটা দিয়েই তাদের শুরু করতে হইলো?) ^:^
যদি বনের পাখি পোষ না মানে মনেরই ঘরে, যাক না উড়ে—
পাখিরে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়
ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রানে সয়না
পাখিরা চায় আকাশের নীল, কবিতা যায় ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে।
সোয়া চাঁন পাখি আমার, আমি ডাকিতাছি তুমি, ঘুমাইছো নাকি?
পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন।
ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালী আকাশ
আমার সোনার ময়না পাখি, কোন বা দেশে গেলা উইড়া রে, দিয়া মোরে ফাঁকি রে
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে
৪৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
পাখির রূপে তো মুগ্ধ হয়ে গেলাম।
পাখি দেখবো নাকি গান শুনবো!
আগে পাখিই দেখি 🙂
তা, জিসানের পচা গানটা দিয়ে শুরু না করলে কি চলতো না? ;?
শুন্য শুন্যালয়
দেখেন, শোনেন। শুনতে শুনতে দেখেন, দেখতে দেখতে শোনেন।
আমিওতো সেই কথাই কই, এই গান দিয়াই শুরু করলো পাখিগুলা? জিসানের পাখিপ্রেমের কথা এদের কাছে পর্যন্ত চলে গেছে মনে হয়, এই জন্যই এই স্বজনপ্রীতি 🙂
জিসান শা ইকরাম
আমার পাখি নিয়ে শেষ পর্যন্ত টানাটানি শুরু করলেন আপনি? তীব্র প্রতিবাদ।
ইদানিং কাঞ্চি হাতে হঠাৎ কেউ কেউ ছিনতকাইকারী হিসেবে আত্মপ্রকাশ করলো কিনা বুঝে নেই আগে।
শুন্য শুন্যালয়
জোর থাকলে আপনার দিকে নিন না, প্রতিবাদে কী হবে!
কঞ্চি হাতে দখলদার তাড়াবো, ছিনতাই আমি ভালোবেসেই করতে জানি। বোঝা গেলো?
জিসান শা ইকরাম
হ্যাঁ বোঝা গেলো,
তবে পাখিদের আপনি নিয়ে ভালোই করেছেন,
আমি পাখির এমন ছবি তুলতে পারিনা, ভুলে যাই ছবি তুলতে,
পাখির রূপে আর প্রেমে এমন মগ্ন হই যে ছবিই তোলা হয়না।
সেরা পছন্দের দুটো পাখি তো দিয়ে দিলেন একজনকে,
সে দুটো তো আর আমি পাবো না, কি আর করা,
” পাখিরে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়’
‘ যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো’
‘যদি বনের পাখি………’
‘ একা পাখি বসে আছে সঙ্গীবিহীন।’
এগুলো বেশ ভাল লেগেছে।
পাঠশালার পাখিরা সব উল্টো মুখী কেন? উল্টো দিকে তাকিয়ে শিক্ষার এ কোন তরিকা আবার?
আপনার ছবি এবং গানের সংগ্রহশালাকে আমার সংগ্রহে নিলাম, মাঝে মাঝে গান শুনা যাবে, পাখির গান।
শুভ কামনা,
শুন্য শুন্যালয়
আপনি ছবি নিয়ে কী করবেন? আপনাকে জ্যান্ত একটা পাখি কিনে দেবোনে, শুধু বেশি রূপে প্রেমে মগ্ন হওয়া চলবেনা।
হা হা, অই ছবিটা আমি অভিমানী ক্যাপশান দেব বলে ঠিক করে রেখেছিলাম অনেকদিন আগে, ভুলে গিয়েছিলাম, পাঠশালার জন্য আরেকটা ছবি, যেখানে অনেকগুলো পাখি আছে অইটা দিতে চেয়েছি, ভুলে এইটা দিয়ে ফেলেছি। কী আর করা। পাঠশালায় দুইজোড়া কাইজ্জা বাঁধাইয়া মুখ ফেরায় রাখছে। 🙂
ইঞ্জা
বাহ দারুণ সব পাখি, কয়েকটা চিনেছি আর বাকিদের চিনিনা বিধায় নাম জানানোর দাবী রেখে গেলাম আর জিসান ভাইজানের পচা গান কই, বাজলো নাতো? :p
শুন্য শুন্যালয়
এই সেরেছে ভাইয়া, আমিওতো নাম জানিনা, শুধু ম্যাগপাই, ঘুঘু এই দুইটার নাম জানি। খোঁজ দ্যা সার্চ দিয়ে দেখি, তারপরে জানাবোনে। 🙂
ভাইজানের গান শুনতে হলে, ভাইজানের বটগাছ তলায় যেতে হবে আপনাকে, শুনেছি তিনি বিরাট গাতক। এইখানে তাহার গুনের একটা ঝলকমাত্র দেখা গেছে, গান শুনতে পাননি? আরেকবার ক্লিকান। 🙂
ইঞ্জা
আচ্ছা আবার ক্লিকাইতেছি। 😀
শুন্য শুন্যালয়
🙂
মিষ্টি জিন
গান,কবিতা দিয়ে আমি ও একটা ছবি ব্লগ দিতে চাইছিলাম..
‘ পাখি তুই খাচা ভেংগে আমার কাঁছে আয়’ এই খানে ‘আমি বন্দী করাগারে’ দিলে কেমন হোত ? :p
গান এবং পাখি গুলোর ছবি ভাল লেগেছে।
শুন্য শুন্যালয়
আরে আপু মজার ব্যাপার হলো, অই ছবিটা দেখে আমারো ঠিক এইগানটাই মনে এসেছিল, কিন্তু পাখি পাখির গান গাইবে তাই পরিবর্তন 🙂
গান কবিতা দিয়ে ছবিব্লগের জন্য অপেক্ষা অবশ্যই শুরু করলাম, জিন আপুর লেখা বলে কথা। শিঘ্রই দিন।
মৌনতা রিতু
খুব সুন্দর। চমৎকার। এই পোষ্টির জন্য অনেক ভালোবাসা রইল।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাবীজান। আপনার ভালো লাগা ননদিনী কে উৎসাহিত করলো। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পাখিতো নয় যেন হুর পরি
আপনাকেতো আমি আগেই গুড ফটোগ্রফার হিসাবে স্বীকৃতি দিয়েছি….এত সুন্দর সুন্দর ছবি এখন কি উপাদি দিবো তাই ভাবছি….পেয়েছি সোনেলার সিনিয়র ফটোগ্রাফার।গানটিও চমৎকার। -{@
শুন্য শুন্যালয়
হুরপরী? 😀
সিনিয়ার ফটোগ্রাফাররা আরো অনেক ভালো ছবি তোলে ভাইয়া, তবে আপনি বলছেন শুনতে মন্দ লাগছেনা। গানতো অনেকগুলো ছিলো, সবগুলোই পুরনো দিনের, তাই ভালো লাগবেই। ধন্যবাদ ভাইয়া।
ইকরাম মাহমুদ
শর্ত ছিল,সোনেলায় গান করবে পাখিরা। ছবির সাথে গানের কথাগুলো পড়তে গিয়ে নিজেই গেয়ে উঠলাম অজান্তেই।
শুন্য শুন্যালয়
এবার আমরা আপনার গান শুনতে চাই ভাইয়া, কবে শোনাবেন? 🙂
ইকরাম মাহমুদ
যেদিন আমি পাখি হব।।
শুন্য শুন্যালয়
তবে তো ভাইয়া আমি ক্যামেরাম্যান হয়ে আপনাকে থামিয়ে দেব ধমক মেরে। 🙂
প্রহেলিকা
বাহ্ কি সুন্দর ছবি তুলেন, এমন করে ক্যাম্নে ছবি তুলে বুঝিই না। জীববনেও এমন একটা ছবি তুলতে পারবো না। না পারলেও সমস্যা নেই আপনি আছেন না, তুলে তুলে দিবেন আর আমার মতো যারা আছে তারা দেখবে। আরো আরো দিন পাখির ছবি।
গান দু তিনটা শুনেছি, ভাল লেগেছে।
আর্জি আছে একটা, যদি কখনো সুযোগ পান পোড়া পালকের ছবি তুলে দিবেন। পোড়া পালক ভালো লাগে (কেন ভাল লাগে তা জানতে চাওয়া যাবে না)
শুন্য শুন্যালয়
মানা যখন করেছেনই তখন তো জিজ্ঞেস করতেই হয়, পোড়া পালক ভালো লাগে কেন? 🙂
পালক পেলে কী ম্যাচ জ্বালিয়ে খানিকটা পুড়িয়ে তারপর ছবি তুলবো? 🙂
গান সব পুরনোদিনের, সব গানই ভালো লাগে আমার। ছবিতো ছিলোই, আপনারা বিরক্ত হন কিনা ভেবে আর দেয়া হয়নি, দেবো কখনো।
নীলাঞ্জনা নীলা
“পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি
আকাশ কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি।”
একেকটি ছবি দেখছি আর এই গানটিই মাথায় ঘুরছে। তোমার ছবি তোলার হাত নিয়ে নতূন করে আর বলার কিছুই নেই আপু।
“যতো দেখি তৃষ্ণা মেটেনা…।”
দেখো শুন্য আপু সব সইবো, কিন্তু নানার নামে পঁচা কথা সইতে পারবো না। একমাত্র আমি-ই বলার অধিকার আছে। :@
শুন্য শুন্যালয়
পাখি নিয়ে অনেক অনেক গান, তখন মাথার মধ্যে যা এসেছে তাই দিয়ে ফেলেছি। আসলেই এই গানটাও তো প্রায়ই গুনগুন করি, তখন কেন মনে পড়লোনা কি জানি! আমার প্রশংসা কী না করে পারবা!! 🙂
আবু খায়ের আনিছ
দেখলাম পাখি, এগুলো আমি কত দেখি গ্রামে গেলে। শুধু দোয়েল দেখতে পাই এখন কম। হা হা হা
আবু খায়ের আনিছ
ছবিগুলো খুব ভালো হয়েছে আপু। উপরের মন্তব্য শুধুই মজা করার জন্য।
শুন্য শুন্যালয়
তুমি একা একা দেখো বলেই তো প্রতিবাদস্বরূপ এই পোস্ট দিলাম 🙂
ছবি ভালো না বললে খবরই ছিলোনা!! থাংকু ভাইয়া।
আবু খায়ের আনিছ
:D) :D)
শুন্য শুন্যালয়
🙂
ইলিয়াস মাসুদ
ইস আমারো যদি এমন সব ছবি থাকতো !!
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, আর সোয়া চান পাখি আমারে তো আসহ্য করে দিল !!
বাসায় গিয়া ক্যাম্রা ট্যাম্রা সব ভাংগ্যালামু
শুন্য শুন্যালয়
ও ভাইয়া, এই কাম ন কইরেন, ক্যাম্রা ট্যাম্রার ন দোষ। মাথা ঠান্ডা করেন, দুইখান ছবি আমি আন্নেরে দিয়া দিলুম। ওক্কে না? পাখির ছবি আপনার পছন্দ দেখেছিলাম দু একটা পোস্টে। আমারো ভাল্লাগে। আপনার স্কেচ দেখলেও আমি এমনই ভাবি। 🙂
ছাইরাছ হেলাল
ছবিতে তো দেখছি হাত পাকাইফেলছেন!!
স্কুল ও চালু করে ফেললেন নাকি?
পাখি-পুখি এখন ল্যাপুতে বাসা বেধেছে? কালে কালে আর কী দেখব কে জানে,
প্রথম যাচ্ছেতাই গানটি বাদে অন্যগুলো মোটামুটি!!
আর একটু ল্যাহা লেইখ্যা দেলে ভালু হইত,
শুন্য শুন্যালয়
ছবিব্লগে অহন থাইক্কা ন ল্যাহালেহি, লেখা খাদক, পাগল কবিমবিদের জন্য এই নতুন সিদ্ধান্ত। কষ্ট কইরা ছবি তুলি, ছবি শুধু দেহন চলিবেক, বোঝা গেলো?
স্কুল কী বলেন, আমি ভার্সিটি চালাই। বেতনে আপনার সাধ্যে কুলাবেনা, আগেভাগেই বলে দিলাম।
শুধু বাসা!! পরিবার-পরিজন নিয়া বসত করে। কালেকালে নাতিপুতিও দেখিতে পাইবেন, থোরা অপেক্ষা।
ছাইরাছ হেলাল
গাল পারেন যত খুশি, বাধা দিচ্ছিনে, ল্যাহা ইট্টু লাগেই, তা আপনিও জানেন।
ছবি তোলায় আবার কষ্ট কী, টিপে টিপে ফটুক!!
আপনার ভার্সিটির সাধ্য না থাকলেও সাধ আপনি আটকাতে পারবেন না, ভাউ।
থোরা কেন বলছেন!! বাড়িয়ে বলেই দেখুন না, অপেক্ষা অপেক্ষা, আহা!!
শুন্য শুন্যালয়
অপেক্ষা এত পছন্দ করলে সাধ বেশিদূর গিয়ে কূল পাবেনা কিন্তু।
আমার হাড়ের সমস্যা দেখা দিছে, হাত উঠিয়ে চুল আঁচড়াতে গেলেও সমস্যা, ক্যামেরা টিপতি গেলেও ভাউ, আকাশের দিকে আর কতক্ষন চাইয়া থাকা যায়!!
গালিতো সব আপনার কাছে।
অনিকেত নন্দিনী
এত্ত চমৎকার সব ছবি! দেখলেই মন ভালো হয়ে যায়। ছবির সাথে গানের কথাগুলিও দারুণ মানিয়ে গেছে। খানিক হিংসিতও বোধ করছি। আমার ছবি তোলার হাত একদমই ভালোনা। ^:^
শুন্য শুন্যালয়
আমার ক্যামেরাখান তো দামী :p তবে, আমার মোবাইলের ছবি আমার বেশি ভাল্লাগে।
শুরুর দিকে ছবিব্লগ যা দিতাম আপু, এখন সেগুলো দেখলে বেশ মজা লাগে, কি জ্বালাতনই না করেছি সোনেলাবাসীকে, তবুও সবাই উৎসাহ দিয়ে গেছে। আপনিতো মনেহয় সবসময় তোলেন না আপু, তুলতে তুলতে নিশ্চয়ই ভালো হবে আরো। এখন থেকে যা তুলবেন দেখাবেন আমাদের। 🙂 আমিওতো আপনার লেখা দেখে হিংসা করি, কাটাকাটি।
অরুনি মায়া
সুন্দর পাখিদের সাথে সুন্দর গান, সুন্দর বর্ণনা | ভাল লেগেছে পোস্ট |
শুন্য শুন্যালয়
ধন্যবাদ তোমাকে।
নাসির সারওয়ার
আমি আগের জনমে আমি পক্ষী ছিলাম। পরের জনমেও তাইই থাকতে চাই। তবে “চুপ একদম চুপ, ফের যদি এই কর্কশ কন্ঠে আর গান শুনিয়েছিস!!” শুইন্যা ডরাইছি।
আমি আর পক্ষি হমুনা…।
শুন্য শুন্যালয়
আগের জন্মে আর পরের জন্মের কথা শুনলুম, এই জন্মে পক্ষি নন তাই রক্ষে, নইলে এইসব কর্কশ কন্ঠ এক ধমকেই থামায়া দিমু। এরপর হেভী মেটালের গান ছাড়ি দিমু 😀
অপার্থিব
ছবিগুলো ভাল লেগেছে। গানের কালেকশন আরো ভাল লেগেছে। বাংলা সিনেমা থেকে শুরু করে কিশোর কুমার, অর্ণব থেকে শিরোনামহীন গানের কালেকশন দুর্দান্ত ছিল। পাখি নিয়ে এত গান আছে !!! পোস্ট খান প্রিয়তে নিলাম।
শুন্য শুন্যালয়
পাখি নিয়েতো আরো অনেক গান ছিলো, কিন্তু ধৈর্য্য কমে গিয়েছিল, আর এত দিলে সবাই বিরক্ত হয় কিনা তাই আর দেইনি। তবে যেগুলো দিয়েছি, সবগুলোই পছন্দের গান। অনেক ধন্যবাদ আপনাকে অপার্থিব।
মুহাম্মদ আরিফ হোসেইন
পাখির সাথে পাখির পরিচয় থাকলে ভালো হইতো।
একটু স্মৃতিকথা বলি।
আমি তখন খুব ছোট। মিনা রাজুর কার্টুন দেখে সেই টিয়া পাখির মতো একটা পাখি পোষার শখ হইলো। কিন্তু গ্রামে টিয়া পাখি পাই কই! দোয়েল পাখি, টুনটুনি পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি গাছের মগডালের বাসা থেকেও আমি পাখির ছানা চুরি করে নিয়ে আসতাম।
কিন্তু হায়! পাখি তো কথাও কয় না, শুধু হা কইরা খাইতে চায়! আর কেচ কেচ করে! আমার হাতে সে ছোট কালে গোটা দশেক পাখি শহীদ হয়।
শেষ বার, একটা পাখির ছানা চুরি করতে উঠি একটা মরে যাওয়া গাছে। লাল শালিক ছিলো। যেই না গাছের আগায় উঠলাম ওমনি গাছটা মড় মড় করে ভেঙ্গে পড়ে গেল! পাঁয় ২৫ ফুট উপর থেকে শুকনা গাছ ভেঙ্গে আমি নিচে পড়ে যেন বোবা হয়ে যাই। কি আশ্চর্য! আমার কথা বের হয় না। পরে পায়ের দিকে তাকিয়ে দেখি বৃদ্ধাআঙ্গুলের নখ উল্টে গেছে!রক্ত পড়ছে স্রোতের মতো। তখনই মাগো শব্দ বাইর হইলো! আমি যেন আমার জবান ফিরে ফেলাম!
সেই যে শাস্তি খাইলাম, প্রকৃতির হাতে নাতে শাস্তি! আর কখনো পাখি পোষার সখ জাগে নাই। এখন অবশ্য একটা ময়না পাখি পুষতে ইচ্ছা করে।
শুন্য শুন্যালয়
কথা বলেনা দেইখা পাখি শহীদ করে ফেলতেন? আপনি তো দেখছি একটা মহা বদের হাড্ডি। 🙂
যাক শাস্তি পেয়েছেন হাতে নাতে, একেই বলে ঠেকে শেখা 🙂
পাখির সাথে পাখির পরিচয়? ;? ক্যাম্নে কইরা লিখতে হয়, একটু লিখে ঘটায় দেন দেখি 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
আরে না।
অতি যত্মে শহীদ হইয়া যেত।
আর কয়েকটাকে ঈদুর খেয়ে ফেলছে।
মেহেরী তাজ
আচ্ছা এই তাহলে তোমার পাখিরা? এতো সুন্দর পাখির ছবি কদ্দিনে জমা করেছো? সেদিন কোন পাখিটার ছবি তুলছো বুবু? আমায় বললে না??
এখানের অনেক গুলা গান আমার পছন্দের!
পাখি,গান সব নিয়ে নিলাম…… 🙂
শুন্য শুন্যালয়
বুবু, এইখানের পাঁচটা ছবি বাদে বাকী সব অইদিন তুলেছি, যেদিন তোকে বললাম। পাখির ছবি তোলা একটা নেশার মতো মনেহয়, আবার বের হবো ভাবছি।
নিয়ে নে, তোর চমৎকার সব পোস্টের বিনিময়ে এইসব পঁচা পোস্ট দিয়ে দিতে আমার একটুও আপত্তি নেই 🙂
আমার একটা অনেক অনেক প্রিয় পাখির গান মিস হয়ে গেছে বুবু, অই গানটা আমার প্রানের গান, অথচ সেদিন মনে পড়েনি। রুনা লায়লার, পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে হবে অচেনা। কিভাবে যে মিস করলাম এইটা। 🙁
পিচ্চি বুবু, একটা পোস্ট দে না। (3
মেহেরী তাজ
একদিনে ১০ টা পাখির ছবি? স্বার্থক তোমার সেই দিনের ঘোরাফেরা…. .
আবার যে দিন বের হবে আমায় জানিও। 🙂
হুম তোমার পছন্দের গানই ভুলে গেলে….? পরের বার মনে রেখো!
এটা পঁচা পোস্ট? আচ্ছা পঁচায় হবে আমার…..
খুব ব্যস্ত বুবু। ফ্রী হলেই দেবো।