:D)   :D)   :D)
বাঁদর যদি চাদর পরে
আদর মাখে গায়ে,
ত্যাদড় যে এক ভোঁদড় যদি
দোল দিয়ে যায় নায়ে।।

চড়ুই যদি বড়ই খেয়ে
কড়ই গাছে বসে,
খেয়াল বসে দেয়ালেতে
শেয়ালে গাল ঘষে।।

টুকুর টুকুর করে কুকুর
পুকুর পাড়ে গেলে,
জোড়ায় জোড়ায় কাগজ মোড়া
ফুলের তোড়া মেলে।।

হাতির মাথায় ছাতি ধরে
জ্বাললে বাতি বাসায়,
উট পাখিরা বুট দিয়ে পায়
স্যুট পরে লোক হাঁসায়।। \|/ \|/

ল্যাং মেরে যায় ব্যাঙবাবাজি
ঠ্যাঙ-ঠ্যাঙিয়ে হাঁটে,
হাঁস এসে রোজ চাষ করা বাঁশ
ঠাস করে তাই কাটে।।

বগল বাজায় ছাগল যদি
পাগল হলে পরে,
লাজ হারিয়ে বাজ পাখি তাই
কাজ করে তার ঘরে।।

ইঁদুর এলে সিঁদুর মাথায়
দুর দিয়ে যায় ঘুরে,
মাদুর পেতে জাদুর বসে
বাদুড় যে যায় উড়ে।।

কি রাফ ভাষা জিরাফ বলে
সিরাপ খেয়ে বনে,
এমনি হাজার আবোল তাবল
ঘুরছে আমার মনে।।

 

৮৩০জন ৮৩০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ