:D) :D) :D)
বাঁদর যদি চাদর পরে
আদর মাখে গায়ে,
ত্যাদড় যে এক ভোঁদড় যদি
দোল দিয়ে যায় নায়ে।।
চড়ুই যদি বড়ই খেয়ে
কড়ই গাছে বসে,
খেয়াল বসে দেয়ালেতে
শেয়ালে গাল ঘষে।।
টুকুর টুকুর করে কুকুর
পুকুর পাড়ে গেলে,
জোড়ায় জোড়ায় কাগজ মোড়া
ফুলের তোড়া মেলে।।
হাতির মাথায় ছাতি ধরে
জ্বাললে বাতি বাসায়,
উট পাখিরা বুট দিয়ে পায়
স্যুট পরে লোক হাঁসায়।। \|/ \|/
ল্যাং মেরে যায় ব্যাঙবাবাজি
ঠ্যাঙ-ঠ্যাঙিয়ে হাঁটে,
হাঁস এসে রোজ চাষ করা বাঁশ
ঠাস করে তাই কাটে।।
বগল বাজায় ছাগল যদি
পাগল হলে পরে,
লাজ হারিয়ে বাজ পাখি তাই
কাজ করে তার ঘরে।।
ইঁদুর এলে সিঁদুর মাথায়
দুর দিয়ে যায় ঘুরে,
মাদুর পেতে জাদুর বসে
বাদুড় যে যায় উড়ে।।
কি রাফ ভাষা জিরাফ বলে
সিরাপ খেয়ে বনে,
এমনি হাজার আবোল তাবল
ঘুরছে আমার মনে।।
১৮টি মন্তব্য
আফ্রি আয়েশা
মোটামুটি সব গুলি পশু পাখির নাম শিখা ফেলছি 😀 । শুভ কামনা 🙂
সীমান্ত উন্মাদ
শিখা ফেলছেন ভালো কথা এবার ফিটা দিয়া জান। ধন্যবাদ এবং শুভাকামনা নিরন্তর। 😀 :D)
জিসান শা ইকরাম
মজারু হইসে খুব —
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর মামা।
ব্লগার সজীব
:D) :D) :D) এমনি আরো আবোল তাবোল পড়তে মঞ্চায় ।
সীমান্ত উন্মাদ
মন চাইলে দিমু সমস্যা নাই। মাত্রতো আইলাম ভাইজান। ;(
ছাইরাছ হেলাল
ছড়ার মত করে মজার জিনিশ লিখেছেন ।
সীমান্ত উন্মাদ
খিক খিক এইডা মনে লয় ছড়াই। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। \|/
খসড়া
মজার ছড়া, উপলদ্ধির পোস্ট।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
মিসু
আরো কিছু পশু পাখি নামে এমন পোস্ট চাই। শালিক দিবেন ই দিবেন , শালিক আমার প্রিয় 🙂 (y)
সীমান্ত উন্মাদ
শালিক পাখি ডাকে আয়
মিসু মনি ভাত খায়।। :D)
আইছ্ছা আরো দিমু।
লীলাবতী
কত ভিন্ন ভাবে লেখা যায় , তাই ভাবি অবাক হয়ে মাঝে মাঝে । ভালো লেগেছে ভাইয়া । (y)
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর আপু। 🙂
আমার মন
্ওরে মিয়া বাই :D) :D)
সীমান্ত উন্মাদ
কইয়া ফালান বড্ডা ভাই। :D)
আদিব আদ্নান
এমন লেখা চাই ই আর ও ।
দারুন মজার ।
সীমান্ত উন্মাদ
অনূপ্রেরনা দিলেন এইবার বুঝবেন ছড়া পেইন কারে কয়। ;( ;( :D) :D)