আমাদের ভালোবাসার একটি উঠোনের নাম হচ্ছে সোনেলা। আমাদের লেখালেখির ভূবন বলতে এই সোনেলাকেই বুঝি। খুব আহামরি কোন লেখার জগৎ নয় এটি, তবে আন্তরিকতা,হৃদ্যতা, ব্লগার বা লেখকদের পারস্পরিক বন্ধন এখানে অনেক দৃঢ়, যা অনেক সাইটে অনুপস্থিত।
২০১৫ সালে আমাদের এই সোনেলায় প্রচুর লেখা এসেছে। প্রচুর মান সম্মত লেখাও প্রকাশিত হয়েছে এখানে। বর্তমান পোষ্টে লেখার মান বিচার নয় পাঠকরা কোন লেখা গুলো সর্বাধিক পড়েছেন এটি বিবেচনায় এনে ২০১৫ সালে সর্বাধিক পঠিত পঞ্চাশটি পোস্ট দুই পর্বে প্রকাশ করা হবে।
২০১৪ সালের সর্বাধিক পঠিত কুড়িটি লেখা নিয়ে পোষ্ট দিয়েছিলেন সোনেলার জনপ্রিয় ব্লগার আমাদের সবার প্রিয় লীলাবতী। তিনি পারিবারিক ব্যস্ততার কারনে অপারগতা প্রকাশ করায় এবং সোনেলা ব্লগ টীমের অনুরোধে এবছর আমিই দিলাম পোষ্ট। পোষ্টের সমস্ত তথ্য সোনেলা ব্লগ টীম সরবরাহ করেছেন।
পঠিত সংখ্যা দেখে সবাইকে লেখার মান বিবেচনা না করার জন্য আবারো অনুরোধ জানাচ্ছি। এখানে বেশিরভাগ লেখা পুরাতন ব্লগারদের। হতে পারে আইডেন্টিটি একটা ফ্যাক্টর, সাথে সাথে অন্য ব্লগারদের লেখায় নিয়মিত অংশগ্রহনটাও জরুরী। আবার কি ধরনের লেখা পাঠক পছন্দ করেন, এই ব্যাপারটাও এড়ানোর নয়।
তাহলে আসুন দেখি ২০১৫ সালে সোনেলায় প্রকাশিত সর্বাধিক পঠিত ৫০ টি পোষ্ট এর প্রথম ২৫ টি————-
১। কার্নিভাল:ব্যবসার আড়ালে একটি প্রতারণার নাম-পর্ব ১
ব্লগারের নামঃ ওয়ালিনা চৌধুরী অভি
পোষ্টটি সর্বমোট ১৩৮২৬ বার পঠিত।
কার্নিভাল নামে কুষ্টিয়াতে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোঃ এর দুর্নীতি,প্রতারণা নিয়ে তথ্য প্রমান সহ এই পোষ্টটি অনলাইনে যথেষ্ট আলোড়ন তুলেছিল। ফেইসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষের ইমোশন কে কিভাবে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করে, এই পোষ্ট এর একটি জলজ্যান্ত প্রমাণ।
২। ই-বুকে বিজয় মাসের সোনেলা
ব্লগারের নামঃ ছাইরাছ হেলাল
পোষ্টটি ৩৯৯২ বার পঠিত।
সোনেলার প্রথম ই-বুক প্রকাশনা। ২০১৪ সনের ডিসেম্বর মাসে প্রকাশিত বিজয় দিবস উপলক্ষে ব্লগারদের পোষ্ট সমুহের নির্বাচিত পোষ্ট নিয়ে এই ই-বুক প্রকাশিত হয়েছিল। ২০১৫ সনের বিজয়ের মাসে এমন উদ্যেগ কেন গ্রহন করা হলো না তা বোধগম্য নয়। আগামী বছর এটা ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
৩। অফুরান রঙেরা
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়
পোষ্টটি ৩৫২৫ বার পঠিত।
এই লেখা কেন নাম্বার ৩ আমি জানিনা। আসলে অনেকদিন লেখা নিয়ে সমস্যায় ভুগছিলাম, কিচ্ছু আসেনা মাথায়। আমাকে উৎসাহিত করবার জন্যেই সবার এই ফিরে আসা। সোনেলার সবার ভালোবাসায় আমি আজীবন ঋণী।
৪। কৃতজ্ঞতা : একান্ত আপন সোনেলা পরিবার
ব্লগারের নামঃ নীলাঞ্জনা নীলা
পোষ্টটি ৩৪৯৭ বার পঠিত।
ব্লগার তার নিজের শততম পোষ্ট এবং সোনেলায় তাঁর অবস্থান নিয়ে অত্যন্ত আবেগঘন একটি পোষ্ট দিয়েছিলেন। সোনেলাকে নিয়ে নীলাঞ্জনা নীলার এই আবেগ সবাইকে স্পর্শ করে গিয়েছিল।
৫। গোপন কথাটি রবে গোপনেই
ব্লগারের নামঃ ছাইরাছ হেলাল
পোষ্টটি ৩৩০৮ বার পঠিত।
একজন ব্লগারের একটি মন্তব্য নিয়ে এই পোষ্ট যথেষ্ট আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছিল। এই পোষ্ট একটি আড্ডাস্থল হয়ে উঠেছিল, সোনেলা পরিবার যে মাঝে মাঝে আড্ডায় মেতে থাকে, এই পোষ্ট এর লেখা এবং মন্তব্য সমূহ পাঠ করলেই তা বুঝা যাবে। চুরি কিভাবে করতে হয়, তা হাতে কলমে শিখিয়েছেন লেখক এই পোস্টে।
৬। বিগ-আপডেট – ব্লগের কারিগরি উন্নয়নের কাজ চলছে
ব্লগারের নামঃ নাজমুল আহসান
পোষ্টটি ৩২৯১ বার পঠিত।
এটি একটি দাতা হাতেম তাই ধরনের পোষ্ট। সোনেলা ব্লগে কি কি সুবিধা চায় সবাই, এটা জানতে চেয়ে পোষ্ট দিলেন ইনি। ব্যাস আমরা সবাই মনের ইচ্ছেতে যার যা খুশি মত চাহিদা দিলাম।প্রায় সব চাহিদাই পুরন করা হলো। মন্তব্যের নোটিফিকেশন এর চাহিদা ছিল সব থেকে বেশি। এটি পুরন হবার সাথে সাথে কিছু সাইড এফেক্টও অবশ্য আসছে এখন। এটি দূর করার জন্য অনুরোধ জানাচ্ছি।
৭। ২০১৪ সনে সোনেলার সর্বাধিক পঠিত ২০ টি পোষ্ট
ব্লগারের নামঃ লীলাবতী
পোষ্টটি ২৯৮১ বার পঠিত।
সোনেলার ২০১৪ সনে প্রকাশিত সর্বাধিক পঠিত ২০ টি লেখা নিয়ে এই পোষ্ট। প্রথমবার এধরনের পোষ্ট চালু করেন আমাদের জনপ্রিয় ব্লগার লীলাবতী। এবং তিনি এবছর এই বিশাল দায়দায়িত্ব আমার স্কন্ধে সমর্পন করিয়া ব্যস্ততার সাথে ফিঁসফাঁসে ব্যস্ত হইয়া পড়িলেন।
৮। আসুন বৃষ্টির গানের কথা বলি
ব্লগারের নামঃ লীলাবতী
পোষ্টটি ২৭৫৭ বার পঠিত।
নিজের পছন্দের বেশ কিছু বৃষ্টির গানের লিংক দিয়ে পোষ্ট দিয়েছিলেন লীলাবতী।পরবর্তীতে পাঠকরা মন্তব্যে আরো বৃষ্টির গান এর লিংক দেন, সব গানগুলোই পরে পোষ্টে অন্তর্ভুক্ত করা যায়। এই পোষ্টটিকে বৃষ্টির গানের একটু অমুল্য সংগ্রহ হিসেবে গন্য করা যায় আর সাথে সাথে লীলাবতীর বুদ্ধিমত্তারও পরিচয় মেলে। সবাইকে কোন পোস্টে কিভাবে আগ্রহী করে তোলা যায় লীলাবতীর কাছ থেকে আমাদের শেখার আছে। থাংকু।
৯। ৭২ থেকে ৭৫ দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম ও অপরাধের বিবরন-১
ব্লগারের নামঃ জিসান শা ইকরাম
পোষ্টটি ২৭৪৩ বার পঠিত।
১৯৭২ থেকে ১৯৭৫ সন পর্যন্ত যুদ্ধাপরাধী হিসেবে যে সমস্ত রাজাকার,আলবদর,আলসামস,শান্তি কমিটি মুসলিম লীগ সদস্যদের সাজা হয়ে গিয়েছিলো, তাদের সাজার মেয়াদ, অপরাধের ধরন, নাম সহ এই পোষ্টে বিবরন সংযুক্ত করা হয়েছিল। এদের সবাইকে ১৯৭৫ এর ডিসেম্বরে কোন ধরনের কারন বা ক্ষমা প্রদর্শন ব্যতিরেকে মুক্ত করে দেয়া হয়। ধারাবাহিক পোষ্টটি কোন কারনে বন্ধ করে দেয়া হলো, বোধ গম্য নয়। জিসান ভাইয়াকে অনুরোধ করবো হাজার ব্যস্ততার মধ্যেও এই মহৎ দায়িত্বটি আপনি পালন করুন।
১০। “বই প্রকাশ বিষয়ক কিছু কথা এবং একটি মুক্ত আলোচনা”
ব্লগারের নামঃ হৃদয়ের স্পন্দন
পোষ্টটি ২৬৯১ বার পঠিত।
সোনেলা কর্তৃক একটি বই প্রকাশনার ব্যাপারে বলেছিলেন হৃদয়ের স্পন্দন এবং বই প্রকাশের ব্যাপারে সবার মন্তব্যের জবাব দিতেই এই মুক্ত আলোচনা সংক্রান্ত পোস্ট। এই পোস্ট শীর্ষে আসায় এটা প্রমাণিত হয়, ব্লগে আলোচনাটা জরুরী। যেকোন ব্যাপারে সকল ব্লগারের আলোচনা সমালোচনায় একটা সুষ্ঠ সিদ্ধান্তে আসা যায়।
১১। আসুন লিখে ফেলি উপন্যাস (আপডেট)
ব্লগারের নামঃ প্রহেলিকা
পোষ্টটি ২৫৫৬ বার পঠিত।
ব্লগার এই পোস্ট দিয়ে কিছুদিন পর সোনেলা থেকে চলে যাবার ঘোষনা দিয়ে এক উপন্যাস লিখে রেখে গেলেন। নতুনত্বের এই আইডিয়া আমাদের সবার নজর কেড়েছিল। ব্লগ কর্তৃপক্ষ ভবিষ্যতে ব্যাপারটা নিয়ে আবার ভাববেন বলে আশা রাখি।
১২। তোমাকে আমার মনে পড়বেই
ব্লগারের নামঃ অরণ্য
পোষ্টটি ২৪৫০ বার পঠিত।
ব্লগার সজীবের কাছ থেকে উপহার পাওয়া গাড়ি নিয়ে অরণ্যের পথযাত্রা। গান এবং স্মৃতির মিশ্রণ নিয়ে এ এক অনন্য, শীর্ষ ২৫ এ আসার মতই পোস্ট।
১৩। ব্রীড়াবতী ভত্তাবউয়ের জন্মদিন
ব্লগারের নামঃ ভোরের শিশির
পোষ্টটি ২৪১৭ বার পঠিত।
আমাদের প্রিয় ভত্তাবউ লীলাবতীর জন্মদিন উপলক্ষ্যে এই পোস্ট দিয়ে পুরো লীলাবতীকে এক পাতায় এনে ভোরের শিশির আমাদের বিষ্মিত করে দিয়েছিলেন, তাও খুব অল্প সময়ের মধ্যে। পোস্টটি চমৎকার এক আড্ডা আর মিলনমেলার আবহ এনে দিয়েছিলেন। করিৎকর্মা ভোরের শিশিরকে আগাম আমার জন্মদিনের দাওয়াত দিয়ে রাখলাম :p
১৪। ঝর্নায় কথা
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়
পোষ্টটি ২৩৯১ বার পঠিত।
ছবিব্লগের সাথে কথোপকথন যুক্ত করে কিছুটা আলাদা আমেজ আনার চেষ্টা করেছিলাম। সবার ভাল লেগেছে বলেই মনে হচ্ছে। হ্যাপি 🙂
১৫। পরীর চন্দ্র জীবন
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়
পোষ্টটি ২৩৭২ বার পঠিত।
আমাদের প্রিয় ব্লগার খেয়ালী মেয়ে চুপিচাপি গাঁটছাড়া বাঁধছিলেন। ইহা একটি বাঁধ সাধা পোস্ট। খেয়ালী মেয়ে (পরীর) চন্দ্রের মত একটি জীবন কামনা করছি।
১৬। অন্তর্জালের সম্মোধন
ব্লগারের নামঃ ব্লগার সজীব
পোষ্টটি ২৩০২ বার পঠিত।
ইন্টারনেট এর যে এতো সুন্দর একটা বাংলা প্রতিশব্দ আছে, “অন্তর্জাল”, তা আমাদের এই জ্ঞানী ব্লগারের মাধ্যমে আমি প্রথম জানতে পারি। ব্লগে রিলেশন যাই হোক, সম্বোধন টা কি হওয়া উচিৎ এই পোস্টে তা বলা হয়েছে, আর আমার মনে হয়েছে সজীব ওরফে ভাভু বাইয়া ঠিক কথাই বলেছেন।
১৭। গল্পঃ ঐশী
ব্লগারের নামঃ হিলিয়াম এইচ ই
পোষ্টটি ২২৮৩ বার পঠিত।
শেষ ভাল যার সব ভাল তার। বিয়োগান্তক হলেও শেষ দৃশ্যটিতে দুজনের অজানা গন্তব্যে হেঁটে যাওয়ার সুন্দর দৃশ্য নিয়ে এই গল্পটি। হিলিয়ামের এই গল্পটি সবারই বেশ ভাল লেগেছিল। ব্লগে গল্পের পাঠক কম বলে মনে হয় কেন জানি। তার মধ্যে থেকে এই লেখাটি উঠে আসায় গল্প লেখায় অনেককে উৎসাহিত করবে বলে মনে হয়।
১৮। সন্ত্রাসী অনিকেত নন্দিনী হতে সাবধান সাবধান
ব্লগারের নামঃ লীলাবতী
পোষ্টটি ২২৬৩ বার পঠিত।
অনিকেত নন্দিনী আপু যে একজন ভয়াবহ লাইক সন্ত্রাসী তা আমরা এই পোস্টের মাধ্যমে জানতে পারি। ফেসবুকে লাইক দিয়ে তিনি সবার ঘর চুরমার করে দিয়েছিলেন। রম্য এবং আড্ডা পোস্টে লীলাবতী অতুলনীয়। এটি তার আরেকটা প্রমাণ।
১৯। আলোকবর্ষ
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়
পোষ্টটি ২২৫৪ বার পঠিত।
২০১৫ কে স্বাগত জানাতে এই ছবিব্লগ, লেখক তার মহাপান্ডিত্য দেখানোর চেষ্টায় চেষ্টারত ছিলেন। সফলতা নাম্বার ১৯ 😀
২০। আমার বড় আপুর পাত্র দেখা এবং
ব্লগারের নামঃ ব্লগার সজীব
পোষ্টটি ২২৪৮ বার পঠিত।
নিজে বিয়ে করতে না পারে বড় আপুর বিবাহ ভাঙচুরের ষড়যন্ত্র ও মন্ত্রণা কারী পোস্ট এটি। সদাহাস্যময় সজীবের স্বভাবজাত হাসি আনন্দের পোস্ট আমরা সবসময়ই উপভোগ করি।
২১। “সেই সব নারী শিকারিরা”
ব্লগারের নামঃ লীলাবতী
পোষ্টটি ২২৪৬ বার পঠিত।
সোনেলার ব্লগ পরিচয় দিয়ে ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়ে বন্ধু হওয়া এবং পরবর্তিতে সোনেলার কোন বিষয়ে এমন বন্ধুদের বাটি চালান দিয়েও খুঁজে না পাওয়া নিয়ে একটি রম্য ধর্মী পোষ্ট।এটি প্রমানিত যে সোনেলার কোনো পোষ্ট ফেইসবুকে শেয়ার দেয়ার পরে সেই পোষ্টে সোনেলার ব্লগারদের উপস্থিতির পরিমান প্রায় নাই বললেই চলে।আমরা কতজন সোনেলার ফেইসবুক গ্রুপ পেইজে একটিভ তা আমরা নিজেরাই জানি।
কিছুটা বিতর্কিত এই পোষ্ট পঠনের দিক দিয়ে উঠে এসেছে ২১ নম্বরে।
২২। না খোলা চিঠি,,,,
ব্লগারের নামঃ অরুনী মায়া
পোষ্টটি ২২৪০ বার পঠিত।
অরুনী মায়া সোনেলায় এলেন আর জয় করলেন।একটি ঠিকানা বিহীন চিঠি নিয়ে অত্যন্ত আবেগময় একটি লেখা এটি। একটি চিঠি নিয়ে এমন লেখা সহজ নয়।ঠিকানা বিহীন চিঠির মতই অনিদৃষ্ট গন্তব্যে হেঁটে যাওয়া একজন নারীর কথা বলা আছে এখানে। অরুনী মায়া তাঁর লেখায় বিচিত্রতা নিয়ে আসেন। প্রায় লেখায়ই প্রথমে গদ্য এবং পরে পদ্য থাকে।আর তাঁর ছবি নির্বাচন অসাধারন হয়।যেভাবে উনি আগাচ্ছেন তাতে সোনেলার ২০১৬ এর শীর্ষ ৫০ এ অন্য কারো লেখা থাকবে কিনা সন্দেহ আছে আমার :p
২৩। শুভ জন্মদিন জিসান ভাইয়া-২
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়
পোষ্টটি ২২০১ বার পঠিত।
জিসান শা ইকরামের জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট এটি। ভাইয়ার বিভিন্ন লেখা হতে কিছু উল্লেখযোগ্য অংশ চুরি করে এই পোষ্ট সাজানো হয়েছে।একটি ভিডিও বানানো হয়েছে ভাইয়ার ফেইসবুকের বিভিন্ন আপলোডকৃত ফটো দিয়ে। চুরি বিদ্যা মহা বিদ্যা এটি প্রমানিত হয়েছে শীর্ষ পঠনে এটি চলে আসায় 🙂
২৪। মায়াবতী অরুনি মায়া
ব্লগারের নামঃ ছাইরাছ হেলাল
পোষ্টটি ২১৭৬ বার পঠিত।
জল রং এ যে তিলোত্তমা আঁকা যায়, এ লেখা না পড়লে আমাদের অজানাই থেকে জেত।
২৫। আলেয়ার অযুত মন্থনে
ব্লগারের নামঃ ছাইরাছ হেলাল
পোষ্টটি ২০৭২ বার পঠিত
সময়ের চিবুকে বেশুমার চন্দন ঘামের হাতছানি ও ঘড়িহীন ভালোবাসার ছায়া-মায়া !! বোঝার সাধ্য অসাধ্যতেই থাকুক।
পরবর্তী পোস্টে সর্বাধিক পঠিত পরের ২৫ টি পোস্ট থাকছে। মডারেটরদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে এই তথ্যগুলো সরবরাহ করার জন্য।
সবাইকে নূতন বছরের শুভেচ্ছা -{@
শুভ ২০১৬। -{@
২০১৫ সালে সোনেলার সর্বাধিক পঠিত ৫০ টি পোস্ট- পর্ব ২
৫৯টি মন্তব্য
ভোরের শিশির
৩নং সবার আগে রাখবো মানের বিচারে। সেরাদের সেরা ৩ এ আপনার এই পোস্ট থাকবে।
শুন্য শুন্যালয়
উরে বাবা, শুনে একটু বাকুমবাকুম লাগছে। 😀
মন্তব্যের উত্তর পরে আইসা দিমু, এখন ম্যারাথনের উপ্রে আছি। ভালো থাকিস।
ভোরের শিশির
হাহাহাহ…
আমিও আছে দৌড়ে :p
ভাল থাকিও 😀
শুন্য শুন্যালয়
রুমের মধ্যে বসে বসে দৌঁড়াস জানিতো। 😀
ভোরের শিশির
:D) হাসাই কইসো :D)
শুন্য শুন্যালয়
😀
ছাইরাছ হেলাল
বেশ খাটুনি দিলেন,
অনুগ্রহ করে আমাদের কে লিংকে যেতে দিন।
শুন্য শুন্যালয়
ভাইয়া দুঃখিত, লিঙ্ক দিতে পারছিলাম না শুরুতে। সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখে জানাবেন।
ছাইরাছ হেলাল
ঠিক না হয়ে ঊপায় আছে!!
শুন্য শুন্যালয়
হুম উপায় নেই। খাটুনির জন্য একটু ধন্যবাদ দিলেও পারতেন।
জিসান শা ইকরাম
২০১৪ তে ২০ টি পোষ্ট ছিল, এবার নিয়ে আসবেন ৪০ টি !!
৫০ টি করলেই পারতেন, ২৫ টি লেখা প্রতিটি পোষ্টে।
এধরনের পোষ্ট দেয়া বেশ কঠিনই,
প্রতিটি লেখা আবার পড়ে সংক্ষেপে লেখা সম্পর্কে কিছু লেখা সহজ কাজ নয়
সময় পাচ্ছেন না এরপরেও এমন পোষ্ট সোনেলার প্রতি আপনার ভালোবাসা কতটা তা বুঝাই যায়।
এই ধরনের পোষ্টে ‘আমি’ থাকা উচিৎ না, যেমন ” এই লেখা কেন নাম্বার ৩ আমি জানিনা। আসলে অনেকদিন লেখা নিয়ে সমস্যায় ভুগছিলাম, কিচ্ছু আসেনা মাথায়। আমাকে উৎসাহিত করবার জন্যেই সবার এই ফিরে আসা। সোনেলার সবার ভালোবাসায় আমি আজীবন ঋনী।”
এটি এমন হলে ভালো হতো ” ব্লগার লেখা নিয়ে অনেক দিন সমস্যায় ভুগছিলেন,মাথায় কোন লেখা আসছিল না,ব্লগারকে উৎসাহিত করার জন্য সবার এই ফিরে আসা। ভালোবাসায় পুর্ন এই সোনেলার পরিবার এই পোষ্ট তার প্রমান”
আপনার লেখায় নাকি আমি সমালোচনা করিনা?এই যে করলাম সমালোচনা।
শুভ কামনা -{@
শুন্য শুন্যালয়
জো হুকুম জাহাঁপনা, ৫ টা এড করে দিয়েছি। ১oo টা বললে কিন্তু আমি সোনেলা থাইক্কা ভাগুম।
সোনেলার প্রতি আমার ভালবাসা এদ্দিন পরে বুঝলে তো চইলবেনা। অবশ্য জানা আর বোঝার শেষ নাই. 🙂
^:^ আমিতো প্রায় সব পোস্টে এমন আমি আমি দিয়ে করেছি, ভেবেছিলাম এতে পোস্ট টা কাঠখোট্টা হবেনা 🙁 এখন কি চেঞ্জ করে দেব ভাইয়া নাকি পোরের পোস্টে ঠিক করে দেব? এমন সমালোচনা কিন্তু সব পোস্টে চাই ভাইয়া। অনেক অনেক থাংকু।
জিসান শা ইকরাম
না না ১০০ পোষ্টের অনুরোধ করে আপনাকে সোনেলা থেকে ভাগতে দেবো না।
৫০ টিই বেশী হয়ে গিয়েছে।
ফান করেছি, এটি আপনার পোষ্ট, আপনার আমি আমি ঠিক আছে
বরং একটু কম মনে হয়েছে 🙂
সোনেলার ব্লগ সঞ্চালক পোষ্ট দিলে- আমার মন্তব্য ঠিক ছিল
আপনি মডু হলেও আমার মন্তব্য ঠিক ছিল 🙂
যদি মডু হন, তবে পরের পোষ্ট কাঠখোট্টা কইর্যেন।
সমালোচনার দেখছেন কি?
সবে তো শুরু
২০১৬ হবে সমালোচনার বছর।
শুভ কামনা -{@
শুন্য শুন্যালয়
দেখেন সমালোচনার এমন ডর দেখালে কিন্তু লেখাই বন্ধ হয়ে যাবে ভয়ে। 😀
আমি মডুনা কিন্তু যেহেতু এটা সোনেলা বার্তা হিসাবে দিচ্ছি তাই লেখক লেখক আপনি আপনি করেই থাকবে। অতএব আগেই বলে দিলাম, আমাকে মডু বলিয়া মডুদের কে আর চাপে ফেলিয়া চ্যাপ্টা করিবেন না। 🙂
সর্বোচ্চ রিডার শীর্ষ পোস্ট দেয়া হচ্ছে, নেক্সট ইয়ার পাঠকদের বিবেচনায় বা ভোটে সেরা পোস্টগুলো নিয়ে পোস্ট দেয়া যায় কিনা একটু ভেবে দেখবেন ভাইয়া।
শুভকামনা সমালোচক ভাইয়া কে। -{@
জিসান শা ইকরাম
আগামী বছর পাঠকদের বিবেচনায় বা ভোটে সেরা পোস্টগুলো নিয়ে পোস্ট দেয়া যায় কিনা তা আমি ভাববার কে? আমি কি মডু নাকি? আপনি মডু না হলেও মডূদের সাথে আপনি হচ্ছেন সেতু 🙂 আমি তো মডুই চিনি না।
শুভকামনা -{@
শুন্য শুন্যালয়
আপনারে কে মডু বলেছে? মডু তো ড্যাস ড্যাস ভাই। কিন্তু তার সাথে আপনার গুপন দুঃখ সুখের কতা হয় তা আমরা জানি, তাই আপনার বরাবরেই পেশ করিলাম।
আমি মডুদের সেতূ কি বলছেন? এক্কেবারে ওভারব্রিজ 😀
জিসান শা ইকরাম
আচ্ছা তাইলে আপ্নারে ওভারব্রীজ আপু ডাকা যায় 🙂
শুন্য শুন্যালয়
তা ডাকা যাবে এবং আপনারও নতুন নামের জন্য প্রস্তুত থাকতে হবে। 😀
নীলাঞ্জনা নীলা
চরম ষড়যন্ত্র। এ কিছুতেই হতে পারে না। কেন আমি চার নম্বরে? এবার দেখো আমি কি করি! যদি বন্যার সৃষ্টি করি! ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;(
আপু গো এ তুমি কি করলে গো! কিছু একটা করে কি আমাকে প্রথম বানানো যেতো না? 🙁
শুন্য আপু এবারে আসি আসল কথায়। তুমি যে মেধাবী, সে জানি। আর তোমার এই আন্তরিকতা এই সোনেলার প্রাণ। কতোটা পরিশ্রম করতে হয়েছে, বুঝতে পারছি। -{@ (3
শুন্য শুন্যালয়
দেখো অনেক কষ্টে টেনেটুনে তোমাকে চার নাম্বারে আমার পাশে পাশে এনে রেখেছি, এরপরেও দোষ দিবা তো একদম নীচে নামিয়ে দেব। 😀
সোনেলার জন্য এটুকু কষ্ট কোন কষ্টই না তুমি জানো। এবছরের শীর্ষ পঠিত পোস্ট তোমার টা হোক, এই নাও বালতি ভরা আগাম শুভকামনা। ভাল থেকো -{@
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তুমি আমাকে নীচে নামিয়ে দিয়ে শান্তি পাবে? তাহলে তাই দাও।
মনে হচ্ছে কত্তোকাল পর এলাম। কোথায় তুমি এসো। বেশী বসতে পারিনা। -{@ (3
অরুনি মায়া
ওরে শুন্যাপু কি কঠিন কাজটি করে ফেলেছ তুমি | এ তো বিরাট খাটনি | ঐ যে কথায় বলেনা ভালবাসা মানুষ কে দিয়ে কি কি করায় | আজ তুমি আবারো প্রামাণ করে দিলে সোনেলার প্রতি তোমার ভালবাসা কত গভীর | যদিও আমি এর মাঝে আমিও আছি। শীর্ষ পোস্ট দাতা সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন 🙂 (3 -{@
আর তোমার জন্য একটি বিশেষ ধন্যবাদ রইল আমার শুন্যাপু কোথাকার (3
শুন্য শুন্যালয়
ভালবাসা মানুষ কে দিয়ে কী কী করায়, একদম ঠিক। ভালবাসি জানে বলেই মডুরা আমারে এমুন খাটাইয়া নিলো ;(
এর মাঝে তুমিও আছ, তোমার যাত্রা তো সবে এখান থেকে শুরু হইলো, পরের পোস্টে দেইক্ষো।
ধন্যবাদের জন্য ধন্যবাদ বুঁচি মায়াপু -{@
অরুনি মায়া
প্রথম 20 এ নিজেকে না দেখে একটু হতাশ অবশ্য হয়েছিলাম | পরে বুঝলাম এখানে অনেক ভাল ভাল লেখা আছে সবার, কাজেই আমার দু:খ পাবার কিছুই নেই 🙂
শুন্য শুন্যালয়
মায়াপু পঠি্ত সংখ্যা কিন্তু খুব কাজের কিছুনা। তুমি জানো, আমরা একটু বেশি আড্ডাবাজি দিলেই সেটার রিডার বেশি আসবে। লেখার মানদন্ড নিয়ে সবার নির্বাচনে উঠে আসা কিছু বেস্ট পোস্ট আনতে পারলে ভাল হতো, ভবিষ্যতে এমন আনার চিন্তা করতে বলছি মডুদের।
প্রথম ২০ দেখে যখন হতাশই হয়েছ, তখন পরের ২৫ টা দেখো, মন ফূর্তিতে নাঁচবে। 🙂
ভালো থাইক্কো মনু, দুঃখ পাবার কিছুই নাই, আমার কত্তগুলা লেখা, অইগুলা বারবার পইড়ো :p 😀
অনিকেত নন্দিনী
আমি কোত্থাও নাই!
;( ;( ;( ;( ;( ;( ;( ;(
;( ;( ;( ;( ;( ;( ;( ;(
;( ;( ;( ;( ;( ;( ;( ;(
কাইন্দা সব ভাসায়ে দিমু আইজ।
জিসান শা ইকরাম
১৮ নং এ কার জানি নাম দেখা যাচ্ছে
নাম বলা বিপজ্জনক হতে পারে,তাই আর বলা হলো না।
অনিকেত নন্দিনী
তাজ আর লীলা দুইটাই ব্লগে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। তাদের কাছে বন্দুক আর রামদা। আপাতত কিছু না বলে ছেড়ে দিলাম। ভবিষ্যতে সুদাসলে হিসাব নিকাশ হপে বলে রাখছি। হুউম্মম্ম! ^:^
শুন্য শুন্যালয়
মিস করছি দুজনকেই খুব। বন্দুক আর রামদা থাকা সত্বেও এমন চরম দুই সন্ত্রাসী ছাড়া সোনেলা কেমন খালি খালি লাগে 🙁 এসেই ব্যস্ততার উসিলা দেবে জানাই। আসুক এবার।
জিসান শা ইকরাম
তাজ,লীলা না আসায় সোনেলা আসলেই খালি খালি লাগছে।
তবে ভাগ্য ভালো সবার, বন্ধুক আর রামদা হতে আমরা নিরাপদে আছি , @অনিকেত নন্দিনী 🙂
শুন্য শুন্যালয়
আহারে কি যে করি! অনিকেত আপু, ও অনিকেত আপু কাঁদিয়েন না। লীলাবতী আপনাকে সন্ত্রাসী বলায় এই সমস্যা হইছে। লিস্টিও ভয় পাইছে। সব দোষ তার।
এই বছরের লিস্টি তে আপনার নাম থাকবেই থাকবে (ঘুষ গ্রহণযোগ্য) 🙂 ভাল থাকবেন আপু।
অনিকেত নন্দিনী
ঘুষ প্রদানকারী আর গ্রহণকারী দুইই দুর্নীতিবাজ। দুর্নীতি করতে চাইনা (মন অবশ্য মানতে চায়না, তখন কষে ধমক দেই)। ^:^
লীলাবতী রামদাও নিয়া ভাগছে। নাইলে এইবেলা খবরই আছিলো সবার, হুহ্! :@
শুন্য শুন্যালয়
ভালবাসা তো ঘুষেই চলে। ভালবাসায় তাই দূর্নীতি জায়েজ 😀
লীলাবতীকে মেসেজ দিয়েছি। বলছি রামদা এর উপরেও যন্তর আছে, অতএব জলদি ফিরে আসেন। 😀
নাসির সারওয়ার
ইসস, অনেকগুলো ভালো লেখা মিস করেছিলাম। ই-বুক ই-বুকের মতোই। পড়ে নেই আগে তারপর আসবো আবার।
শুন্য শুন্যালয়
ই -বুক টা অবশ্যই পড়ে দেখবেন ভাইয়া, যদিও আমার কোন লেখা নেই দেখে আপনার মন খারাপ হবে, তবে দারুণ কিছু লেখা সত্যিই ভাল লাগবে আপনার।
ইমন
সবাইকে শুভেচ্ছা 😀
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ইমন, অনেকদিন পরে এলেন।
ইমন
🙂
মারজানা ফেরদৌস রুবা
এই পোস্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পোস্টের সন্ধান পাওয়া গেলো। বুঝা যাচ্ছে, অনেক কস্ট করে এই কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন। নতুন বছরকে বিশেষভাবে সাজাতে বিশেষ খাটুনির জন্য ধন্যবাদ।
আর বছরের সর্বাধিক পঠিত পোস্ট দাতাদের জন্য অভিনন্দন! -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
সব পোস্ট পড়ে কিছু লেখাটা একটু কষ্টকর হলেও তাতে আনন্দ ছিল। আপনাকে সবসময় কাছেকাছে পাওয়াটা উৎসাহ দেয় আপু। ভাল থাকবেন।
ব্লগার সজীব
শীর্ষ পঠিত পোষ্টে ব্লগার সজীবের দুইটি লেখা 🙂 একটু নেচে নেই আগে 🙂 \|/ পাঠকের পঠনে সেরা লেখাগুলো সম্পর্কে জানলাম। ১ নং এর লেখাটি ফেইসবুকে আলোড়ণ তুলেছিল।কয়েকশত শেয়ার হয়েছিল এই লেখা। ২ নং টি সোনেলা ব্লগ সম্পর্কীয়। ব্লগার হিসেবে আপনার লেখাটিই আসলে প্রথম। যোগ্যতম মানুষের যোগ্যতম স্থান দিতে পাঠকেরাও ভুল করেন না।
ভিটামিন বি-কমপ্লেক্স খেয়ে নামলাম সোনেলায়, ২০১৬ তে দেখা যাবে কার কয়টা শীর্ষ পঠিত হয় 🙂 এমন একটি পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
আমাকে কি ১ নাম্বার বানালেন? 🙂 এসবের আবার কি দরকার ছিল! (লজ্জা পাবার ইমো হবেনা)
আপনি বি -কমপ্লেক্স খেয়ে নেমেছেন, আমি কি মাল্টিভিটামন খেতে পারিনা? দেখবোনে কয়টা শীর্ষ পঠিত হয় আপনার।
শুধু ধন্যবাদ? একটু চা টা খাওয়ালেও পারতেন। এরপর আরো ২৫ পোস্ট।
ব্লগার সজীব
সোনেলায় কে এক নাম্বার তা সবাই জানে,তাই লজ্জার ইমো দিতেও হবেনা 🙂 আচ্ছা দেখবেন দেখবেন ২০১৬ তে আমিই সেরা হবো। শুধু চা এ হবে?এই নিন চা :T , আমি ভাবছিলাম আইসক্রিম আপনার প্রিয়। আইসক্রিম চাইলে অবশ্য বিপদে পরে যেতাম, এখানে আইসক্রিমের ইমো নেই 🙂
পরের পোষ্টের অপেক্ষায় আছি আপু।
শুন্য শুন্যালয়
আপনি আমার মনের কথা কি করে বুঝলেন? সত্যিই আইসক্রিম আমার প্রিয়, ফ্রিজ ভর্তি আইসক্রিম থাকেই থাকে। তবে চাও কিন্তু আমার অনেক প্রিয়। আপনার কথা শুনে মনে হচ্ছে আইসক্রিমের ইমোটা আসলেই দরকার। তা একবার শুনেছিলাম আপনি নাকি মডু? দিননা ইমোটা এনে!
পরের পোস্ট এসে গেছে। তাতে আপনার বিশ্ববিখ্যাত রেডিমেড কমেন্ট পোস্টটা আছে। দিয়েছিলেন একটা সেরাম কিছিমের পোস্ট। 😀 এতো প্রতিভা যে কই রাখেন! 🙂
মোঃ মজিবর রহমান
কঠিন পরিশ্রমের ফসল। আপনি পুনহখানুপুংখভাবে প্রতিটি পোস্ট পড়ে কত পরিশ্রমে এটা করেছেন তা অনুমেয়।
আপনাকে এই পরিশ্রমের প্রতিদান শুধু অন্তর দিয়ে দেয়া যায়।
আপু ভাল থাকুন।
শুন্য শুন্যালয়
ভাইয়া পঠিত সংখ্যার ভিত্তিতে এই পোস্টগুলো সাজানো হয়েছে। ইনফরমেশন গুলো মোডারেটর সরবরাহ করেছেন। তবে প্রত্যেক পোস্ট নিয়ে কিছু লেখা, লিঙ্ক দেয়া এগুলো আসলেই কঠিন আর সময়সাপেক্ষ ছিল। এখনো তো আরো ২৫ বাকি আছে 🙁
আপনাদের কিছুটা ভালো লাগলেই আমার পরিশ্রম স্বার্থক হবে ভাইয়া। অনেক ভালো থাকুন আপনিও।
আবু খায়ের আনিছ
এটি বিবেচনায় এনে ২০১৫ সনে সর্বাধিক পঠিত চল্লিশ পোষ্ট দুই পর্বে প্রকাশ করা হবে। এই লাইনটা একটা সংশোধন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার পরিশ্রম আমাদের আনন্দ দিচ্ছে, সেই হিসাবে আপনি সফল।
শুন্য শুন্যালয়
আগে ৪০ পোস্ট ছিল, পরে ওটা ৫০ টা করেছি। অনেক ধন্যবাদ আনিছ ভাইয়া, ভুল টা ধরিয়ে দিয়েছ বলে।
তোমাদের আনন্দই আমার সফলতা। এ বছরে লিস্টে তোমার নামও দেখতে চাই।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু। দেখা যাক কত দূর দৌরাতে পারি এত বড় বড় সব লেখকদের মাঝে।
শুন্য শুন্যালয়
ধুরু, এখানে বড় বড় লেখক কই পাইলা তুমি? সবই আমরা আমরাই। তার মধ্যে তুমিও আছো। লেখার প্রতি তোমার ভালবাসাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে।
অপার্থিব
শীর্ষ পঠিত পোষ্টের লেখকদের অভিনন্দন…
শুন্য শুন্যালয়
সবার পক্ষ থেকে ধন্যবাদ অপার্থিব।
ছাইরাছ হেলাল
আপনি গন্ধমাদনের লুক তা বুঝি ও জানি, তবে চাক্ষুষ হইয়া চক্ষু চড়কে,
এ সব আপনাকেই মানায়,
বর দিনু, কুটি পুত্রের জননী হউন।
দেখবেন মেরুদণ্ড যেন ধনুকাকৃতি রূপ না নেয়।
তবে আপনার পাঠকপ্রিয়তা জেনে অযোগ্যতা সত্বেও হিংসা করতে ইচ্ছে করছে।
একেবারে পাঁচ পাঁচ খানা!!!
ইস, ধন্যবাদ এখনও এত খোলামকুচি হয়নি, মনে রাইক্কেন।
শুন্য শুন্যালয়
আপনি কেপ্পন তা আগে থেকেই জানি তবু একটু খসাবার চেষ্টা করলাম মাত্র। তা পেটে পেটে এত হিংসা জমা করলে ধন্যবাদ আসবে কোথা থেকে!!আর তাও মোটে একখানা পোস্ট বেশি হওয়াতেই।
আপনার বর আপনি ফেরত নিন, কুটি কন্যার জন্য মেরুদন্ড ধনুকাকৃতি হইলেও একটা কথা ছিল।
সবে তো চড়কে চোখ, এরপর তো “তোমাকে দেখতে দেখতে আমার চোখ অন্ধ হয়ে যাবে” অবস্থা হবে। একটু অপেক্ষা–
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পোষ্টের শুরুতেই মোবাইলে চোখে পড়ে পোষ্টটি…অঅনেক খাটুনি খেটেছেন সে জন্য আমরা কৃতজ্ঞ।শুভেচ্ছা নব বর্ষের -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ মনির ভাই। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা -{@
লীলাবতী
আপু এ কঠিন কাজটি এবার আপনি করলেন? আমি মাত্র ২০ টি পোষ্ট দিয়ে গতবছর নাকের পানি চোখের পানি এক করে ফেলেছিলাম। এবার আপনি ৫০ টি পোষ্ট দিলেন? পারেনও আপনি 🙂
যাক কিছু লেখা আছে এই লীলাবতীর, ভয়ে ভয়ে পোষ্ট গুলোর দিকে তাকাচ্ছিলাম :p তবে শুন্য শুন্যালয় যে একটি ব্রান্ড হিসেবে আবির্ভুত হয়েছেন এটি শীর্ষ পঠিত তালিকা দেখেই বোঝা যায় -{@
শুন্য শুন্যালয়
আপনি করলেন মানে কি? এই কাজ তো আপনিই আমার কাধে চাপিয়েছেন। কে বলেছিল এই আইডিয়া বের করতে?
আমারে সরল পাইয়া গছায় দিছে মডুরা ৫০ পোস্ট। মডুরা খুব খ্রাপ 🙁
তোমার লেখা ছাড়া শীর্ষ পোস্ট হবে বলো কি? তোমার পোষ্টের সংখ্যা য়ার শীর্ষের অনুপাত করো, কে ব্র্যান্ড বুঝতে পারবে। (3
লীলাবতী
মডুরা যে খ্রাফ এ বিষয়ে সন্দেহ নাই আমার। এনারা কাজ চাপিয়ে দেয় আমাদের উপরে 🙁 এজন্যই পালিয়েছিলাম আমি 😀 নতুন কিছু নেই মাথায়। কি যে লেখি ?