বিগ-আপডেটঃ
বহুল প্রতীক্ষিত কমেন্টের নোটিফিকেশন সম্ভবত ঠিকঠাক কাজ করছে এখন। নিজের পোস্টের নতুন কমেন্ট এবং নিজের কমেন্টের (নিজের কিংবা অন্যের পোস্টে) উত্তর দেওয়া হলে সেটা নোটিফিকেশনে দেখাবে আশা করছি। কেউ যদি যাচাই করে জানাতেন, তাহলে নিশ্চিত হতে পারতাম।

এখন পর্যন্ত প্রাপ্ত তালিকাঃ

১) পছন্দের পোস্ট। এই ফিচারটি যোগ করা হয়েছে।
২) পোস্ট কতজন পড়েছেন এটা ঠিকঠাক কাজ করছিল না। কর্তৃপক্ষের পরামর্শে এটা আপাতত বন্ধ রাখা হয়েছে।
৩) কমেন্ট নোটিফিকেশন। এই ফিচারটি যোগ করা হয়েছে।
৪) সর্বাধিক পঠিত পোস্টের তালিকা কাজ করছে না। দেখতে হবে।
৫) মন্তব্য সম্পাদনা। কর্তৃপক্ষের পরামর্শে এটা আপাতত বন্ধ রাখা হয়েছে।
৬) ব্লগার সার্চ। এটা করে দেব।

৭৯৭জন ৭৯৭জন
0 Shares

১১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ