বিগ-আপডেটঃ
বহুল প্রতীক্ষিত কমেন্টের নোটিফিকেশন সম্ভবত ঠিকঠাক কাজ করছে এখন। নিজের পোস্টের নতুন কমেন্ট এবং নিজের কমেন্টের (নিজের কিংবা অন্যের পোস্টে) উত্তর দেওয়া হলে সেটা নোটিফিকেশনে দেখাবে আশা করছি। কেউ যদি যাচাই করে জানাতেন, তাহলে নিশ্চিত হতে পারতাম।
এখন পর্যন্ত প্রাপ্ত তালিকাঃ
১) পছন্দের পোস্ট। এই ফিচারটি যোগ করা হয়েছে।
২) পোস্ট কতজন পড়েছেন এটা ঠিকঠাক কাজ করছিল না। কর্তৃপক্ষের পরামর্শে এটা আপাতত বন্ধ রাখা হয়েছে।
৩) কমেন্ট নোটিফিকেশন। এই ফিচারটি যোগ করা হয়েছে।
৪) সর্বাধিক পঠিত পোস্টের তালিকা কাজ করছে না। দেখতে হবে।
৫) মন্তব্য সম্পাদনা। কর্তৃপক্ষের পরামর্শে এটা আপাতত বন্ধ রাখা হয়েছে।
৬) ব্লগার সার্চ। এটা করে দেব।
১১৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এই মূহুর্তে লেখা পছন্দের তালিকায় নেবার অপশন মনে আসছে।
নীতেশ বড়ুয়া
এইটা কি করে করা যাবে! মানে সপ্তাহের শীর্ষ পোস্ট নিজেদের পছন্দে নাকি আমার যেতা ভাল লেগেছে সেটাকে আমার প্রোফাইলে পছন্দের তালিকায় নিয়ে যাওয়া নিয়ে!
শুন্য শুন্যালয়
পছন্দের কোন লেখা নিজের প্রোফাইলে নেবার কথা বলেছি দাদাভাই, তবে বুঝতেছিনা এইটা করলে আমার নিজের লেখা প্রোফাইলে থাকবে কিনা, সব লেখাই ভাল্লাগে যে :p
নীতেশ বড়ুয়া
হেহেহেহেহেহ… এই জন্যে মুনয় আলাদা ট্যাব খুলে রাখতে হবে প্রোফাইলের…
এই অপশন চালু হইলে আমি লিচ্চিত হেভীওয়েট ব্লগার হয়া যামু :p
শুন্য শুন্যালয়
যা যাহ, তুই তো এমনিতেই হেভীওয়েট ব্লগার, ওজন কতো রে?
তবে আমার ধারনা আমার সব লেখা তোর প্রোফাইলে যাইবো গা। যাইবো না দাদাভাই? প্লিজ মিছা কথা বল।
নীতেশ বড়ুয়া
1) কৃন্তনিকা
২) শুন্য শুন্যালয়
৩) অরুনি মায়া
৪) সজু বাইয়া
৫) লীলাপু
৬) ম.জ
৭) রিমিপু
এবং এই করে করে সবার শেষে
Y) হেলাল ভাইয়া
Z) জিসান ভাইয়া
বিঃদ্রঃ ক্রমিক নং দেখিয়া ভ্রান্ত হইবেন না :D)
শুন্য শুন্যালয়
আমার ক্রমিক নাম্বার 2 দেইখ্যা কিছু লাগতাছে না, কিন্তু Y Z এ নাম দুইখান দেইখা দাঁত কেলাইতাছি 😀 পার্ফেক্ট :p
এইবার ক, আমি দুই নাম্বার? গররররররর
নীতেশ বড়ুয়া
হেহ্, পয়লা প্রিয়তে গেসে তুমার কালকার পুস্ট… :D)
অনিকেত নন্দিনী
তবে রে! :@
আমার নাম কই? :@ :@
ভোরের শিশির
আপনি সন্ত্রাসী হিসেবে হিটলিস্টে আছেন তাই নং ছাড়া 😛
অনিকেত নন্দিনী
ছুরি-চাপাতির ইমোও দরকার মনে হইতাছে। নিদেনপক্ষে ককটেলের ইমো দিলেও কাজ চলবে। এইসব ইমো ছাড়া আর চলিচ্ছেইনা বাহে! ^:^
ভোরের শিশির
ইমু যা আছে সব মুছে ফেলার জন্য আকুল আবেদন করিলাম :D)
অনিকেত নন্দিনী
গরররররররররররররররররররররররররররররররররররররর! :@ :@ :@ :@ :@ :@
সামনে পাইলে মাথায় গরম চা ঢালমু এতে কুনুই সন্দেহের অবকাশ নাই। :T
ভোরের শিশির
সামনে দেখলে আপনে উলটা ডরে পলাইবেন :D)
শুন্য শুন্যালয়
এখন কি মন্তব্য করা যাবে নাজমুল ভাই?
নাজমুল আহসান
এখন সব করা যাবে। 😀
ঘুমাতে গেলাম। কে কী চান বলতে থাকেন, সকালে উঠে দেখব। বিদায়।
মারজানা ফেরদৌস রুবা
নাজমুল ভাইয়ের ছবি দেইখ্যাই তো ভয় পাই, শুন্য শুন্যালয়। কমপ্লেইন ক্যমনে করুম!
নাজমুল আহসান
আমি নিজেও ভয় পাই 🙁
শুন্য শুন্যালয়
হা হা হা রুবা আপু, কাল আমি সবার আগে এইটাই কইতে গেছিলাম, সবার আগে ভাউ আপনি ছবি পাল্টান, ডর লাগে 😀
নাজমুল আহসান
আমার আর কোনো ছবি নাই 🙁 সারা দুনিয়ায় এটাই আমার একমাত্র ছবি। ব্লগ, ফেইসবুক থেকে শুরু করে সবখানে ;?
অরুনি মায়া
মোট পঠিত সংখ্যা নিয়ে আমার একটু অভিযোগ আছে | একবার পড়া হলেই স্কোর আট যোগ হয় এটা তো ঠিক নয় | বড়জোর এক যোগ হবে , আট হবে কেন? তারপর একেক টা ডিভাইস থেকে এবং একেক টা ব্রাউজার থেকে একেক রকম স্কোর যোগ হয় | এটা ঠিক নয় | এতে লেখার সঠিক মান যাচাই হয় না |
নীতেশ বড়ুয়া
বাপরে! এতো কিছু জানেন কি করে! আমি তো ভাবতাম যত রীডার ততো র্যাংক!!!
নাজমুল আহসান
এই অভিযোগ আমি আগেই পেয়েছি। 🙁 সমস্যা হচ্ছে, আমি দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষদের একজন :p সময় বের করতে পারি না। নিজের জন্যেও সময় খরচা করতে হয়! বোঝেনই তো 🙂
শুন্য শুন্যালয়
এক মডুর সাথে কথা বলেছিলাম এই নিয়ে, আশ্বস্ত করেছিলো ঠিক হয়ে যাবে, ইহা কবে ঠিক হইবে বলে নাই। অতি শীঘ্রই এটার সমাধান চাই, এটার জন্য কিঞ্চিত বিব্রত লাগে আসলে।
নীতেশ বড়ুয়া
আমিও সহমত। এক রিডার এক পয়েন্ট। সোজা সাপটা দাবী।
নীতেশ বড়ুয়া
আমার দাবী এবং দাওয়া অনেক।
১) নোটিফিকেশনে শুধুমাত্র নিজের পোস্টের নোটি’ পাওয়া যায় কিন্তু অন্য কোন পোস্টে মন্তব্য করে এলে জবাবে কি এলো সেটা সাথে সাথে না হলে পড়ে খুঁজে পাওয়া যায় না বলে হারিয়ে ফেলি। অর্থাৎ নিজের পোস্টের মন্তব্য/জবাবের নোটি ছাড়াও অন্যের পোস্টে করা মন্তব্য/জবাবের নোটি চাই।
২) মোট পঠিত নিয়ে অরুনি মায়া যা বলেছেন তার সাথে একমত।
৩) কিছুদিন থেকে খেয়াল করছি সপ্তাহের শীর্ষ পোস্টের কলামে হঠাৎ হঠাৎ করে কিছু পোস্ট উঠে আসে যার পঠন সংখ্যা আগের মতো, মন্তব্য/জবাবের সংখ্যা আগের মতো। তাহলে সপ্তাহের শীর্ষ পোস্টের ঘরে উঠে এলো কি করে?
৪) ১নং দাবী মানা না হলে আজীবন সবাইকে মন্তব্য আঘাতে হামলা করে জর্জরিত করে যাবো এবং নিজে পোস্ট কম করা চালিয়ে যাবো 😀
শুন্য শুন্যালয়
নোটিফিকেশন প্রতি মন্তব্যেরও চাই। আমার মহামূল্যবান পোস্ট কেউ শেয়ার দিলে তারও নোটিফিকেশন চাই। জীবনটাই হোক নোটিফিকেশন। 😀
নীতেশ বড়ুয়া
এই নোটির নাটক কে কিভাবে সামাল দেয় জানি না তবে আমি নিজ্র পোস্ট ছাড়া অন্যের পোস্টের জবাব আগে দিয়ে আসি খুঁজে খুঁজে। এতে নোটিতে গেবন প্যারাময় লাগে না।
কিন্তু বেশ কয়েকজন একসাথে হলে যখন জবাব আর মন্তব্য করে প্রায় সব পোস্টে তখন আমি কোন পোস্টে কি লিখেছি আর তাতে কে কি জবাব দিয়েছে তা হারিয়ে যায় কিছু সময় পরেই। এরপরে সে পুরনো পোস্ট খুঁজতেই সময় চলে যায়।
অরুনি মায়া
অন্যের পোস্টের মন্তব্যের জবাবের নোটিফিকেশন চাই | নইলে হারিয়ে যায় | সব সময় ব্লগে থাকা সম্ভব হয়ে উঠেনা | আমি নীতেশ দার সাথে একমত |
নীতেশ বড়ুয়া
এই মুহুর্তের অভিযোগঃ
১) আমার পোস্টে করা মন্তব্যের জবাব দিয়ে দেখি আমার পোস্টে আমার দোয়া জবাবের নোটিফিকেশন ঝুলে আছে 😮
২) নিজের পোস্টের নোটিফিকশনে ক্লিক করে জবাব দিয়ে এসে দেখি আগের নোটিফিকশন এখনো রয়ে গেছে!!!!
নীতেশ বড়ুয়া
আরো একটা দাবীঃ
১) অনেক সময় মন্তব্য টাইপিং এরর/বানান ভুল হয়। কিন্তু পরবর্তীতে তা সংশোধন করতে হলে নতুন করে মন্তব্যে জানাতে হয়। এ নিয়ে আমার দাবী হচ্ছে- মন্তব্য সংশোধনের অপশন থাকা এবং আগে কি মন্তব্য করেছে তা মন্তব্যের ইতিহাসে জমা থাকা (‘পূর্বের মন্তব্য’/এডিট হিস্টোরি)।
তবে সবার প্রথম যে দাবী সেটা পূরণ করার অনুরোধ রইলো আবারো। তা না হলে অনেক সময় ব্যয় হয় পোস্ট ঘেঁটে ঘেঁটে আমার করা মন্তব্যে কে কি জবাব দিলেন তা খুঁজে বের করতে।
শুন্য শুন্যালয়
দাদাভাই, আমি যখন প্রথম সোনেলায় আসি তখন এই সুযোগ পেয়েছিলাম, তবে এরপর বন্ধ করে দেয়, কেউ একজন মন্তব্য ডিলিট করে দিয়ে ঝামেলা পাঁকিয়েছিল। তবে মন্তব্যের ইতিহাসে জমা রাখার এই পদ্ধতিটি করা গেলে, মন্তব্য এডিটের সুযোগ দেয়ার সিস্টেম ভালোই হবে।
নীতেশ বড়ুয়া
মন্তব্যের ইতিহাস জমা রাখার উপায় করা না গেলে এডিটের দরকার নাই।
কি কেলেঙ্কারী হয়েছিল তা আমিও শুনেছি এবং স্বীকার করিঝামেলা হতে পারে।
অতএব মাননীয় ডেভু, দাবী বিবেচনা করিয়া দেখিবেন :p
অরুনি মায়া
মন্তব্য এডিটের অপশন চাই
শুন্য শুন্যালয়
সাম্পতিক মন্তব্যে, মন্তব্যের কিছু অংশ উঠে না আসাটাই ভালো। আগের মতই চাই।
অরুনি মায়া
শুন্যাপুর এই মন্তব্যের সাথে একমত | বিরক্ত লাগছে এটা
নীতেশ বড়ুয়া
মন্তব্য/জবাবের সব নোটি না এলে সাম্প্রতিক মন্তব্য দেখেই ভরসা পাই কে কি বলছে কোথায় কোথায়। তা নাহলে একেবারেই তো অন্ধ হয়ে গেলাম!
আমি বুঝবো কি করে আপনারা নিজেদের পোস্টে কি কি জবাব দিচ্ছেন>?
শুন্য শুন্যালয়
দাদাভাই, যার যা মন্তব্য দেখার দরকার সে তার পছন্দ মতো পোস্টে গিয়ে দেখলেই ভালো। এখনকার অপশন টা ক্লামজি লাগছে, তাছাড়া জোর করে মন্তব্য পড়ানোর মত লাগছে। কোন পোস্টে মন্তব্য করছে তা কিন্তু আসছে না। এরকম চাচ্ছিনা।
নীতেশ বড়ুয়া
এই এখন যেটা আছে সেটা একেবারেই পঁচা। আগেরটাই ভাল ছিল
ফিরিয়ে দাও আগের সাম্প্রতিক মন্তব্য। :@
শুন্য শুন্যালয়
আগেরটাতে কোন পোস্টে মন্তব্য করা হয়েছে এইটা কিন্তু ছিলোনা দাদাভাই। আমাদের ব্যস্ত ব্লগাররা কি করে বুঝবে তার পোস্টে কমেন্ট করলো কিনা। অতএব আয় তুই আমি চুল ছেড়াছেড়ি করি ১৩৮ টাকে ৩৮ এ আনি।
নীতেশ বড়ুয়া
নাহ, আমি তুমার চুল ছিড়ুম না, তয় চুলের খোঁপা ভাইঙ্গে দিমু 😀 😀 😀
অরুনি মায়া
পুরনো সোনেলাই ভাল ছিল | কারিগরি উন্নয়ন আমার মাথা আওলায় দিল | আমি চললাম শীত নিদ্রায়
শুন্য শুন্যালয়
মায়াপু, কিছু কাজ চলছে সোনেলায়, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মাথা এমনিতেই কিঞ্চিত আউলা, আর আউলা কইরো না। তুমি শীতনিদ্রায় গেলে আমরা তো ঝিমাবো, যাইও নাআআআআআআআআআআ । 🙁
আবু খায়ের আনিছ
আমার সকল দাবী ত উপরে করেই ফেলেছে।
মন্তব্যের প্রতি উত্তরের নটিফিকেশন চাই, অনেক সময় মন্তব্যের জবাব দিতে না পারলে অনেকেই রাগ করে সেই জন্য দেখা যায় নতুন পোষ্ট পড়ার আগে পুরুনো পোষ্ট দেখতে হচ্ছে।
সাম্প্রতিক মন্তব্যসমূহ আগেই ভালো ছিল এখন কেমন যেন তালগোল পাকিয়ে ফেলছে।
নীতেশ দা সব দাবীর কথা একাই বলে দিয়েছে। নীতেশ দা কে পূর্ণ সমর্থন করলাম।
শুন্য শুন্যালয়
ব্লগার সার্চের একটা অপশন করে দেবেন বলেছিলেন নাজমুল ভাই, ওটা করা যায় কিনা দেখবেন। আর পছন্দের লেখা প্রিয় তে নিন না লিখে অন্য কোন নামে কি দেয়া যায়? এই প্রিয় তে নিন সব ব্লগে দেখি।
নাজমুল আহসান
“প্রিয় তে নিন” এর পরিবর্তে কী দিতে চান?
নীতেশ বড়ুয়া
‘প্রিয়তে নিন’ বদলে দিয়ে ‘পছন্দের তালিকায়’ দিয়ে দিতে পারেন।
শুন্য শুন্যালয়
নাজমুল ভাই, এত্তো কষ্টের জন্য আপনাকে শীতের পিঠার দাওয়াত দিলাম। 😀
আমরা দাবিদাওয়া জানাই, এতেই আমাদের অনেক কষ্ট, আপনার কষ্ট ক্যাম্নে বুঝুম? 😀
সাম্প্রতিক মন্তব্য আগের মত হওয়ায় খুশি লাগতেছে। লেখা পছন্দের তালিকায় নেয়া হয়েছে, আহা। দেখি আপনার টাই সবার আগে নেই 🙂
বাঁকিগুলো আস্তে আস্তে করুন, আমাদের কোনই তাড়া নেই, আমরা বেকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
নীতেশ বড়ুয়া
ডেভু নাজমুল ভাই ঠ্যাঙ্কিয়ু 😀 😀 😀 আশা করছি সব দাবী ও দাওয়া পূরণ করে দিচ্ছেন অচিরেই আর এইজন্যে চা নাস্তার দাওয়াতের দাবী নিজে থেকেই দিয়ে দিলাম আপনাকে 😀
নাসির সারওয়ার
আমারযে এক্ষান দাবি ছেলো –
এখানে কয়েকজন লিখিয়েরা আছেন, উনারা যে কে কি লেখেন বোধগম্য হয়না প্রায়শই। আপনি যদি একখান মেশিন বানাইতেন যাহাতে ঐ লেখাগুন নির্বোধ পাঠকের পড়ার উপযোগী করিয়া দিতো, বড়ই শান্তি পাইতাম। আমার মত আরো অনেকই আছেন যাহারা ঈষৎ লজ্জা পাহিয়া কহিতে পারিতেছেননা।
আপনার বিবেচনার জন্য আপনাকে আগাম চা পাঠাইলাম। ঘুষ মনে করিয়া ব্যথিত হইবেননা।
প্রভু আপনার সহায় হোন।
ছাইরাছ হেলাল
মন্তব্য সম্পাদনা চাই না।
নীতেশ বড়ুয়া
আমার মূল দাবী নিয়া কাজ করতাসে এইডাইতেই আমি খুশী… মন্তব্য এডিট চালু না করলেও চলপে 😀
ছাইরাছ হেলাল
প্রথম পাতায় আপনার লেখা সহ অন্য লেখায় বিস্তারিত তে রাইট ক্লিক হয় না।
একটু দেখবেন।
নাজমুল আহসান
ঠিক করে দিয়েছি।
ছাইরাছ হেলাল
নুতন পোস্ট লেখায় text ও দৃশ্যমান বাটন খুঁজে পাচ্ছি না।
নাজমুল আহসান
এখন পাবেন।
তানজির খান
প্রিয় ব্লগারদের অনুসরণ করবার সুযোগ থাকলে ভাল হত।সেক্ষেত্রে ”প্রিয় ব্লগারের ব্লগ” নামে বা অন্য নামে একটা বিভাগ খোলা যেতে পারে।সব সময় ব্যস্ততার কারনে ব্লগে ঢোকা হয় না ।তাই এমন সুযোগ থাকলে ভাল লেখকের লেখা পড়তে সুবিধা হয়। নতুন ব্লগার আসলে দেখা যায় পোস্ট ফ্লাডিং করছে। এক্ষেত্রে প্রথম এক সপ্তাহ তাদের লেখা ”নবীন ব্লগার” নামে একটা বিভাগে প্রকাশ হতে পারে। এই এক সপ্তাহে তারা নিয়মনীতি বুঝে যাবে তখন প্রথম পাতায় তাদের লেখার একসেস হবে, এতে ব্লগের একটা বিশেষত্ব তৈরী হবে বলে মনে হয়। ”আমার সকল লেখা” কে ”নিজের ব্লগ” নামে নামকরন করা যেতে পারে।
উপরের অনেকের পরামর্শ পড়লাম সেগুলো অনেকদিন থেকেই অনুভব করছিলাম।সেগুলোর আশু সমাধান দরকার। অনেকদিন থেকে ওগুলো নিয়ে ভুগছি।
জিসান শা ইকরাম
আপনি যে বিশাল একটি কাজ হাতে নিয়েছেন এটি বুঝি আমি। সাধারণত এমন কাজ করার সময় সম্পুর্ন সাইট বন্ধ করে দিয়ে কাজ করা হয়। কিন্তু আপনি সোনেলা সচল রেখেই এই কঠিন কাজটি করছেন।কতটা কঠিন এই কাজটি, তার পুর্ন ধারনা আছে আমার।
সোনেলার সমস্ত ব্লগার, শুভাকাংখি, পাঠকদের পক্ষ হতে এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তানজির খান
মুক্ত চিন্তা বা মুক্ত দর্শন নামে নতুন একটি ক্যাটেগরি যোগ করার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করছি।
জিসান শা ইকরাম
জবাবের অংশ টুকি গোলাপি হওয়াতে ভালো লাগছে দেখতে 🙂
উপরে সবার মন্তব্য পড়লাম, এবার নিজস্ব মতামত দিতেই হয়।
১। যে কোন পরিবর্তনের পূর্বে খেয়াল রাখতে হবে, পরিবর্তনের কারনে সোনেলার পেইজ লোড হতে সময় যেন বেশী না নেয়। অর্থৎ সোনেলার স্পীড যেন কমে না যায়। স্পীড কমিয়ে ভারী কিছু চাপিয়ে দেয়া ঠিক হবেনা।
২। মন্তব্য সংশোধনের কোন অপশন চালু করা উচিৎ হবেনা। কেউ ভুল মন্তব্য করলে অন্য একটি মন্তব্য করে তা বলতে পারেন, বা ২য় আর একটি মন্তব্য করবেন। মন্তব্য কারী মন্তব্য সংশোধন এর সুযোগ পেলে এর অপব্যবহার হবার সম্ভাবনা থাকবে। মন্তব্যের ইতিহাস খোঁজার দরকার কি? এটি ফেইসবুক নয়।
৩। নোটিফিকেশন থাকলে ভালো, না থাকলেও সমস্যা হবার কথা নয়। নিজের পোষ্টের নোটিফিকেশন পাচ্ছি আমরা অদেখা মন্তব্যে। অন্য কারো পোষ্টে মন্তব্যের জবাব এর জন্য নোটিফিকেশন চালু করলে একটা সমস্যা হতে পারে। নোটিফিকেশনের চাপে, নিজের লেখার জন্য আসলে সময় কমে যেতে পারে। মন্তব্যের জবাবের নোটিফিকেশন না দিয়ে, পোষ্ট অনুসরন এর ব্যবস্থা করা যায়।
৪। পোষ্ট পঠিত সংখ্যা নিয়ে সমস্যা হচ্ছে। এটির সমাধান না হলে, আপাতত কিছুদিন পঠিত সংখ্যা তুলে দেয়াই ভালো।
আপাতত এসব সুপারিশ আমার।
নীতেশ বড়ুয়া
জিসান ভাইয়া, আপনার ৩নং পয়েন্টের শেষে পোস্ট অনুসরণের অপশন চাইলেন। কিন্তু এটা ভয়ংকর একটা ব্যাপার হবে। এই অনুসরণ করলে দেখা যাবে শুধুমাত্র কিছু পোস্টেই যাওয়া হবে অনুসরণের কারণে। এইভাবে একসময় এই ব্লগ শুধুমাত্র কয়েকজন ব্লগারের অনুসরণকারীদল হয়ে যাবে।
এই রকমের অনুসরণ নীতি চালু ফেসবুকের মতো ভন্ড মুখোশের আদল নিয়ে নিবে নিশ্চিত।
আপনি বিচক্ষণ মানুষ, আমার দ্বিমত ভেবে দেখার অনুরোধ রইলো।
মরুভূমির জলদস্যু
ইমো কাজ করেছে না।
ইমোর পরিমানটাও বাড়ানো দরকার।
নাজমুল আহসান
ওকে
লীলাবতী
সাম্প্রতিক মন্তব্যে এবং শীর্ষ মন্তব্যে ব্লগারদের নামে ক্লিক করলে দুঃখিত লেখা আসে।ব্লগারের প্রফাইলে যাচ্ছে না।
পোষ্ট কে দিচ্ছেন তার প্রফাইল পিকচার দেখা যাচ্ছেনা।আমার এত সুন্দর প্রফাইল পিকচার পোষ্ট দিলে কেউ দেখবেনা? 🙁
ব্লগারস প্রফাইলে পোষ্টের সংখ্যাটি নেই। পোষ্টে যে সব কাজ চলছে বলে জানিয়েছেন,তা সম্পন্ন হলেই হবে।
সোনেলার স্পীড যেন না কমে ভাইয়া। বিদ্যমান ইমোগুলো কাজ করছেনা। ধন্যবাদ আপনাকে
নীতেশ বড়ুয়া
ডেভু ভাই, লীলাপুর এই অভিযোগের দিকে দৃষ্টি দিবেন আশা করছি। এখন পর্যন্ত শীর্ষ মন্তব্যকারীদের সবার নামে ক্লিক করা যাচ্ছে না, শুধুমাত্র তিনজনের নাম ছাড়া। বিষয়টি আপনার নজরে আনলাম।
নীতেশ বড়ুয়া
বিভাগের জন্য নতুন একটি চালু করার জন্য অনুরোধ রইলো ডেভু নাজমুল ভাই। আমার প্রস্তাবিত নতুন বিভাগ ‘আজকের এই দিনে’ যুক্ত করার অনুরোধ।
ছাইরাছ হেলাল
মডারেটরেরা আগে মন্তব্য সম্পাদনা করতে পারত,
এখন সে অপশনটি দেখা যাচ্ছে না।
দেখবেন একটু।
স্বপ্ন নীলা
পোস্ট প্রিয়তে নেয়া- এটা আমার দীর্ঘ দিনের দাবি ছিল, যাইহোক এটা পূর্ণ হলো, একারণে সোনেলা মডুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
’প্রিয় তালিকায় যুক্ত করুন’ / ’প্রিয়তে যুক্ত করুন’ দেয়া যেতে পারে —-
একটা উৎসব উৎসব ভাব কাজ করছে —– দারুন দারুন
স্বপ্ন নীলা
আমার ব্যক্তিগত মতামত —
মডুদের পক্ষ হতে কোন পোস্ট দিলে লেখকের নাম কোন ক্রমেই দেয়া উচিত নয়, লেখকের নামের স্থলে ব্লগ কর্তৃপক্ষ / সোনেলা কর্তৃপক্ষ দেয়া যেতে পারে — নিরাপত্তার স্বাথেই নামটা গোপন থাকা ভাল বলেই মনে করি -আমরা অবশ্যই জানি যে যারা পর্দার পেছনে কাজ করছেন তারা কত পরিশ্রম করছেন এবং সোনেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন – তাদের আন্তরিকতা এবং কমিটমেন্ট = সেইসাথে ব্লগারদের ইতিবাচক ভূমিকা, আন্তরিকতা ও ভালবাসা সোনেলাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে —-
যারা সোনেলার পর্দার আড়ালে বসে কাজ করছেন – তাদেরকে প্রাণভরে দোয়া করছি —
স্বপ্ন নীলা
কোন পোস্ট পছন্দ হলে একটা পছন্দের বাটনের খুবই মিস করি — যে ব্লগার পোস্টটি লিখেছেন তিনি অনুপ্রাণিত হন যে তার পোস্টটি পছন্দ হয়েছে — বাটনের কাছাকাছি কারসর যেতেই দেখা যাবে কয়জন ব্লগার তার লেখা পছন্দ করেছেন —– আবার মন্তব্যের ক্ষেত্রেও একই বিষয় করা যেতে পারে — সেক্ষেত্রে হাত তোলা বা প্লাস বাটন দেয়া যেতে পারে —
নীতেশ বড়ুয়া
এই রকম বাটন চালু হলে দেখা যাবে ফেবুর মতো বাটনে ক্লিক করেই কাজ সেরে ফেলেছেন। :p
স্বপ্ন নীলা
নীতেশ দা, অনেক ব্লগেই কিন্তু এই ধরণের নিয়ম চালু আছে – যেখানে ব্লগারগণ লাইক বাটন চেপে আবার মন্তব্য ঠিকই করে — এটা অবশ্যই একটা ভাল সিন্টেম —। হুমম, ফেবুতেও কিন্তু লাইক এর পাশাপাশি মন্তব্যের অফশনও আছে, সুন্দর ও সহজ অফসনের কারণেই ফেবু এত জনপ্রিয় হয়েছে ===
নীতেশ বড়ুয়া
এবং এই জন্যই ফেবুতে ভুঁইফোড় বেশী।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
মরুভূমির জলদস্যু
ইমো কাজ করা শুরু হয়েছে মনে হচ্ছে ;?
মন্তব্যের প্রতিউত্তরের নোটিফিকেশন চালু করলে বেশ হয়।
নাজমুল আহসান
মন্তব্যের প্রতিউত্তরের নোটিফিকেশন চালু হচ্ছে।
নীতেশ বড়ুয়া
থ্যাংকু ডেভু নাজমুল ভাই… এই জিনিষ চালু করতে কত ঝামেলা তা কিছুটা হলেও আঁচ করতে পারছি গতকাল থেকে…
আপনার জন্য সোনেলা ভর্তি (3 আর -{@
নাজমুল আহসান
ঠিকঠাক কাজ করছে তো? আমার এই কমেন্টের নোটিফিকেশন পেয়েছিলেন? :p
নীতেশ বড়ুয়া
পেয়েছি ডেভু ভাই 😀 থ্যাঙ্কো 😀 😀 \|/
অরুনি মায়া
ব্লগ এর উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এটা খুবি ভাল উদ্দ্যোগ ,কিন্তু মোবাইল ইউজার দের জন্য কঠিন করে দেওয়া হল | প্রতিবার মোবাইলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে হচ্ছে নোটিফিকেশন দেখার জন্য | মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করছিনা, কষ্ট হচ্ছে| ডেক্সটপ ভিউ আগের মত অপশন দিয়ে দেওয়া হোক | নোটিফিকেশন এর দিকে সব সময় চোখ রাখতে হয় ,আর সেগুলো সব নিচে | উফফ এত দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি | সমস্যার সমাধান চাই প্লিজ 🙁
নাজমুল আহসান
নোটিফিকেশন অংশটা উপরে দিয়ে দেব?
অরুনি মায়া
যদি ডেক্সটপ ভিউ আর মোবাইল ভিউ দুটোই থাকত তবে বেশি ভাল হত
নাজমুল আহসান
🙁
আসলে ডেক্সটপ এবং মোবাইলের জন্যে আলাদা সাইট বানানোর প্রথাটা এখন আর নেই। এখন রেস্পন্সিভ ডিজাইন বলে একটা কনসেপ্ট চালু হয়েছে; যেখানে একই সাইট ডেক্সটপ এবং মোবাইল দুইটা থেকে আলাদা-আলাদা এবং ব্রাউজারের উপযোগী করে দেখায়। সোনেলাতে আমরা রেস্পন্সিভ ডিজাইন করেছি।
বিস্তারিতঃ উইকিপিডিয়া
অরুনি মায়া
কিন্তু মোবাইলে মন্তব্য একটা সাইডে চেপে একদম চিকন হয়ে আসছে | জুম করাও যাচ্ছেনা | পড়তেও অসুবিধা হচ্ছে
অরুনি মায়া
ধন্যবাদ 🙂
নাজমুল আহসান
আচ্ছা, ব্যাপারটা দেখছি। 🙂
লীলাবতী
ভাইয়া আমার পোষ্টের অদেখা মন্তব্যের সব মন্তব্য দেখেছি,জবাব দিয়েছি,এরপরেও অদেখা মন্তব্যে সব দেখছি।এটি কাজ করছেনা মনে হয় ঠিক ভাবে। 🙁
অরুনি মায়া
নোটিফিকেশন উপরে হলে ভাল হয়
নাজমুল আহসান
আচ্ছা 🙂
আবু খায়ের আনিছ
প্রতিউত্তরের নটিফিকেশন পাওয়া যাচ্ছে, তবে অনেকগুলো আলাদা করে দেখানো হচ্ছে, বিষয়টা যদি এমন হত একটা পোষ্টে যে কয়জন মন্তব্য করেছে তার জন্য অলাদা অালাদ নটিফিকেশন না দিয়ে একটার মধ্যেই বলে দেওয়া হত উমুক উমুক মন্তব্য করেছেন উমুক লেখায় আর প্রতি উ্ত্তর এর ক্ষেত্রে শুধু যার মন্তব্য এর উত্তর দেওয়া হচ্ছে তার কাছেই নটিফিকেশন যাবে এমন হলে ভালো হতে বলে মনে করি। সবার প্রতি উত্তরে যদি কমেন্টসকারী সবার কাছে নটিফিকেশন যায় তাহলে নটিফিকেশন ঘর বড় হয়ে যায় আর কিছু নটিফিকেশন আড়াল হয়ে থেকে যায়।
নাজমুল আহসান
🙁
আবু খায়ের আনিছ
কষ্ট কি একটু বেশি দিয়ে ফেললাম ভাইয়া? 😀
নীতেশ বড়ুয়া
এই রকম ইন্ডিভিজ্যুয়াল তো আপনি করাতে পারবেন না। করা যাবে তবে যে পরিমাণ লোড হবে সার্ভারের তাতে সোনেলা লোড হতেই সবাই চিৎপটাং!
নোটিফিকেশনের দুইটি উপায়ঃ হয় নিজের নতুবা অন্যের পোস্টে কমেন্ট করে এলে তবে সেইসব পোস্টের নোটিফিকেশন পাওয়া। শুধুমাত্র নিজের মন্তব্যের জবাবের নোটিফিকশন চাইতে হলে প্রতি পোস্টের প্রতি জবাব/মন্তব্যের জন্য আলাদা আলাদা করে কোডিং করিয়ে রাখতে হবে যা হবে সবচাইতে বেশী ঝামেলার। এই ব্যাপারে ডেভু ভাই ভালই বুঝাতে পারবেন, তবে আমার কাছে যা মনে হলো তাই জানালাম।
আবু খায়ের আনিছ
আমি এই বিষয়ে তেমন কিছু জানিনা, তাই শুধু আমার মতামতটা জানাইলাম। আমি আবার একটু বেশি সুবিধাবাদী। সব চাই কিন্তু তার জন্য কোন ছাড় দিতে রাজী নয় এমন টাইপ আর কি।
যাই করেন, সবার আগে এই বিষয়টা নজরে রাখবেন আশাকরি যাতে পেইজ বেশি লোড না হয়ে যায়। বেশি সুবিধা পাইতে গিয়ে না আবার পেইজ লোড দেখে ঘুম চলে আসে। :D)
নীতেশ বড়ুয়া
:p
নীতেশ বড়ুয়া
এখন পর্যন্ত যে রকম নোটিফিকশন পেয়েছি তা হচ্ছে অন্যের পোস্টে আমার করা মন্তব্যের জবাব এলেই তবে আমি নোটিফিকশন পাচ্ছি। অনেকটা আপনার প্রস্তাবিত দাবীর মতোই।
আমাদের ডেভু ভাই অন্নেক ভালু… \|/
আবু খায়ের আনিছ
হ্যাঁ তা বলেছেন ঠিক। আমাদের এত অভিযোগ একা সামাল দিচ্ছেন। পারেন বটে উনি।
নীতেশ বড়ুয়া
সোনেলার মিলনমেলায় এলে পুষিয়ে দিয়েন 😛
আবু খায়ের আনিছ
আশা রাখি 🙂
নীতেশ বড়ুয়া
\|/
নীতেশ বড়ুয়া
ডেভু ভাই, ট্যাগ/বিভাগে ‘আজকের এই দিনে’ চালু করা যাবে না?
নাজমুল আহসান
এটা আসলে ব্লগের মডারেটরদের সিদ্ধান্তের ব্যাপার। তাঁরা বললেই আমি করে দেব। 🙂
নীতেশ বড়ুয়া
মডুদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সোনেলায় সদস্যদের জন্মদিন নিয়ে পোস্ট দেওয়া হয়। কিন্তু বিভাগ/ট্যাগ অপশনে যুৎসই কোন ট্যাগ পাওয়া যায় না।
এছাড়াও অনেক সময় অনেক প্রয়োজনে এই ‘আজকের এই দিনে’ চালু থাকলে কাজে লাগতে পারে।
অতএব, মডুদের কাছে সবিনয়ে আবেদনের নিবেদন এইযে ডেভু ভাইয়াকে বলে চালু করানোর ব্যবস্থা নিন।
ধন্যবাদ। 😀 :p
নাজমুল আহসান
😀
নীতেশ বড়ুয়া
:D) :p
অরুনি মায়া
মন্তব্যের বক্সটা ধীরে ধীরে ডান দিকে চাপিয়ে না এনে নীচে নীচে রাখলে এই সমস্যার সমাধান হয়ে যাবে |
নাজমুল আহসান
এটা আসলে প্রত্যুত্তর বুঝানোর জন্যে করা হয়েছে। এরকম না থাকলে কোন মন্তব্যের উত্তর কোনটা বুঝতে পারবেন না :p
এখন সর্বোচ্চ ৫ স্তরের প্রত্যুত্তর দেওয়ার ব্যবস্থা আছে। কর্তৃপক্ষ চাইলে এটা কমিয়ে দেওয়া যেতে পারে 🙂
শুন্য শুন্যালয়
নাজমুল ভাই, প্রোফাইলে সবার বিস্তারিত এড করেছেন দেখে খুবই খুশি লাগছে। ধন্যবাদ সব জমা করছি। আপাতত কিছু জিনিস এর জন্য আবার নক করছি ভাইয়া। একটু দেখে জানাবেন—-
১। ব্যানারের অর্ধেক বোঝা যায়না।
২। মোবাইলে সোনেলা বার্তার পাশে হোমের জন্য অপশন দেয়া যাবে কিনা, বারবার ক্লিক করে হোমপেজ আনা খুবই কষ্টের।
৩। মোবাইলে মন্তব্য ঠিক করতে হবে, চেপে আসে লেখা, জুম হয়না।
৪। সকল অদেখা নোটিফিকেশন এভাবে না এনে একটা নাম্বার আনা যায় কিনা, যেটা আমরা ফেসবুকে দেখি।
৫। স্টিকি পোস্ট, ডিফারেন্ট কালার হোক আগের মতো।
৬। সাম্প্রতিক মন্তব্য মোবাইলে নীচে যাওয়া বারবার আসলেই একটু বিরক্ত লাগছে।
———— এগুলো একটু দেখুন ভাইয়া।
অরুণিমা
দারুন ব্যাপার। এরকম হলে সত্যি খুব ভালো হবে।
লীলাবতী
ভাইয়া আমার পোষ্টের অদেখা মন্তব্যের সব মন্তব্য দেখেছি,জবাব দিয়েছি,এরপরেও অদেখা মন্তব্যে সব দেখছি।এটি কাজ করছেনা মনে হয় ঠিক ভাবে।
নাসির সারওয়ার
While stressing the window, banner gets broken. Using bootstrap (http://getbootstrap.com/) should solve the problem. Just a recommendation with respect how you are developing this website.
নীলাঞ্জনা নীলা
প্রচুর খেটেছেন আপনি। এজন্য কৃতজ্ঞতা নাজমুল ভাই। -{@
মরুভূমির জলদস্যু
মন্তব্যের জবাবের নোটিফেকেশন আসে, তবে সেখানে ক্লিক করে উল্লেখিত পোষ্টে যাওয়া যায় না। বরং বলে –
দুঃখিত!
দুঃখিত! কোনো লেখা পাওয়া যায়নি।
নূরু
আমি এই বিষয়ে তেমন কিছু জানিনা।
অনিকেত নন্দিনী
১। “বহুল প্রতীক্ষিত কমেন্টের নোটিফিকেশন সম্ভবত ঠিকঠাক কাজ করছে এখন। নিজের পোস্টের নতুন কমেন্ট এবং নিজের কমেন্টের (নিজের কিংবা অন্যের পোস্টে) উত্তর দেওয়া হলে সেটা নোটিফিকেশনে” এ পর্যন্ত ঠিক আছে। কথা হলো সেই নোটিফিকেশন তো স্থায়ীভাবে আসন গেঁড়ে বসে থাকছে। যতোই ক্লিক করি না কেন, নোটিফিকেশন যায়না। আমার ব্লগে এযাবৎ ১২১ নোটিফিকেশন ঝুলে আছে। ;(
২। সব লেখার পর “প্রিয়তে নিন” অপশনটা দেখতে পাচ্ছিনা। 🙁
৩। মোবাইল থেকে ব্লগের লেখা পড়তে জুম করা যেতো, এখন যায়না। 🙁
৪। ব্যানারের লেখা তো দেখাই যায়না। 🙁
৫। ইমোটিকনের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করি। ;?
নীলাঞ্জনা নীলা
Test