ই-বুকে বিজয় মাসের সোনেলা

ছাইরাছ হেলাল ১ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০১:৫৭:৩২অপরাহ্ন সোনেলা বার্তা ১১১ মন্তব্য


বেশ অনেক চড়াই-উতরাইয়ের পর এই প্রথমবার সোনেলা তার ই-বুক প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।এটি একটি খুবই সাধারণ ঘটনা ব্লগ জগতে।চোখ-কান খোলা রাখলে আমরা এর থেকে অনেক সুন্দর পরিমার্জিত ই-বুকের ছড়াছড়ি দেখতে পাই।আমাদের প্রথম প্রয়াস হিসাবে আমদের কাছে এটি ভালবাসার পদ্মলোচনের মতই,কানা হলেও।বিশেষ কোন লেখার কথা উল্লেখ না করেই বলছি,আমরা সুযোগ পেয়েছি অনেকগুলো সুন্দর লেখার সন্নিবেশ ঘটাতে এখানে যা আমাদের ভবিষ্যতে আরও গভীর মান সম্পন্ন লেখা পড়ার সুযোগ এনে দেবে।যারা এখানে অনেক সময় নিয়ে কষ্ট করে লিখছেন এবং সামনে আরও লিখবেন তাঁদের এ অসামান্য প্রয়াস কে খুচরো ধন্যবাদ দিয়ে কুণ্ঠিত করতে চাই না।আমরা তাঁদের আরও লেখা যেন বেশি বেশি করে পড়তে পারি তার অবারিত সুযোগেরই শুধু প্রত্যাশা করি,এর বেশি কিছু নয়।
আমাদের বিজয় পড়ে পাওয়া খোলামকুচি নয়,নয় কারও দয়ার দান।এক নদী রক্তবিনিময়ের এ স্বাধীনতা,সময় এসেছে ঋণ পরিশোধের।এ হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।

প্রহেলিকার আগ্রহ ও একনিষ্ঠ শ্রমের ফল এই ই-বুকটি।মূলত সেই তৈরি করেছে।এ জন্য তাকে কোনই ধন্যবাদ দিচ্ছি না।(পণ্ড শ্রমে আমাদের ধন্যবাদ পাওয়া এত্ত সহজ নয়)

ও হ্যাঁ,সম্পাদনার অনেক কাজেই পেছন থেকে আর একজন গুণী কবি সাহায্য করেছেন মূল্যবান সময় এ কাজে ব্যয় করে,শূন্য শূন্যালয়কে অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা সোনেলার পক্ষ থেকে।তিঁনি তাঁর সহযোগিতা ভবিষ্যতেও জারি রাখবেন এ কামনা অবশ্যই আমরা রাখি।

শেষে,নিজেকে ধন্য ভাবছি সোনেলার প্রথম ই-বুকটির সাথে থাকতে পারার জন্য।
সোনেলা পরিবারের সবাইকে বিজয়ের শুভেচ্ছা অগুনতি।

শুভ নববর্ষ।

=============================================================

এখানে ক্লিক করে ই-বুকটি পড়ুন/ডাউনলোড করুণ।
এখানে ক্লিক করে zip ফাইলটি ডাউনলোড করুণ।

 

৮২৭জন ৮২৭জন
0 Shares

১১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ