বেশ অনেক চড়াই-উতরাইয়ের পর এই প্রথমবার সোনেলা তার ই-বুক প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।এটি একটি খুবই সাধারণ ঘটনা ব্লগ জগতে।চোখ-কান খোলা রাখলে আমরা এর থেকে অনেক সুন্দর পরিমার্জিত ই-বুকের ছড়াছড়ি দেখতে পাই।আমাদের প্রথম প্রয়াস হিসাবে আমদের কাছে এটি ভালবাসার পদ্মলোচনের মতই,কানা হলেও।বিশেষ কোন লেখার কথা উল্লেখ না করেই বলছি,আমরা সুযোগ পেয়েছি অনেকগুলো সুন্দর লেখার সন্নিবেশ ঘটাতে এখানে যা আমাদের ভবিষ্যতে আরও গভীর মান সম্পন্ন লেখা পড়ার সুযোগ এনে দেবে।যারা এখানে অনেক সময় নিয়ে কষ্ট করে লিখছেন এবং সামনে আরও লিখবেন তাঁদের এ অসামান্য প্রয়াস কে খুচরো ধন্যবাদ দিয়ে কুণ্ঠিত করতে চাই না।আমরা তাঁদের আরও লেখা যেন বেশি বেশি করে পড়তে পারি তার অবারিত সুযোগেরই শুধু প্রত্যাশা করি,এর বেশি কিছু নয়।
আমাদের বিজয় পড়ে পাওয়া খোলামকুচি নয়,নয় কারও দয়ার দান।এক নদী রক্তবিনিময়ের এ স্বাধীনতা,সময় এসেছে ঋণ পরিশোধের।এ হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।
প্রহেলিকার আগ্রহ ও একনিষ্ঠ শ্রমের ফল এই ই-বুকটি।মূলত সেই তৈরি করেছে।এ জন্য তাকে কোনই ধন্যবাদ দিচ্ছি না।(পণ্ড শ্রমে আমাদের ধন্যবাদ পাওয়া এত্ত সহজ নয়)
ও হ্যাঁ,সম্পাদনার অনেক কাজেই পেছন থেকে আর একজন গুণী কবি সাহায্য করেছেন মূল্যবান সময় এ কাজে ব্যয় করে,শূন্য শূন্যালয়কে অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা সোনেলার পক্ষ থেকে।তিঁনি তাঁর সহযোগিতা ভবিষ্যতেও জারি রাখবেন এ কামনা অবশ্যই আমরা রাখি।
শেষে,নিজেকে ধন্য ভাবছি সোনেলার প্রথম ই-বুকটির সাথে থাকতে পারার জন্য।
সোনেলা পরিবারের সবাইকে বিজয়ের শুভেচ্ছা অগুনতি।
শুভ নববর্ষ।
=============================================================
এখানে ক্লিক করে ই-বুকটি পড়ুন/ডাউনলোড করুণ।
এখানে ক্লিক করে zip ফাইলটি ডাউনলোড করুণ।
১১১টি মন্তব্য
নুসরাত মৌরিন
উফ্ কি যে ভাল লাগছে!! সোনেলার প্রথম ই-বুকে আমার লেখাও ঠাঁই পেয়েছে।এই-মাত্র ডাউন-লোড করলাম। 🙂
কিন্তু আমার নামের বানান ভুল!!নুসরাত মৌরিন হয়ে গেছে নুসরাত মেনরিন!!ক্যামনে কী!! ;(
^:^
ছাইরাছ হেলাল
দুঃখিত, এ রকম আরও কিছু ভুল রয়ে গেছে যা আমরা জেনেও কিছু করতে পারিনি।
আর বুঝতেই পারছেন এটি আমাদের প্রথম প্রচেষ্টা। ধন্যবাদ।
নুসরাত মৌরিন
সমস্যা নাই ভাই।প্রথম ই-বুকে আমি আছি তাতেই আমি খুশি।নামে কী আসে যায়!! :p
সাইদ মিলটন
ইয়েস ইয়েস – শেক্সপীয়ার বলেছেন ”হুয়াটস অন নেম ” তা সেটাও নিজের নামেই বলেচেন :p
প্রহেলিকা
অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত, কনভার্ট করার সময় কিছু ফন্ট পরিবর্তন হয়ে গেছে যা আর ঠিক করা সম্ভব হয়ে উঠেনি। তবে ভুল ভুলই আপু তাই আন্তরিক ভাবে দুঃখিত।
নুসরাত মৌরিন
সমস্যা নাই ভাইয়া।
আমি বুঝতে পেরেছি,এটা অনিচ্ছাকৃত ভুল।
আর আমি ই-বুকে আছি এটাই অনেক খুশির ব্যাপার আমার কাছে। 🙂
ছাইরাছ হেলাল
এবারে আবার দেখুনতো আপনার নামটি।
নুসরাত মৌরিন
:D)
এইবার হইছে মেঙরিন!!
মায় বাপে ক্যান যে আমার নাম মৌরিন রাখছিল।কী বিপদজনক নাম!! ^:^
সমস্যা নাই ভাইয়া।আমি তো জানি এইটা আমি,আপনারাও জানেন।আর কী!! 😀
প্রহেলিকা
ডাউনলোড করে নামিয়ে পড়ার আগে আমিও এমন দেখছিলাম কিন্তু ডাউনলোড করে ওপেন করার পর এখন ঠিক দেখছি আপু। ডাউনলোড করে নামিয়ে নিন এবং এখানে গিয়ে আপনার adobe readerটি আপডেট করে নিন এখানে গিয়ে http://get.adobe.com/uk/reader/
। {abode reader Version XI (11.0.08) } থাকলে ঠিক ভাবেই কাজ করবে আপু।
নুসরাত মৌরিন
হুররে…ঠিক আছে ঠিক আছে। \|/
আমার নাম আমার নামেই আছে!!নেট ভিউ তে সমস্যা।ডাউনলোডের পর ঠিক দেখাচ্ছে। 😀
নুসরাত মৌরিন
হেলাল ভাইয়া,শূণ্য আপু এবং প্রহেলিকা ভাইয়া অনেক অনেক অনেক ধন্যবাদ।এমন একটা মহৎ কাজের নিবেদিত হয়ে থাকার জন্য। -{@
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুন্য শুন্যালয়
আপনাকেও অনেক ধন্যবাদ মৌরিন আপু। আপনাদের সুন্দর লেখাগুলোই অলংকার হিসাবে রয়েছে ছোট এই প্রচেষ্টায়। পাশেই থাকবেন সবসময়।
সঞ্জয় কুমার
ডাউনলোড করলাম । রাতে পড়ব । সোনেলা এবং ই বুকের সম্পাদনা কাজে যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ডাউন করলাম।কৃতজ্ঞ ই বুক এর মতো একটি কঠিন কাজটি আমাদের মাঝে এনে দেয়ায়। -{@
ছাইরাছ হেলাল
সবাইকে উৎসাহিত করার জন্য এই চেষ্টা। আপনারা সবাই অনেক ভাল লেখেন।
মারজানা ফেরদৌস রুবা
অনেক ধন্যবাদ কষ্ট করার জন্য।
আমার নামটা (ফেরদৌস)কি একটু ঠিক করা যায়?
আবার স্মৃতিসৌধ বানানটাও সম্ভব হলে ঠিক করাটা জলুরী ছিলো। সম্ভবত (ৗ)তে সমস্যা হচ্ছে।
প্রথমকাজে একটু ভুল হবেই, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব তা শুধরে নেয়ার। আফটারঅল আমরা সবাই তো “সোনেলা” পরিবারেরই সদস্য।
প্রহেলিকা
ডাউনলোড করে নামিয়ে পড়ার আগে আমিও এমন দেখছিলাম কিন্তু ডাউনলোড করে ওপেন করার পর এখন ঠিক দেখছি আপু। ডাউনলোড করে নামিয়ে নিন এবং এখানে গিয়ে আপনার adobe readerটি আপডেট করে নিন এখানে গিয়ে http://get.adobe.com/uk/reader/
।আর যদি কারেন্ট ভার্সন এটি থেকে থাকে তাহলে ডাউনলোড শেষে ফাইলটি ওপেন করে দেখুন।
{abode reader Version XI (11.0.08) } থাকলে ঠিক ভাবেই কাজ করবে আপু। -{@
ছাইরাছ হেলাল
আমি কিন্তু আপনার নাম ঠিক ভাবেই দেখছি।
ছাইরাছ হেলাল
অবশ্যি আমরা একই পরিবারের।
মারজানা ফেরদৌস রুবা
আমার অনেক ভালো লাগছে যে আমার “জাগতে হবে, জাগাতে হবে, ঘুমন্ত চেতনাকে জাগিযে তুলতে হবে” এই লিখাটির সাথে সঙ্গতি রেখে ছবি সিলেকশন করার জন্য। আমি নিজেও অতোটা ভালো সিলেকশন করতে পারতাম কিনা সন্দেহ।
এই সৃজনশীল কাজটা কে করে দিলো জানতে চাই এবং আমি নিজে তাঁকে ধন্যবাদ জানাতে চাই।
ছাইরাছ হেলাল
ধরে নিন আপনার ধন্যবাদ যথাস্থানে পৌছে গেছে।
প্রহেলিকা
আমি কিন্তু সবার নাম ঠিক ভাবেই দেখছি। সকলের নিকট অনুরোধ জানাচ্ছি যে আপনারা ফাইলটি অনলাইনে না পড়ে প্রথমে ফাইলটি নামিয়ে নিন। আপনার adobe reader টি আপডেট করে নিন এখানে গিয়ে
http://get.adobe.com/uk/reader/
আপনার adobe reader ফাইলটি আপডেট করার পর আপনি যদি ফাইলটি নামিয়ে ওপেন করেন তাহলে আশা করছি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
অরণ্য
বার বার ইংরেজী কেন আসছে প্রশংসা করতে বুঝতে পারছি না। একটা হতে পারে সেলেব্রেট করা বা সুন্দর করে শুভেচ্ছা জানানো, সে বোধহয় ইংরেজী ভাষাতেই আমরা করেছি বেশি।
আমার কোন লেখা এখানে নেই। কিন্তু আমি খুব খুশি হয়েছি। অনেকের খুশি দেখেও যেমন খুশি হয়েছি, তার চেয়েও বেশি খুশি হবার ব্যাপার হলো সোনেলা প্রথম বারের মত একটি ই-বুক প্রকাশ করল মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের উৎসর্গ করে, আর আমি এই সোনেলা পরিবারেরই একজন।
সম্পাদনা, প্রচ্ছদ ও অলংকরণসহ আরও নানা কাজে যারা অক্লান্ত পরিশ্রম করে এই ই-বুকটি প্রকাশ করলেন তাদেরকে অভিবাদন। এই সংখ্যায় যাদের লেখা ঠাঁই পেল তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। -{@
ধরে নিলাম এটিই আমাদের ই-বুকে সোনেলা । সোনেলার বিজয় দিবস সংখ্যার প্রকাশনা পর্ব। যদি তাই হয় তাহলে আমি আবারও শুনতে চাইব মর্মস্পর্শী সেই সুর, কথা, উচ্চারণগুলো – যা উঠে এসেছে “এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না” গানটিতে। ব্লগার সজীব গানটি আগে শেয়ারও করেছেন ১৬ই ডিসেম্বর ১৯৭১ এর কিছু দূর্লভ ফটো পোস্টটিতে। গানটি বাজিয়ে আমি আবারও স্মরণ করতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের – জানাতে চাই শ্রদ্ধা, নিতে চাই প্রেরণা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকার।
https://www.youtube.com/watch?v=3qfS0R8PvUk
ছাইরাছ হেলাল
হ্যা,আমরা এক ই পরিবারের সদস্যা। সবার সহযোগিতায় এটি প্রকাশ করা সম্ভব হয়েছে।
আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য।
অরণ্য
প্রিয় প্রহেলিকা, ১৬ই ডিসেম্বর ১৯৭১ এর কিছু দূর্লভ ফটো পোস্টটিতে গানগুলোর লিংক কাজ করছে বোধহয়। আমার মনে হয় লিংকগুলো থাকা ভাল। গুড জব। (y)
ছাইরাছ হেলাল
নুতন করে আর কিছুই সংযোজনের সুযোগ নেই।
মরুভূমির জলদস্যু
ভালো কাজ হয়েছে।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
ব্লগার সজীব
এক কথায় অসাধারন কাজ। প্রচ্ছদটা খুবই আকর্ষনীয় হয়েছে।ভিতরে পেইজের কালারে একটি কোমল ভাব। চোখে প্রেসার লাগেনা।কেমন এক প্রশান্তি। এত কষ্ট করে লেখা স্মপাদনা,নির্বাচন এর জন্য সম্পাদক ছাইরাছ হেলাল এবং শুন্য শুন্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি।
প্রহেলিকা ই-বুকের প্রচ্ছদ,অলঙ্গকরন এবং ই-বুক প্রস্তুত করনের কাজ করেছেন,যা অত্যন্ত ভালো হয়েছে।
এই তিন জনের সম্মিলিত টীম ওয়ার্কে ৩০ তারিখ পর্যন্ত লেখা নিয়ে ১ তারিখে প্রকাশ করে যথেষ্ঠ যোগ্যতার পরিচয় দিয়েছেন। অভিনন্দন তিনজনকেই -{@
আমার একটি পোষ্ট ই-বুকে স্থান পেয়েছে।এই প্রথম কোন ই-বুকে আমার লেখা প্রকাশ পেলো। খুবই আনন্দিত আমি।
কৃতজ্ঞতা সোনেলার প্রতি।
শুন্য শুন্যালয়
কৃতজ্ঞতা সোনেলার পাশে থাকা সকলের প্রতি, সবার আন্তরিকতায় সম্ভব হয়েছে কাজটি। প্রহেলিকার কাজে সত্যি আমরা অনেক আনন্দিত। ছাইরাছ ভাইয়ার আন্তরিক সহযোগিতা এবং সম্পাদকীয় ই-বুকে অনন্য মাত্রা এনেছে। আমি এখানে কিছুটা থাকতে পেরেছি, তাতেই গর্বিত অনুভব করছি।
সবার কাছে কৃতজ্ঞ আমরা।
থার্ড পার্সন পুরাল
নতুন বছরেই এভাবে আনন্দে ভাসিয়ে তুলবে ভাবি নাই ।সোনেলার প্রথম ই -বুক হিসেবে ভাল হয়েছি আশা করি ।এখনো পড়ি নাই তাই অনেক কিছুই বলতে পারছি না । সম্পূর্ন পড়ে মন্তব্য জানাবো ।এইটা ট্রেলার ছিল ।
দুঃখজনক বিষয় এটা যে অনেক দিন ব্লগে অনিয়মিত থাকার কারনে লেখা সংগ্রহ করছেন এমন পোস্ট পাই নাই ।যাক পরেরবার যাতে স্থান করে নিতে পারি আপনাদের মাঝে । আর কি এমন সুযোগ আসবে ?
শুন্য শুন্যালয়
ডিসিশান টা একটু দেরি করে নিলেও আমরা ডিসেম্বরের মাঝামাঝি স্টিকি পোস্ট দিয়ে জানিয়েছিলাম, ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত লেখা সংগ্রহ করা হবে। এড়িয়ে গেলেও কোন সমস্যা নেই ভাইয়া, আপনার মতোই বলি এটা আমাদের ট্রেলার ছিলো। ভবিষ্যতে আরো করবো সবার সহযোগিতা পেলে।
আপনি তো না জেনে, আর আমি জেনেও আমার কোন লেখা নেই ই-বুকে ;(
সম্পূর্ণ পড়ে মন্তব্য জানালে খুশি হবো ভাইয়া। ভুল-ভ্রান্তি গুলো প্রথমবার হিসাবে ক্ষমা করবেন, তবে দেখিয়ে দেবেন অবশ্যই, যাতে পরবর্তীতে সেভাবে কাজ করতে পারি। আপনাকে ধন্যবাদ…
থার্ড পার্সন প্লুরাল
অবশ্যই ভাইয়া না আপু হবেন বুঝতে পারছি না ।যাই হোক যারা এই ই বুকে সহযোগিতা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ ।
এগিয়ে যাক সোনেলা নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ।
পাশে থাকার চেষ্টা করবো সবসময় ।।
প্রহেলিকা
সোনেলার এই প্রথম ই-বুকের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজে ধন্য হয়েছি, শ্রদ্ধেয় হেলাল ভাইয়ার মতোই বলতে চাই এই ই-বুকের চেয়ে শতগুণ পরিমার্জিত ই-বুক লক্ষনীয় হলেই এই ই-বুক সত্যি আমাদের কাছে ভালবাসার পদ্মলোচন। সোনেলার জন্য ই-বুক প্রথম বটে সাথে আমার তৈরী করা এটিই প্রথম ই-বুক। ভয়ে ভয়ে শুরু করলেও যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ সোনেলার কাছেও।
সবার ভালবাসায় সোনেলা এগিয়ে যাক এই কামনা করি। সোনেলা রোদ হাসুক ২০১৫ জুড়ে। -{@ -{@
ছাইরাছ হেলাল
আপানাকে ছাড়া এটি এই মুহূর্তে করা কিছুতেই সম্ভব হত না।
যদিও পণ্ডশ্রম মাত্র।
লীলাবতী
অবশেষে প্রতিক্ষার অবসান হলো 🙂 নবর্ষের উপহার এর চেয়ে ভালো আর কি হতে পারে? প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে। আর সম্পাদকিয় বিনয় এবং প্রত্যয়দীপ্ত।ছাইরাছ হেলাল ভাইয়া,শুন্য শুন্যালয় আপু এবং প্রহেলিকা ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটি কাজ সফল ভাবে সম্পন্ন করার জন্য।
একজন বাংলাদেশে,একজন অস্ট্রেলিয়ায়, একজন আবুধাবী,- দুরত্ব কোন ব্যাপারইনা নেটের জগতে 🙂
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা -{@
ছাইরাছ হেলাল
আমরা তো আমরাই,দূরত্ব দূরেই থেকেছে আমাদের আন্তরিকতায় ও সবায় সহযোগীতায়।
শুভ নববর্ষ আপনাকেও।
মেহেরী তাজ
ধন্যবাদ আপনাদের ই-বুক প্রকাশের জন্য। ভাইয়া মোবাইলে কি দেখতে পাবো?
ছাইরাছ হেলাল
একবার চেষ্টা করেই দেখুন না।
মেহেরী তাজ
মোবাইলে ডাউললোড হয়না ভাইয়া।
জিসান শা ইকরাম
খুব কষ্ট সাধ্য কাজ সমাপ্ত করলেন আপনারা। ৩ জনকে ধন্যবাদ এবং অভিনন্দন, বছরের প্রথম দিনেই এমন একটি গিফট সবাইকে দেয়ার জন্য।
ছাইরাছ হেলাল
সোনেলার জন্য আমরা গর্বিত। এটি কোন কষ্ট ই না।
শুন্য শুন্যালয়
প্রথমবারের মতো সোনেলার ই-বুক। বছরের প্রথম দিন, আর এই দিনে মুক্তিযুদ্ধের আত্মত্যাগী বীরদের স্মরণ। আমার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, নিজেকে অনেক গর্বিত লাগছে এই বুকের কোথাও আমার নামটাকে যুক্ত রাখতে পেরে। সোনেলার সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রহেলিকা এবং ছাইরাছ হেলাল ভাইয়ার কাছে আমার কৃতজ্ঞতা আরো একটু বেশি। আমাকে আর একটু খাটিয়ে নিলে ভবিষ্যতে আরো একটু বেশি খুশি হবো। সোনেলার সবাইকে অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
খাটাখাটুনির জন্য তৈরি থাকুন।
আপনি অনেক সাহায্য করেছেন।
হৃদয়ের স্পন্দন
সিরিয়াস লি বলছি বিরক্ত করবেন না, বই পড়ছি, হ্যা প্রিয় ব্লগার হেলাল ভাই, এখন জানি প্রহেলিকা ভাই আর শুন্য নামে মেধাবী আপু জাষ্ট থ্যাঙ্কস
আর নিজে বই এর পাতায় আছি দেখে বিস্ময়
কনফিউজড ছিলাম, শেষ পর্যন্ত দূর হলো
ছাইরাছ হেলাল
যাক,আপনার কনফিউশন দূর করতে পেরেছি ।
জিসান শা ইকরাম
ব্লগার/লেখকদের আগ্রহ থাকলে,এটি চালু রাখার জন্য অনুরোধ করছি।
ছাইরাছ হেলাল
আগ্রহ! তা আমরা দেখতেই পাচ্ছি।
থার্ড পার্সন প্লুরাল
সবারই আগ্রহ আছে মনে হচ্ছে ।চালু রাখলেই ভাল হয় ।
স্বপ্ন নীলা
নতুন বছরের এত সুন্দর একটি উপহার !!! খুউব খুশি হলাম—। শুভকামনা রইল সোনেলার জন্য এবং শুভকামনা রইল সকল ব্লগারদের জন্য —-
সুখে দুঃখে রইব মোরা একই সাথে —
ছাইরাছ হেলাল
আপনার জন্যও শুভ কামনা, আপনি সব সময় আমাদের সাথে আছেন সুখে ও দুঃখে।
অনেক দিন লিখছেন না।
খেয়ালী মেয়ে
🙂
শিশির কনা
সোনেলার ই-বুক 🙂 ভাবতেই ভালো লাগছে।নতুন বছরের প্রথমদিন ই-বুক প্রকাশ একটি বড় প্রাপ্তি আমার।প্রচ্ছদ চমৎকার হয়েছে। সম্পাদনায় দুজন প্রিয় ব্লগারের নাম দেখে খুশি খুব। ই-বুক ডাউনলোড করে দেখি আগে এরপরে আবার মন্তব্য করবো। ছাইরাছ হেলাল ভাইয়া,শুন্য শুন্যালয় আপু এবং প্রহেলিকা ভাইয়াকে বিশেষ ধন্যবাদ একট একটি কাজ করেছেন বলে।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
ছাইরাছ হেলাল
আপনাকেও ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আমাদের খোঁজ খবর রাখছেন।
প্রহেলিকা অনেক পণ্ডশ্রম করে এটি করেছে। তেমন কাজে না আসলেও আরও বুনোমোষ তাড়ানোর
ইচ্ছেও প্রকাশ করেছে।শুভ নববর্ষ আপনাকেও।
প্রহেলিকা
যথার্থই বলেছেন আপনি পণ্ডশ্রমই বটে, শুধু আমি একাই করিনি আপনিও করেছেন সাথে শুন্য শুন্যালয় আপুও করেছেন। এখন অবশ্য পণ্ডশ্রমই মনে হয় যখন কোন নির্বাচিত লেখক নিজে পোষ্ট দিয়ে গেলেও এই স্টিকি পোষ্টকে এড়িয়ে যায়।
এই ঘরে এসে যেহেতু টুকটাক লেখালেখি করছি তাতে নিজের মাঝেও দায়বোধ সৃষ্টি হয় আর এই দায়বোধ থেকেই এই পণ্ডশ্রম। সমস্যা নেই এখনো বলি কিছু কিছু পণ্ডশ্রম প্রশান্তি দেয়। এই পণ্ডশ্রম চালু থাকবে।
শুন্য শুন্যালয়
নিজের পোস্ট নির্বাচিত হলেই স্টিকি পোস্টে আসতে হবে এমন কথাই কি আছে? (যদিও নুন্যতম সেটাই করে উঠছে না কেউ)। একটা ব্লগে লিখলে সেই ব্লগের আনন্দ উদযাপন করতেও অনেকের মধ্যে কোন আগ্রহ দেখা যায়না। শুধু নিজের একটি করে লেখা দেয়া, এবং তার মন্তব্যের উত্তর দেওয়াতেই সীমাবদ্ধ। ঘরের সংখ্যা এতো বেশি যে নিজের ঘরটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর। সে যাই হোক, পন্ডশ্রমে নিজের মনের প্রশান্তি হয়, একমত। ভবিষ্যতে ও এমন পন্ডশ্রম জারি রাখবেন নিজেদের জন্যে হলে।
ছাইরাছ হেলাল
কালে কালে আপনি আরও অনেক কিছুই দেখতে পাবেন,যা আমরা আগেই
দেখে ফেলেছি।তবে শ্রমের টাইমে আমাদের জানান দিয়েন।
মিথুন
সোনেলার প্রথম ই-বুক আর সেখানে আমার লেখা, এ আনন্দ প্রকাশ করা যাবেনা। লেখার সাথে মিলিয়ে ছবি অনন্য রূপ দিয়েছে বই টিকে। প্রতিটি পেজ উল্টাতেই দারুন এক অনুভূতি হচ্ছে। যারা এতো পরিশ্রম করে কাজটি করেছেন, তাদেরকে ধন্যবাদ দেয়া কমই হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি আমি, খুব। এ এক অন্যরকম বছর শুরু——-
ছাইরাছ হেলাল
আসলে মূল কৃতিত্ব আপনার মত লেখকদের। যারা অনেক ভাল এবং সুন্দর লেখেন।
আমরা শুধু সংযোজন করেছি মাত্র।তাই এ আনন্দবছরে বেশি করে লিখে আমাদের পড়ার সুযোগ করে দিন।
রণবীর
আমি সত্যিই অনেক বেশী আনন্দিত । আমার প্রথম লেখা সোনেলার প্রথম ই বুকে প্রকাশিত !!!! অনেক বড় মাপের লেখকদের পাশে আমাকে রাখার জন্য সোনেলা কে ধন্যবাদ ।
এই সৃষ্টি শীল কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদের জন্য অশেষ শুভ কামনা । ।
ছাইরাছ হেলাল
আমরাও আনন্দিত আপনাদের নিয়ে।আপনারাই লিখেছেন।
আপনার জন্যও ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
অনেক কিছুই মিস করেছি ডিসেম্বর মাসে–ই বুকে অনেক লেখায় পাচ্ছি..
ধন্যবাদ সোনেলাকে 🙂
ছাইরাছ হেলাল
যা মিস করেছেন তা পাচ্ছেন, আমরা যা মিস করেছি (আপনার লেখা) ও পড়া সেটি
করে পুষিয়ে দিলেই হবে। লেখা চাই।
খেয়ালী মেয়ে
🙂 🙂
নীলাঞ্জনা নীলা
সোনেলার সাফল্য কামনা করে আসছি প্রথম থেকেই।একমাত্র সোনেলাতেই লেখি এখন।যতদিন লেখা থাকবে,ততদিন সোনেলাতেই লেখবো এই আশা করি।
প্রথম ই-বুক সোনেলার। সোনেলা প্রমান করেছে,তার কাছে দেশ প্রেম সবার প্রথমে।একারনেই বিজয়ের পোষ্ট নিয়ে প্রথম ই-বুক প্রকাশ। ছাইরাছ হেলাল,শুন্য শুন্যালয় এবং প্রহেলিকাকে ধন্যবাদ এমন একটি কাজ সম্পন্ন করেছেন বড় কোন বিচ্যুতি বাদেই।
প্রতিমাসে একটি ই-বুক প্রকাশ করার জন্য অনুরোধ করছি।
ছাইরাছ হেলাল
আপনি আমাদের সুখ দুঃখের সাথী প্রথম থেকেই। থাকবেন আমদের সাথেই যেমন থাকেন সব সময়
এই আশা নিয়ে আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
ইচ্ছে অনেক কিছুই আছে কিন্তু অবস্থাদৃষ্টে সুবিধের মনে হচ্ছে না।
বনলতা সেন
খেয়ালী ও কষ্টের কাজের জন্য অবশ্যই ধন্যবাদ। তবে মোষ তাড়ানো ঠিক কাজ না।
বিজয় ও নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা। কাজটি কঠিন ছিল।
তাই ই মনে হচ্ছে,মোষদের তাড়ানো ঠিক না।ওদের ও বাঁচতে ইচ্ছে করে।
লীলাবতী
ব্যাস্ত ব্লগারদের একটি তালিকা করছি আমি।যারা অতি ব্যস্ততার জন্য ই-বুকে লেখা প্রকাশের পরেও এখানে আসতে পারেননি।তারা নমস্য।কথা নয় কাজ এই নীতিতে চলেন।আমিও তাঁদের নীতি গ্রহন করলাম আজ থেকে।আমিও ব্যাস্ত হতে চাই :p
শুন্য শুন্যালয়
চাই না হয়ে গেছেন? দেখিই তো না আপনাকে আজকাল। আপনি ব্যস্ত ব্লগারদের তালিকা করুন। আমি কএকজনের জন্য হাজিরা খাতা তৈরি করছি।
লীলাবতী
দিন শেষে হিসেবে দেখি শুধু আমরা আমরাই 🙂 হাজিরা খাতা! করুন :D)
শুন্য শুন্যালয়
হুম, প্রতিদিন সোনেলায় আসার সময় আর যাবার সময় ঢু দিয়ে যেতে হবে। কোন ছুটির দিন নাই। বিনা পারমিশনে অনুপস্থিতির জন্য জরিমানা। জরিমানা মানুষ ভেদে আলাদা। আপনার জন্য জরিমানা বেশি।
ছাইরাছ হেলাল
সবাই ব্যস্ত হোক সমস্যা নেই, আপনি না হলেই হবে।
সঞ্জয় কুমার
ইয়েস ম্যাডাম ।আমার হাজিরা উঠেছে তো !! 😀
স্বপ্ন
কঠিন একটি কাজ সম্পন্ন করার জন্য সোনেলা এবং আপনাদের তিনজনকে অভিনন্দন।নববর্ষের শুভেচ্ছা জানবেন সবাই।
আমার কোন লেখা নেই,সোনেলার প্রিয় ব্লগারদের লেখা একটি বইতে পাচ্ছি,এতেই আনন্দ।রিমি রুম্মান আপুর যে লেখাটি এখানে এসেছে,তার চেয়ে আপুর অন্য আর একটি লেখা ছিল সেটা দিলে মনে হয় ভালো হতো।
ছাইরাছ হেলাল
আপনাকে নবর্ষের শুভেচ্ছা। কঠিন ই ছিল প্রহেলিকার জন্য।
রিমি রুম্মান ভাল লেখেন সব সময়। আবার এমন ই-বুক হলে আমরা আরও সতর্ক হবার চেষ্টা নেব।
সবার লেখা নেই, আমিও লিখিনি,সবার লেখা পড়ি এটি ই আনন্দ।
আজিজুল ইসলাম
এরকম উদ্যোগ আপনারা খুব স্ব্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করেছেন বলে মাননীয় সম্পাদক সাহেবসহ প্রহেলিকা এবং অন্যান্যদের সকলকে শুভেচ্ছা জানাই।
ছাইরাছ হেলাল
আপনাকে ও নববর্ষের শুভেচ্ছা। একদম অল্প সময় নয়। সঞ্চালক পোস্ট দিয়ে ই রেখেছিল।
নবিস এ কাজে আমরা।
ব্লগার সজীব
আমার লেখাটিতে গানের লিংক গুলোতে ক্লিক করলে ইউটিউবে যেতে পারলে অনেক ভালো লাগতো। হয়ত অসম্ভব ছিলো এই কাজটি করা।
ছাইরাছ হেলাল
এখন আর নূতন করে কিছু করা সম্ভব হচ্ছে না।দুঃখিত।
পরে আমরা ভাল করে নজর রাখার চেষ্টা করব।
অরণ্য
ছাইরাছ ভাই, আমরা দুঃখিত বলছি কেন, তা আমার মাথায় পুরোটা আসছে না। আমার কাছে ব্যাপারটি খুবই সহজ একটি কাজ। হতে পারে আমরা সরাসরি .pdf ফাইলে এডিট করতে পারি (https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CBwQFjAA&url=https%3A%2F%2Fwww.utcourts.gov%2Fresources%2Fattorney%2FConvenience_Brief%2Finstructions%2FCreate_Enhanced_Brief.pdf&ei=pPSpVM_GA8-xuATFtYDgAw&usg=AFQjCNHriR8YLLZEpxAdS6-FiQ2mSlenCQ&bvm=bv.82001339,d.c2E ) অথবা মূল ফাইলেও হাইপারলিংক করে তা .pdf করে সংযুক্তিগুলো রিপ্লেস করে দিতে পারি। ই-বুকে (ইলেক্ট্রনিক কপি) আমরা বোধহয় এটুকু এডিট করতেই পারি। এই ই-বুক ১০০ বছর পরেও কেউ পড়তেই পারে। আমার মনে হয় লিংকটা থাকা জরুরী। ধন্যবাদ আপনাকে।
প্রহেলিকা
শ্রদ্ধেয় অরণ্য ইচ্ছে করেই ই-বুকের সমস্ত লিংক রহিত করা হয়েছে কারণ কেউ পড়ার সময় লিঙ্কে চলে গেলে তখন তার মনোযোগ আর বইটিতে ফিরে আসবে না। একটু ব্যস্ত সময় করে বিস্তারিত বলবো।
অরণ্য
ভাই প্রহেলিকা, এভাবে শ্রদ্ধেয় লিখলে হবে! 🙂 সে যাগগে, “দুঃখিত” লেখার চেয়ে এটি অনেক ভাল। (y) তবে সিদ্ধান্তটিকে আরেকবার ভাববার অনুরোধ করবো আমি আমাদের ই-বুক সম্পাদনা পরিষদকে।
ছাইরাছ হেলাল
দুঃখিত বলছি এজন্য যে,যা কিছু এখানে আছে এটি এমন ই থাকবে এর
সমুদয় ত্রুটি সহ। যাতে পরে কোন ই-বুক হলে এগুলো মাথায় রাখতে পারি।
আসলে আমরা কেউ ই টেকি না সেই অর্থে। অবশ্যই পরের বার আপনাকে অবশ্যই
পাশে পেতে চাই।
মোঃ মজিবর রহমান
এই বিজয়ে ই-বুকের জন্য অভিনন্দন সনেলাকে।
ছাইরাছ হেলাল
আপনাকেও ধন্যবাদ। বহুদিন পর দেখছি আপনাকে।
রিমি রুম্মান
এরপর হয়তো আরও মানসম্পন্ন অনেক ই বুক বের হবে সোনেলা থেকে। কিন্তু প্রথম ভালোবাসার মতই প্রথম ই বুক স্মরণীয় হয়ে থাকবে। ভাল লাগছে নিজের লেখা সোনেলা’র প্রথম ই বুকে দেখে। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
ছাইরাছ হেলাল
আপনিও সোনেলার ই একজন।আপনি আমাদের সাথে লিখছেন এ ও অনেক আনন্দের।
প্রথম ই-বুক হিসাবে এটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে।
লীলাবতী
পরবর্তি ই-বুক কবে প্রকাশিত হবে? সব বিভাগ থেকে লেখা নিতে হবে,আমার লেখা থাকতে হবেই হবে :p
শুন্য শুন্যালয়
এমন এক বিভাগ থেকে লেখা নেয়া হবে, যে বিভাগে লীলাবতী দির কোন লেখাই নেই 😛
লীলাবতী
এটা কিন্তু ঠিক না। সম্পাদনায় থেকে ইচ্ছেকৃত লেখা বাদ দেয়া হলে খবর আছে ^:^
লীলাবতী
আপডেট জানাচ্ছি শুন্য আপু।একটি বিভাগ রাখা হয়ে যার নামঃ লীলাবতী বিভাগ,যেখানে শুধু আমার লেখাই থাকবে :p
শুন্য শুন্যালয়
এইবার পাওয়া গেলো সোনেলার মডু। এতদিন ধরে এভাবে চেপে গেলেন এই রহস্য!!! বিভাগ যে কেবল মডুবাহিনী খুলতে পারে তা কিন্তু আমি জানি। শুধু বিভাগ কেনো লীলাবতী নামেই একটা ই বুক করা হবে। বলুন ম্যাডাম করবো কিনা।
জিসান শা ইকরাম
আমার লেখা নিয়েও বাদ দেয়া হয়েছে লীলাবতী। তীব্র প্রতিবাদ জানালাম এই ষড়যন্ত্রের :=
ছাইরাছ হেলাল
সব ই সম্পাদকে ষড়যন্ত্র।
বনলতা সেন
ঝুল বারান্দায় ঝুলে আছে সোনেলার ই-বুক। কোথাও কেউ কি আছেন ! একটু কথা বলে
দেখবেন এই ই-বুকটির সাথে,কেমন আছে ক্ষুৎ-পিপাসায়? বেঁচে আছে না কোমায়?
ছাইরাছ হেলাল
অক্সিজেনের উপর বেঁচে আছে। হায় ই-বুক।
নওশিন মিশু
সোনেলায় আমি নতুন।লেখা লেখি যা তা এখানেই শুরু।আমি নাকি লিখতে পারি,পারবো।এমন অভয়বাণী,উঁৎসাহ দিয়েছেন সোনেলার একজন শ্রদ্ধেয় জন।কি এমন লিখি আমি? যা ভাবি আমি,যা চিন্তা করি আমি,তা লিখলেই নাকি লেখা হয়।তো লিখে ফেললাম আমি যা ভাবি,আমি যা চিন্তা করি।একদিন প্রকাশ করে দেই সে লেখা সোনেলায়।অবাক হই প্রতিক্রিয়া দেখে।শীর্ষ ১৫ তে দেখি আমার লেখা।ঐ লেখা ঐ নাম আসলেই কি আমার?এভাবেই যে শুরুটা আমার সোনেলায়।
সোনেলার প্রথম ই-বুকে আমার লেখা প্রকাশিত হয়েছে,লজ্জা লাগছে আসলে আমার।স্বপ্নের মত মনে হয় আমার। কৃতজ্ঞতা সোনেলার প্রতি।ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধেয় ব্লগার ছাইরাছ হেলাল,শুন্য শুন্যালয় এবং প্রহেলিকাকে,যাদের অক্লান্ত পরিশ্রমে সোনেলার ই-বুক প্রকাশিত হয়েছে।
ধন্যবাদ সোনেলা।
ছাইরাছ হেলাল
আমাদের একজন হয়ে আপনি আর এখন নূতন নন।আসলে নিজের ভিতরে লেখা না থাকলে কারও কথায়
লিখে ফেলা যায় না। অবশ্য কেউ না কেউ হয়ত পথ দেখায় কিন্তু হাঁটতে হয় নিজ পায়েই,এই যেমন শক্ত পায়ে হাঁটছেন। প্রথম প্রচেষ্টায় আমরা অনেক আনন্দিত। অবশ্য আপনাদের সাথে পেয়েছি বলে।
ধন্যবাদ আপনাকে।
নওশিন মিশু
হাত ধরে হাটছি কেবল।ধন্যবাদ আপনাকে।
খসড়া
অনেকদিন পর সোনেলায় এলাম। এসেই পেলাম এক চমক।আমি খুব আনন্দিত এবং অভিভূত। কাউকেই আমার ক্ষুদ্র সত্তা থেকে ধন্যবাদ জানিয়ে তাদের ক্ষুদ্র করব না। আমার আনন্দ ছড়িয়ে পরুক সকলের তরে। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আপনি আমাদের ভুলে গেলেন! এ অন্যায়।
সীমান্ত উন্মাদ
বেশ ভালো লাগল। হেলাল মামাকে অনেক অনেক ধন্যবাদ এমন উদ্যোগ এর জন্য। লিখাগুলো পড়লাম সবার জন্য শুভকামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও নববর্ষের শুভেচ্ছা।
জসীম উদ্দীন মুহম্মদ
আজ সময় করে পুরো ই-বুক পড়লাম — ।। অসাধারন হয়েছে ।। শ্রদ্ধেয় এবং সুপ্রিয় প্রিয়কবি প্রহেলিকা অভিনন্দন ।।
ছাইরাছ হেলাল
আপনাকেও অভিনন্দন সময় নিয়ে পড়ার জন্য।
সাইদ মিলটন
আমি মনেহয় একটা কমেন্ট করছিলাম মোবাইল থেকে 😮 কইগেল সেইটা
ছাইরাছ হেলাল
এত্ত দিন পরে এসে কই গেল মন্তব্য! এটি কোন কথা হতে পারে না।
ভাল করে মনে করে বলুন, মন্তব্য করেছিলেন!
আবু খায়ের আনিছ
এত দিন পাইনি কেন? যদিও আমি আরো পরে এসেছি ব্লগে, তাই পাইনি। কেউ অবশ্য বলেনি এই কথা আমাকে। আজ পুরুনো পোষ্ট দেখতে এলাম বলেই পেলাম। এই কাজ এখন বন্ধ আছে কেন? ব্লগ সঞ্চালক মহোদয় এর নজর কামনা করি।