যারা মডু এবং বিচারকমন্ডলীর কষ্টে হি হি হা হা করছিলেন আর আনন্দে বগল বাজাচ্ছিলেন, তাদের জন্য এই পোস্ট। অতি সত্বর চিঠি প্রতিযোগিতার সকল চিঠির মধ্য থেকে দুইটি চিঠি সিলেক্ট করে মন্তব্যের ঘরে জমা দিন। ১০ ই এপ্রিলের মধ্যে সকলের পছন্দে সেরা চিঠিটি নির্বাচিত হবে “পাঠকের নির্বাচিত সেরা চিঠি” হিসাবে। সোনেলার আমরা যেহেতু আমরাই তাই মনেহয় সংকোচের কোনই কারন হবেনা নির্বাচন করতে। নির্বাচনের সময় ভাবী, বুবু, আপু, ভাইয়া, সখা, সখী, হার্ট, ফুল (এবং যার যার তার তার) সকল সম্পর্কের ঊর্ধে থাকিতে সবাইকে অনুরোধ করা যাইতেছে। মনে রাখিবেন কেউ কারো পুরষ্কার শেয়ার করিবেনা, যতই কথা দিক। এই দুনিয়ায় কেউ কথা রাখেনা।

যারা সব চিঠিগুলো পড়ার সময়, সুযোগ করতে পারেননি তাদের সুবিদার্থে নিচের লিঙ্কটি দেয়া হলো, এখানে প্রতিযোগিতার সব চিঠিগুলোর লিঙ্ক একত্রিত করা আছে।
চিঠি সমগ্র

এই পোস্টে মন্তব্যের ঘরে অথবা ফেসবুকে এই লিঙ্কশেয়ার পোস্টে সেরা চিঠি অথবা লেখকের নাম জমা দেয়া যাবে। একজন ব্লগার শুধুমাত্র দুটি চিঠি নির্বাচন করতে পারবেন ( নিজের চিঠিতে ভোট দেয়া যাবেনা)। কারো ইনবক্সে দেয়া নাম গ্রহণযোগ্য হবেনা।
সবার জন্য শুভকামনা। আশা করি অন্যের দুঃখে-কষ্টে হাসাহাসি কিছুদিন বন্ধ থাকিবে। সবার চিন্তিত কপালের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রহিলাম—

অঃকঃ সবাইকে দুটো করে নাম নির্বাচন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্বাচিত নাম পরবর্তীতে আর পরিবর্তনের সুযোগ নেই। সকলের অংশগ্রহণে প্রতিযোগিতা আনন্দমুখর হোক। শুভকামনা। 

 

১৩৮৮জন ১৩৮৮জন
0 Shares

২৭২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ