আকাশ ও মেঘভ্রমণ

শুন্য শুন্যালয় ৩১ জুলাই ২০১৬, রবিবার, ০১:৫৩:৪৮অপরাহ্ন ছবিব্লগ ৪৩ মন্তব্য

20160706_102755-2 [] []
১। ইচ্ছে করে জিপড ফাইলের মতো পৃথিবীর সব সুন্দর জিপআপ করে তোমার নামে একটা ব্যাংকলকার খুলি।
তবে ভুলে যেওনা শনি আর রবিবার বলে দুটো দিন আছে সপ্তাহে, তুমি চাইলেও সেদিন তা ছুতে পারবেনা।

20160706_103058 (2) []
২। সাঁপের মতো এঁকেবেঁকে…
কি বললে? সাপ পছন্দ করোনা তুমি!!
তবে যে সাপ ফনা তুললে বিষের কথা ভুলে গিয়ে ক্যামেরা নিয়ে ছোট পেছন পেছন
প্রকৃতিতে অচ্ছুৎ কিচ্ছু নেই।

20160708_075306-2 []
৩। বৃষ্টিস্নাত ভার্জিন,
আদরে গ্রহণ, ক্লান্তিহীন এপাড় ওপাড়, অসময়ের যান্ত্রিক গোলযোগে…

20160708_102830 (2) []
৪। অনেক দূরে যাবে বলেই মেয়েটি মেঘ ছুঁলো
হতচ্ছাড়া মেঘ তাকে ঘরকুনো করে দিলো,
মেঘের বাড়ি পা ছড়িয়ে মেয়ে শুধুই কাঁদে
আকাশ তাকে আদর করে বৃষ্টি নামে গান বাঁধে।

20160708_103207 (2) []
৫। মানুষের গড়া প্রকৃতি,
এলোপ্যাথি তো হার্বাল থেকেই তৈরি, জীবন বাঁচায়, জীবন সাজায়।

20160708_102943 (2) []
৬। একটা কাগজের পাতাতেই আকাশ, মেঘ, জমিন, সমুদ্র সব কেমন ধরে রাখা যায়!
চোখ, মস্তিস্ক, এত্ত এত্ত স্টোরেজ বক্সেও সব সৌন্দর্য্য ধরেনা!

20160706_103406 (2) []
৭। নার্নিয়া মুভির মতো আমিও পা বাড়িয়েছিলাম সমুদ্রের নীল ভেবে
আকাশ আমাকে গিলতে পারেনি, উগড়ে দিলো পাতালে

20160706_103849 (2) []
৮। মহাকাশের কাছে বিন্দুর মতো জেগে থাকা জমিনে এক আশ্চর্য্য বুক চেতানো বিশালতা “মানুষ”

20160706_104402-2 []
৯। দ্রুত গাড়ির সামনে এলে নিশ্চিত মৃত্যু জেনেও থমকে থেকেছো কোনদিন?
আমি এক মুহুর্তের জন্য এই মেঘের ভেতর নিজেকেই কবর দিয়ে এসেছি সেদিন

20160706_112442 (2) []
১০। বুদ্ধ যদি পূর্নিমাতে ঘর ছাড়তে পারে,
আমি এই দৃশ্য দেখে পৃথিবী ছাড়তে চাইবো না কেন?

অঃকঃ ছবিগুলো আমার শহর থেকে সিডনী যাওয়া এবং আসবার সময় আকাশপথে তোলা। কাঁচের ভেতর থেকে মোবাইলে তোলা বলে কিছুটা অস্বচ্ছ এসেছে। ছবিগুলোর সাথে যাচ্ছেতাই লেখাগুলোর কোনই মিল নেই।

৫ নাম্বার ছবিটি উপর থেকে আমার শহর।
৭ নাম্বার ছবিটির মাঝের নীল অংশ সমুদ্র মনে হলেও ওটি আকাশ।

৮০৭জন ৮০৭জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ