আমি খেয়ালী মেয়ে, সোনেলা পরিবারের একজন—প্রায় বছরখানেক আগেও এই সোনেলা পরিবার আমার কাছে ছিলো অজানা, অথচো আজ সেই সোনেলা আমার অনেক প্রিয়,খুব কাছের—সোনেলাতে এসে খুব সহজেই পেয়ে যাই অনেকগুলো ভালো লেখকের সন্ধান—যাদের লেখা আমাকে জোঁকের মতো আঁকড়ে ধরেছে—মুগ্ধ হয়ে পড়ি তাদের লেখা, সময়ের ব্যবধানে অনেকেই আমার খুব প্রিয় হয়ে গেছে—অপেক্ষা করি তাদের নতুন লেখার, শেখার [ বিস্তারিত ]