যখন আমি চিকনা ছিলাম,কত যে হাহুতাস করছি মোটা হবার জন্য। কমলা,আপেল,আংগুর,মধু, ডাব সহ ভেষজ চালাইছি দিনের পর দিন। কাচা ডিম,পাকা ডিম চলেছে হরদম। দুধের মধ্যে কাচা ডিম দিয়া শ্বাস বন্ধ করে গেলা [ কেমন একটা ভোটকা গন্ধ একারণে শ্বাস বন্ধ ] , ভোর ভেলা কাচা ছোলা বুট আদার কুচি সহযোগে খাওয়া, কাচা বাদাম কোনকিছুই বাদ দেই নাই।
অবশেষে বাসার পাশের ফার্মেসির কম্পাউন্ডার রাজেন দার পরামর্শে শুরু করলাম মোটা হবার সর্বশেষ চিকিৎসা। রোজ সন্ধ্যার সময় দুই চামচ ব্রান্ডি আর একটা মুরগীর রানের কাবাব। ব্রান্ডি যে কি জিনিস তাই তখন বুঝতাম না।তবে শরীর গরম হইয়া যাইত। গরম যখন হইতাছে, মেডিসিনে কাম কর্তাছে 🙂 এতই গরম যে মাঘ মাসের শীতে স্যান্ডো গেঞ্জি গায়ে বাসার মধ্যে থাকা। কর্ম সম্পাদনের আশায় ডোজ বাড়াইয়া ৩ চামচ খাওয়া শুরু করলাম। প্রায় ৩ মাস এই চিকিৎসা চালাইছি। রাজনদা দিত ব্রান্ডি আর কালুর চপের দোকানে গিয়া মুরগীর রান।বোতল দেয়ার সময় বোতলের লেভেল ছিঁড়ে দিতেন কেন এর রহস্য বুঝতে আমার লেগেছে ৫ বছর । টাকা পয়সা কিছু কম যায় নাই। লাভের লাভ কিছুই হয় নাই। চিকনাই রইয়া গেলাম।
বিয়ের পরে কেমনে কেমনে জানি শরীরের ওজন বৃদ্ধি হইল। আর ধীরে ধীরে মোটা হইয়া গেলাম।

আর এখন?
আবার চিকন হবার চেষ্টায় রত। মোটা হবার জ্বালায় জীবন অস্থির হইয়া পরছি। কেমনে চিকন হমু? খাওয়া দাওয়া সব কমাইয়া দিছি। তিন বেলায় যা খাই তা মোটা হবার চেষ্টা কালে একবেলায় খাইছি। কামের কাম কিছুই হইতাছে না। আহারে আগে কত সুন্দর চিকনা আছিলাম, যখন খুশী লাফ দিয়া চলাফেরা করছি। চিকন চিকন ফাঁক ফোকর দিয়া চিকনা শরীরটা ফুড়ুত করে চালান করে দিছি।
আমার সেই রাজনদা আর নেই, কে চিকিৎসা করাইবে? একজনে কইল, বিয়ার পরে যেহেতু মোটা হইছেন, তাই আবার সিঙ্গেল হইয়া যান, চিকন হইয়া যাইবেন।
আর একজন কইল ‘এক বিয়ায় মোটা হইছেন, আর একখান বিয়া করেন, দুই বিয়ায় চিকনা হইয়া যাইবেন।’ [ এই পরামর্শটা ভালোই 🙂 ]

পরামর্শ ভবিষ্যতের জন্য রেখে দিয়ে অবশেষে ( পাইছি উহারে পাইছির ইমো )
কলকাতার মুভি ডাউনলোড কর্তাছি’  রোগা হওয়ার সহজ উপায়।’ দেইখ্যা লই, যদি লাইগ্যা যায় 🙂

এ যেন ‘ নদীর এপাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস … ঐ পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস ……’
আমরা আসলে আমাদের বর্তমান অবস্থায় সন্তষ্ট থাকতে পারিনা।ভাবি অন্য কিছুতেই শান্তি- ছুটে চলি সেই কল্পিত শান্তি অর্জনে।প্রাপ্তির পরে ভাবি আগেরটাই তো ভালো ছিল।

আমরা যেন আমাদের বর্তমানকে নিয়ে ভালো থাকি।

শুভ কামনা সবার জন্য  -{@

৬২১জন ৬১৮জন
0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ