আমায় ভালোবাসতে দাও দেখতে দাও তোমার মনের প্রতিটি ভাঁজে ভাঁজে রাখা হ্রদের স্বচ্ছ পানির মতই ভালোবাসার উচ্ছাসে তোলা বুকের ছোট ছোট ঢেউ। বিসুরো বেহালার ছন্দময় সঙ্গীতে অন্তর্চোখে দেখতে দাও যৌবনের ঈশারা শরীরের ভাঁজে ভাঁজে কবিতার উপমা খুঁজতে গিয়ে নক্ষত্র পতনের মতই পতিত হই স্নিগ্ধতায় উম্মত্তের মত গলায় বুকে ঠোঁটের স্পর্শ দিয়ে বেঁচে থাকার মানে খুঁজি। [ বিস্তারিত ]